অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত সোমবার (১৮ আগস্ট) সিমন সরকার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর আঞ্চলিক বিক্রয় বিভাগ চন্দ্রা, জোবিঅ-চন্দ্রা আওতাধীন সফিপুর, পশ্চিমপারা, কালিয়াকৈর, গাজীপুর এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২০টি বহুতল ভবন এবং ৫ টি টিন সেড বাড়ির মোট ২৬০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের কারনে ৬ জন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এ সময় বিভিন্ন ব্যাসের ২৫০ ফুট লাইন পাইপ, ৩/৪ ইঞ্চি ব্যাসের ৪০ ফুট থ্রেড প্লাস্টিক পাইপ ও ৫ টি সম্পুর্ন অবৈধ রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১জন ব্যবহারকারীর নিকট হতে ৳ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই দিনে মনিজা খাতুন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪ (গুলশান কার্যালয়) এর আওতাধীন বাউনিয়া, তুরাগ সংলগ্ন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে।অভিযানে M/ S Tex World Food Dyeing ও এস এম ওয়াশিং প্ল্যান্ট নামক বানিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধভবে বানিজ্যিক উদ্দেশ্যে গ্যাস ব্যবহার করায় সংযোগটি ও আনুমানিক ৫৪টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ২০০ ফুট লাইন পাইপ ও ৬ টি সম্পুর্ন অবৈধ রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ২জন বানিজ্যিক ও ২জন আবাসিক ব্যবহারকারীর নিকট হতে সর্বমোট ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।এছাড়া হাসিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর আঞ্চলিক বিক্রয় বিভাগ রুপগঞ্জ, জোবিঅ -রুপগঞ্জ আওতাধীন মুড়াপাড়া, রূপগঞ্জ, মাসুমাবাদ রূপগঞ্জ এবং হাটাবো রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ৫ টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে।অভিযানে আল মদিনা হোটেল এন্ড সুইটস, সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট ও নামবিহীন বিরিয়ানির দোকান এবং প্রায় ২.০ কি.মি. এলাকার আনুমানিক ১৯০ বাড়িতে ২১০ টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৬২ ফুট লাইন পাইপ, হোস পাইপ ৫০ ফুট ও ১টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ২জন বানিজ্যিক ব্যবহারকারীর নিকট হতে ৳ ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।এছাড়াও, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ- নারায়ণগঞ্জ কর্তৃক মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকার ০৮ টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।অভিযানে মদিনা ডাইং এন্ড প্রিন্টিং (৩৭০০০০২৩), পরিদর্শন কালে মিটারে গ্যাস ফ্লো মেজারমেন্ট না পাওয়ায় মিটারটি খুলে চেক করত: বুঝা যায় মিটারটি বিকল এবং হাউস লাইনে অতিরিক্ত পয়েন্ট পরিলক্ষিত হওয়ায় তা অপসারণের জন্য গ্রাহককে পরামর্শ প্রদান করে হয়েছে। এস.বি নিট কম্পোজিট (৩০৬০০০৬১২/ ৮০৬০০০৬১২) -এর ক্যাপটিভ ও জেনারেটর হাউস লাইনে কিছু অপ্রয়োজনীয় অতিরিক্ত পয়েন্ট পাওয়া যায়, যা অপসারণের জন্য গ্রাহককে পরামর্শ প্রদান করা হয়েছে।উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১৮ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৯৬টি শিল্প, ৩৫৯টি বাণিজ্যিক ও ৬৫,২৯৬টি আবাসিকসহ মোট ৬৫,৯৫১টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,২৫,১৩৮টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ২৫০.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ