কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চান্দপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ কিশোর দেবনাথের ওপর হামলা করেছে একই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মনির খান। এ সময় কামড়ে রক্তাক্ত করা হয় শিক্ষকের বাম হাত। কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন তিনি।শুক্রবার বিকেল চারটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে দুজন সহকারী শিক্ষকের সামনে এ ঘটনা ঘটে। এছাড়া ধারালো অস্ত্র কুন্তি দিয়ে আঘাত করায় ভীতিকর অবস্থা তৈরি হয়। এসময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় শিক্ষককে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৭ জুলাই) কটিয়াদি শিক্ষা অফিস ও কটিয়াদি থানাতে লিখিত অভিযোগ দেন ওই প্রধান শিক্ষক।প্রধান শিক্ষক বিরাজ কিশোর দেবনাথ জানান, মনির খানকে দাপ্তরিক কাজের কথা বললে প্রায় সময় সে অনীহা প্রকাশ করে। কাজ না করে উল্টো তর্ক করে। বুধবার মনির খানকে প্রিন্টার ঠিক জায়গায় রাখতে বলেছিলাম। এতেই ক্ষিপ্ত হয়ে যায় মনির। আমার বাম হাত কামড়ে রক্তাক্ত করে ফেলে। শুধু তাই না, কুন্তি নিয়ে এসে আমাকে প্রাণনাশের হুমকিও দেয়।কটিয়াদি উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাটির লিখিত অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের এডহক কমিটি মিটিং করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সব কিছু পর্যবেক্ষণ করছি। আগামী রবিবার (২০ জুলাই) অভিযুক্তের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।কটিয়াদি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ ইকবাল জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক।অভিযুক্ত মনির খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বদমেজাজি শিক্ষকের হাত থেকে বাঁচতেই আমাকে ধরে রাখা তার বাম হাতে কামড় দিয়েছি।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/জাআ
১৯ জুলাই ২০২৫ ০১:১০ পিএম
মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
বাগেরহাটের চিতলমারী উপজেলার মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন প্রধান শিক্ষক।শনিবার (২৫ মে) বিকাল ৫টায় চিতলমারী প্রেসক্লাবে নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনে লিখিত ভাবে পাঠ করে শোনান উপজেলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদার।তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ১৯৯৫ সাল থেকে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। শিক্ষকতাই আমার পেশা। শিক্ষকতা ও শিক্ষাঙ্গনের বাইরে আমি কোন রাজনৈতিক দলের জড়িত ছিলাম না। তবে প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিদ্যালয়ে উন্নতি স্বার্থে এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের সাথে চলাফেরা করতে হয়েছে। তবে মনে প্রাণে আমি কখনো কোন দলের সাথে জড়িত ছিলাম না। এখনো নাই এবং ভবিষ্যতে থাকবো না। আমি শিক্ষকতা পেশা নিয়ে থাকতে চাই।সম্প্রতি কিছু দুষ্কৃতকারী আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তাদের ভাষ্য, আওয়ামী লীগ ও তাঁতী লীগের নাকি আমার নাম রয়েছে। প্রতিহিংসা মুলকভাবে কেউ আমার বিরুদ্ধে এই মিথ্যা, বানোয়াট, ভুয়া অপপ্রচার চালাচ্ছে। আমি এই মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ জিন্নাত আলী শেখ চিতলমারী সদর ইউনিয়নের ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক, সাইদুর রহমান সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিসহ অনেকে।ভোরের আকাশ/এসএইচ
২৫ মে ২০২৫ ০৭:০৭ এএম
আজ থেকে তিন দফা দাবিতে কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা
১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আজ সোমবার থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সহকারী শিক্ষকরা। এ কর্মসূচি চলবে ১৫ মে পর্যন্ত। এরপর ১৬-২০ মে দুই ঘণ্টা, ২১-২৫ মে অর্ধদিবস এবং ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি করবেন তাঁরা।শিক্ষকদের দাবিগুলো হলো—১) সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণ।২) চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে উন্নীতির জটিলতা নিরসন। ৩) শতভাগ পদোন্নতির নিশ্চয়তা।বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। সরকার ১২তম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নিলেও শিক্ষকরা শুরু থেকেই ১১তম গ্রেড চান। তাঁদের দাবি, প্রধান শিক্ষকদের মতামত ও আদালতের রায় অনুযায়ী সহকারীদের ক্ষেত্রেও ন্যায্যতা বজায় রাখতে হবে।দেশে মোট ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে ৪ লাখ শিক্ষক কর্মরত। এর মধ্যে প্রধান শিক্ষকদের বেতন বর্তমানে ১১তম গ্রেডে, যেটি আদালতের নির্দেশে কার্যকর হয়েছে।এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।ভোরের আকাশ//র.ন