× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় সংসদ নির্বাচন

ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ০২:৩৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারীদের শ্রেণি ও পদমর্যাদা অনুযায়ী তালিকা পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

ইসি সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ইসি একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, অক্টোবর মাসের মধ্যেই ‘ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল’ প্রস্তুত করতে হবে। এ বিষয়ে সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে সম্প্রতি উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ৩০ অক্টোবরের মধ্যে প্যানেল প্রস্তুতের কাজ শেষ করে ইসি সচিবালয়কে জানাতে হবে।

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৬৩ লাখ। চলতি মাসের শেষে আরও প্রায় দশ লাখ নতুন ভোটার যুক্ত হতে পারে বলে জানিয়েছে কমিশন।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ভোটকেন্দ্রে ১ লাখ ৬৭ হাজারের বেশি ভোটকক্ষ স্থাপন করা হয়েছিল। সেখানে ৯ লাখের বেশি ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন। এবার প্রায় ১০ লাখ ৮৯ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে ইসি।

প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, প্রতিটি ভোটকক্ষে একজন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুজন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে প্রতি কেন্দ্রে ৮ থেকে ১০ জন কর্মকর্তা প্রয়োজন হয়। অতিরিক্ত আরও ১০ শতাংশ জনবল সংরক্ষণের নির্দেশও দিয়েছে কমিশন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, প্যানেল তৈরির সময় কর্মকর্তাদের সততা, দক্ষতা, সাহস, নিরপেক্ষতা, পদমর্যাদা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দিতে হবে। কোনোভাবে বিতর্কিত বা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ব্যক্তিকে তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। প্রয়োজন হলে বয়স, শারীরিক ও মানসিক সক্ষমতা সম্পর্কেও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

এবার সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তারাও ভোট গ্রহণে অংশ নেবেন। জানা গেছে, সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকসহ সাতটি সরকারি ব্যাংক এবং ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওয়ান ব্যাংকসহ ৩৩টি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নাম চাওয়া হয়েছে। ইসলামী ব্যাংক একাই ১০ হাজার কর্মকর্তার নাম পাঠাবে বলে জানা গেছে।

নারী ভোটকেন্দ্রের জন্য পর্যাপ্ত সংখ্যক নারী সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার রাখার নির্দেশ দিয়েছে ইসি। এজন্য নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আলাদা প্যানেল তৈরির কাজও চলছে।

এ ছাড়া ভোট গ্রহণের বাইরেও রিটার্নিং অফিসার কার্যালয়, নিয়ন্ত্রণ কক্ষ, তথ্য ও ফলাফল সংগ্রহ কেন্দ্র এবং মাঠ পর্যবেক্ষণ কাজের জন্যও পৃথক কর্মকর্তা তালিকা প্রস্তুত করা হচ্ছে।

কারা থাকছেন কোন পদে

প্রিসাইডিং অফিসার: প্রথম শ্রেণির কর্মকর্তা, ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ-মাদরাসার শিক্ষক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক-বিমার কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান বা সহকারী প্রধান শিক্ষক।

সহকারী প্রিসাইডিং অফিসার: দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, কলেজ-মাদরাসার ডেমনস্ট্রেটর, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

পোলিং অফিসার: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

তবে চতুর্থ শ্রেণির কর্মচারী (জাতীয় বেতন স্কেল ১৭-২০ গ্রেড) প্যানেলে থাকবেন না। প্রয়োজন হলে তাদের জন্য আলাদা সহায়ক তালিকা প্রস্তুত করা যাবে বলে নির্দেশনা দিয়েছে ইসি।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
সাতকানিয়ায় মহিলা সমাবেশে শাহজাহান চৌধুরী

সাতকানিয়ায় মহিলা সমাবেশে শাহজাহান চৌধুরী

‘শাপলা প্রতীকে’ অনড় এনসিপি, ইসির তালিকা থেকে প্রতীক চাইলো কমিশন

‘শাপলা প্রতীকে’ অনড় এনসিপি, ইসির তালিকা থেকে প্রতীক চাইলো কমিশন

৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ

৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ: ইসি সচিব

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ: ইসি সচিব

 ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

 গাজা যুদ্ধবিরতি: মিসরে ইসরায়েল-হামাসের পরোক্ষ আলোচনা শুরু

গাজা যুদ্ধবিরতি: মিসরে ইসরায়েল-হামাসের পরোক্ষ আলোচনা শুরু

 নির্বাচনের ২৪ ঘণ্টা না যেতেই বিসিবি পরিচালনায় পরিবর্তন!

নির্বাচনের ২৪ ঘণ্টা না যেতেই বিসিবি পরিচালনায় পরিবর্তন!

 খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খেলে কী হয়? জানুন আশ্চর্য সব উপকারিতা

খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খেলে কী হয়? জানুন আশ্চর্য সব উপকারিতা

 যে ৭ অভ্যাস নীরবে নষ্ট করছে আপনার কিডনি

যে ৭ অভ্যাস নীরবে নষ্ট করছে আপনার কিডনি

সংশ্লিষ্ট

ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা

১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা

বাংলাদেশে বজ্রপাতের ঝুঁকি বাড়ছে: বিশেষজ্ঞের সতর্কবার্তা

বাংলাদেশে বজ্রপাতের ঝুঁকি বাড়ছে: বিশেষজ্ঞের সতর্কবার্তা

অপূর্ণাঙ্গই থাকছে জুলাই সনদ

অপূর্ণাঙ্গই থাকছে জুলাই সনদ