ছবি: ভোরের আকাশ
মাগুরার শ্রীপুর উপজেলায় টিও লাইসেন্স বহালের দাবিতে খুচরা সার ডিলাররা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে উপজেলার ৭২ জন খুচরা সার বিক্রেতা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
শ্রীপুর উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কাজী মফিজুল ইসলাম বলেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী তারা সার বিক্রির অনুমতি নিয়ে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু ২০২৫ সালের নীতিমালার খসড়ায় সেই অনুমোদন স্থগিত করা হয়, যা তাদের জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
বক্তারা আরও বলেন, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে উপজেলার শতাধিক খুচরা সার বিক্রেতা কর্মহীন হয়ে পড়বেন। তাই ২০০৯ সালের নীতিমালা বহাল রেখে লাইসেন্স অব্যাহত রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বলেন, একজন মা পারেন একটি শিশুকে সঠিকভাবে লালন পালন ও পরিচর্যার মাধ্যমে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে। এজন্য মাদের উন্নত স্বাস্থ্যসেবা ও পুষ্টি চাহিদা পূরনে সকলকে সচেতন হতে হবে। সঠিক পুষ্টিমান উন্নয়নে মা ও শিশু'র সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতায় অংশগ্রহণ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন।বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর শহরের বালুবাড়ী পল্লীশ্রী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় সিভিল সার্জন ডা.আসিফ ফিরদৌস বলেন, সঠিক পুষ্টিমান উন্নয়নে মা ও শিশুর সুরক্ষা এবং স্বাস্থ্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেক দম্পত্তির উভয়ের সিদ্ধান্তে সন্তান নিতে হবে। এ ব্যাপারে পরিবারের অন্য সদস্যদেরও সহযোগিতা প্রদান করতে হবে।কর্মশালায় মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টিমান উন্নয়ন বিষয়ে বিশদ তথ্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন, রাজশাহীর টেকনিক্যাল স্পেশালিস্ট হান্না মোড় সিমু। অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডি, শিশির রোজারিও, ইউএনডিসি'র সভাপতি আকরাম হোসেন বাবলু প্রমুখ।অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষক, বেসরকারি সংস্থা, ইউএনডিসি, স্থানীয় সরকারের প্রতিনিধিসহ এতে উপকারভোগী ৫০ জন মা অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/এসএইচ
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, মায়ের কোলই সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। সন্তানের ভালোবাসার স্পর্শে মায়ের চোখের যে জল গড়িয়ে পড়ে, তা অমূল্য।মঙ্গলবার সকালে খুলনার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে মা দিবস উপলক্ষে আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মঞ্চে নিজেদের মায়েদের পা ধুয়ে দিলে পরিবেশ এক আবেগঘন ও অভূতপূর্ব দৃশ্যে রূপ নেয়।বকুল বলেন, মায়েদের চোখ বেয়ে গড়িয়ে পড়া এই পানি সাধারণ নয় এ ভালোবাসার পানি। একজন মা কতটা আবেগে আপ্লুত হলে সন্তানের স্পর্শে তার চোখে জল আসে, তা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি বলেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন নৈতিক ও মানবিক শিক্ষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জীবনে যতই বড় হও না কেন, মনে রাখবে প্রতিটি সাফল্যের পেছনে আছে মায়ের ত্যাগ, দোয়া ও নিঃস্বার্থ ভালোবাসা। শুধু মা দিবসে নয়, প্রতিদিন মাকে সম্মান করতে শিখো।বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগকে ‘যুগান্তকারী’ উল্লেখ করে বকুল বলেন, যে সমাজে মায়ের সম্মান সর্বোচ্চ স্থানে থাকে, সে সমাজ কখনো পিছিয়ে যেতে পারে না।বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান, গভার্নিং বডির সাবেক সভাপতি মৃধা জামাল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে পুরো কর্মসূচি এক আবেগঘন ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়। এরপর রকিবুল ইসলাম বকুল দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা।ভোরের আকাশ/জাআ
বগুড়া র্যাব-১২ এর অভিযানে বগুড়া পৌরসভার নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেন্সিডিলসহ শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু নাসের শেখসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।র্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের নিশিন্দার নিশিন্দারা খাঁ পাড়ার পবনা বাড়ী নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসার পাশে অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেন্সিডিল সহ স্বেচ্ছাসেবকলীগ নেতা নাসেরসহ আরো ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো, বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের হাকিরমোড় এলাকার আব্দুল গফুর শেখের পুত্র ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শেখ রিদয় (২৮), শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের বেলভূজা গ্রামের সাইফুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম তুহিন (৩১) এবং নিশিন্দারা পূর্ব খাঁ পাড়ার খোকা শেখ এর পুত্র হাসিব শেখ (২৪)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা জানিয়ে বলেন, র্যাব অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।ভোরের আকাশ/জাআ
মাত্র ১৩ বছর বয়সেই অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে অসাধারণ সফলতা অর্জন করেছে তাহসিন শাহরিয়ার রায়াত। ফুটবল ও বিশ্বখ্যাত তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেন্দ্র করে নির্মিত তার ইউটিউব চ্যানেল “OP GOOD BOY RAYAT” ইতোমধ্যেই ১ লাখ ২৪ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই অর্জনের স্বীকৃতি হিসেবে ইউটিউব কর্তৃপক্ষ রায়াতকে সম্মাননা স্বরূপ সিলভার প্লে বাটন প্রদান করেছে।রায়াত খুলনা সরকারি সালাউদ্দিন ইউসুফ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি ফুটবলের প্রতি তার রয়েছে গভীর আগ্রহ। প্রিয় ফুটবলার রোনালদোকে অনুকরণ করে মাঠের খেলায় যেমন মনোযোগী, তেমনি ইউটিউবে রোনালদো ও ফুটবলভিত্তিক তথ্য, বিশ্লেষণ এবং সৃজনশীল কনটেন্ট তৈরি করে সে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে।রায়াতের বাবা মো. জাহাঙ্গীর আলম রায়হান—স্বেচ্ছাসেবী সংগঠন কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান।তিনি বলেন, “ছেলের এই সাফল্য আমাদের পরিবারের জন্য গর্বের। ফুটবলের প্রতি তার ভালোবাসা তাকে নতুন এক সম্ভাবনার পথে নিয়ে যাচ্ছে। আমরা তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক—এই কামনা করি।”এত অল্প বয়সে বড় পরিসরের দর্শক তৈরি করে রায়াত প্রমাণ করেছে—নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীলতা থাকলে বয়স সাফল্যের পথে বাধা নয়। রোনালদোকে আদর্শ মানা এই কিশোর ভবিষ্যতে আরও বড় অর্জন করবে—এমনটাই প্রত্যাশা পরিবারের পাশাপাশি তার অনুসারীদেরও।ভোরের আকাশ/জাআ