বিয়ের এক বছরেই মা হওয়ার গুঞ্জন! মুখ খুললেন সোনাক্ষী
বিয়ের এক বছর পার হতে না হতেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের আগমন প্রত্যাশা করছেন। এমনকি এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতির কথাও চাউর হয়েছে বলিপাড়ায়।
তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন সোনাক্ষী নিজেই। এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানান, তিনি অন্তঃসত্ত্বা নন।
অভিনেত্রীর ভাষ্য, ‘আমি এখন এমন একটি জায়গায় এসেছি, যেখানে এ ধরনের নাক গলানো মন্তব্যকে গুরুত্ব দিই না। কাজ না থাকলে খুব শান্তিতে থাকি, আর কাজ থাকলে চাপ থাকে—তবুও আমি তা সামলাতে জানি।’
তিনি আরও বলেন, ‘আপনি যাই করুন না কেন, কারও না কারও কিছু বলার থাকবে। আমি যদি সাদা পোশাক পরি, তবুও কেউ না কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব ক্ষুদ্র মন্তব্যে কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই শ্রেয়।’
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ভিন্নধর্মী এ বিয়েকে ঘিরে সামাজিক মাধ্যমে ওঠে নানা আলোচনা-সমালোচনা। তবে সব বিতর্ক পেছনে ফেলে সুখেই দাম্পত্য জীবন উপভোগ করছেন এ তারকা জুটি।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
চলতি বছরে গানে নিয়মিত হয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। স্টেজ শোর পাশাপাশি নতুন গানে কণ্ঠ দিচ্ছেন বরেণ্য এই কণ্ঠশিল্পী। সোমবার দুপুরে ‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামে নতুন একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা ও সুর রচনা করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনায় ছিলেন রোহান রাজ। অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে খুব শিগগির গানটি প্রকাশ হবে।গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গানটির কথাগুলো খুব সুন্দর। প্রচলিত আধুনিক সুরে দেশের গানটি বেশ ভালো। আমার কাছে ভালো লেগেছে বলে গানটি গাইতে রাজি হয়েছি। নতুনদের সঙ্গে গান করতে আমার ভালো লাগে। রোহান যেমন ভালো গায়, তেমনই এ গানে ভালো সংগীতও করেছে। আশা করছি দেশের গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’গানটির গীতিকার-সুরকার আরিফ হোসেন বাবু বলেন, ‘গান নিয়ে সাবিনা আপার পাশে দাঁড়ানোও একটা সৌভাগ্যের বিষয়। আমার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। এমন একজন কিংবদন্তির কণ্ঠে আমার একটি গান থাকা এটি অনেক বড় আনন্দের।’সংগীত পরিচালক রোহান রাজ বলেন, ‘গান নিয়ে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি। যাদের গান শুনে বড় হয়েছি তাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য ভীষণ আনন্দের। তার মধ্যে সাবিনা আপা আমাদের লিজেন্ড। তিনি আমার সংগীতে গেয়েছেন এটিই আমার জন্য বড় পাওয়া।’সাবিনা ইয়াসমিনের সর্বশেষ প্রকাশিত দেশের গান ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। গানটিতে দ্বৈত কণ্ঠে ছিলেন আসিফ আকবর। এটি লিখেছেন মনিরুজ্জামান মনির। সুর-সংগীত পরিচালনা করেছেন মনোয়ার হোসাইন টুটুল।ভোরের আকাশ/এসএইচ
বহুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল—বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও প্রকাশ্যে একসঙ্গে তাদের না দেখা যাওয়ার কারণে এই জল্পনা আরও জোরালো হয়। কেউ কেউ তো বলেছিলেন, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বনিবনা না হওয়াতেই নাকি তৈরি হয়েছে সম্পর্কের টানাপড়েন।তবে এবার এসব গুঞ্জনে সোজাসাপ্টা জবাব দিলেন অভিষেক বচ্চন নিজেই। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়ে দেন, তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই এবং এসব গুজবের প্রতি তিনি গুরুত্বও দেন না।অভিষেক বলেন, ‘কে কী বলল, তা নিয়ে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার আছে, যারা এসব শুনে কষ্ট পায়। নেতিবাচক খবর বেশি বিক্রি হয়, তাই ব্যাখ্যা দিলেও তা বিকৃত করা হয়। আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই।’তিনি আরও বলেন, ‘যারা এসব মন্তব্য করে, তাদের ভাবা উচিত, তাদের কথায় অন্যরা কষ্ট পায়। কম্পিউটারের সামনে বসে ভুলভাল মন্তব্য করা কোনো কাজের কথা নয়। আমি এসব কথায় পাত্তা দিই না, কারণ এগুলো আমার জীবনে প্রভাব ফেলে না।’উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়। দীর্ঘ দাম্পত্য জীবনের মাঝপথে নানা গুজব ছড়ালেও এখন পর্যন্ত সম্পর্ক অটুট রয়েছে বলে জানালেন খোদ অভিষেক বচ্চন।ভোরের আকাশ//হ.র
বিয়ের এক বছর পার হতে না হতেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের আগমন প্রত্যাশা করছেন। এমনকি এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতির কথাও চাউর হয়েছে বলিপাড়ায়।তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন সোনাক্ষী নিজেই। এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানান, তিনি অন্তঃসত্ত্বা নন।অভিনেত্রীর ভাষ্য, ‘আমি এখন এমন একটি জায়গায় এসেছি, যেখানে এ ধরনের নাক গলানো মন্তব্যকে গুরুত্ব দিই না। কাজ না থাকলে খুব শান্তিতে থাকি, আর কাজ থাকলে চাপ থাকে—তবুও আমি তা সামলাতে জানি।’তিনি আরও বলেন, ‘আপনি যাই করুন না কেন, কারও না কারও কিছু বলার থাকবে। আমি যদি সাদা পোশাক পরি, তবুও কেউ না কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব ক্ষুদ্র মন্তব্যে কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই শ্রেয়।’উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ভিন্নধর্মী এ বিয়েকে ঘিরে সামাজিক মাধ্যমে ওঠে নানা আলোচনা-সমালোচনা। তবে সব বিতর্ক পেছনে ফেলে সুখেই দাম্পত্য জীবন উপভোগ করছেন এ তারকা জুটি।ভোরের আকাশ//হ.র
হঠাৎ করেই কনে সাজে সামাজিক মাধ্যমে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ঝলমলে বেনারসি শাড়ি, মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় হার, হাতে চুড়ি আর বোল্ড মেকআপে দীঘিকে দেখে নেটিজেনদের কৌতূহল—তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি?কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি। এটি শুধুমাত্র একটি ফ্যাশন ফটোশুট। এর আগেও একাধিকবার ব্রাইডাল লুকে দেখা গেছে এই নায়িকাকে। তবে এবারের রূপে রাজকীয় ছোঁয়া থাকায় তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।দীঘির ফটোশুটের ছবিগুলো ঘিরে ভক্তদের মন্তব্যে ভরছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘এই রূপে যেন বাস্তবেও দেখা যায় দীঘিকে।’ আবার কেউ কেউ সরাসরি প্রশ্ন করেছেন, ‘বিয়ে করছেন নাকি?’অভিনয়ের পাশাপাশি রূপ ও স্টাইলেও বরাবরই সচেতন দীঘি। সর্বশেষ তিনি কাজ করেছেন এম রহিম পরিচালিত ঈদুল ফিতরের চলচ্চিত্র ‘জংলি’ তে, যেখানে তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। আপাতত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হলেও সামনে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।ভোরের আকাশ//হ.র