× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা, কী হবে আজ

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১২:১০ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের তারিখ নির্ধারণ হবে আজ বৃহস্পতিবার। এই ঘটনাকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়েছে গুজব এবং উসকানিমূলক পোস্টের পাশাপাশি লকডাউনের হুমকি দিয়েছে তারা। নিষিদ্ধ ঘোষিত দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তায় ঢাকায় ‘লকডাউন’ ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

‘ঢাকা যেন আজ (১৩ নভেম্বর) জয় বাংলার দখলে থাকে’-এই নিদের্শনা দেওয়া হয়েছে ওই ভিডিও বার্তায়। একইসময়ে ভারতের সংবাদপত্র ‘আনন্দবাজারের সংবাদ শিরোনাম’ ছিল ‘সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ’। ওই সব বার্তার পর পরই আজকের এই দিনটি ঘিরে যেমন জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে, তেমনি সরকারও অস্বস্তির মধ্যে রয়েছে- এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকসহ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা ভাবছেন- কী হবে আজ? তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব প্রচারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অনুযায়ী নেওয়া হচ্ছে প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখতে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং অনলাইনে প্ররোচণামূলক প্রচারণাকে মাথায় নিয়ে পুলিশ বলছে-পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো ব্যবস্থা নিতে তারা প্রস্তুত। কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্যের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। সরকারি কড়াকড়ি ঘোষণার সঙ্গে সঙ্গে রাজধানী এবং আশপাশ ঘিরে থাকা এলাকায় অতিরিক্ত চেকপোস্ট, নাম-ঠিকানা যাচাই, সিসিটিভি মনিটরিং এবং সন্দেহজনক যানবাহন-সমাগমে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি। গাজীপুর ও নারায়ণগঞ্জে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকছে সেনাবাহিনীও।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিচয় গোপন রেখে অবস্থান করছেন। তবে খুব বড়ভাবে একত্রিত হয়ে কোনো ধরনের নাশকতা করার সুযোগ পাবে না। কারণ সারা দেশেই পুলিশ, র‌্যাব, গোয়েন্দা ও সেনা সদস্যরা সতর্ক রয়েছেন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, র‌্যাব সদর দপ্তর থেকে ১৫টি ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ব্যাটালিয়ন সর্বোচ্চ সংখ্যক লোকবল নিয়ে মাঠে রয়েছে।

তিনি বলেন, মোটরসাইকেল, সিএনজি বা ইজিবাইকে করে কেউ যাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে র‌্যাবের ৭০টি টহল টিম রাজধানী ও আশপাশের এলাকায় টহল বৃদ্ধি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সক্রিয় রয়েছে র‌্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট।

তিনি আরও বলেন, কোন কোন সময় চোরাগোপ্তা হামলা ও বাসে অগ্নিসংযোগ করা হয়, সেই সময়ও আমরা নির্ধারণ করেছি। সেই আলোকে আমাদের টিম মাঠে তৎপর রয়েছে। যেকোনো ধরনের গুজব, প্রোপাগান্ডা রুখতে সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে। যাতে তাৎক্ষণাৎ যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া যায়।

সাধারণ মানুষকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব ধরনের অপতৎপরতা রুখতে র‌্যাব প্রস্তুত রয়েছে। দেশের মানুষকে আশ্বস্ত করে বলতে চাই র‌্যাবের গোয়েন্দা টিম ও সাইবার মনিটরিং টিম সবসময় তৎপর রয়েছে বলে উল্লেখ করেন তিনি। রাজধানীসহ সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল সকাল থেকে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একইভাবে ভোর থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।

গতকাল বুধবার সকাল থেকেই রাজধানীর এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ধানমন্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল ও হাইকোর্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঢাকার প্রবেশপথ ও বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাচাই করা হচ্ছে কাগজপত্র।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন পেজ ও আইডি থেকে এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। এগুলো দেশের বাইরে থেকে পরিচালনা করা হচ্ছে। তবে তথ্য যাই হোক আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবো। কার্যক্রম নিষিদ্ধ দলটির কোনো কার্যক্রম করার সুযোগ নাই।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। ১৩ নভেম্বর তারিখটি ঘিরে তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে আলোচনায় আসতে যাচ্ছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন) রেজাউল করিম বলেন, আওয়ামী লীগকে কোনো ভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কোনো মিছিল ও সভা করতে চাইলেও প্রতিহত করা হবে। এ ছাড়া নিষিদ্ধ এই দলটির নেতাকর্মীর সন্ধান পেলে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। গত মঙ্গলবার রাতেই বঙ্গবন্ধু অ্যাভেনিউ, ফকিরাপুল, কাকরাইল, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ। অতিথিদের জাতীয় পরিচয়পত্র ও পেশা যাচাই করা হয়েছে, ঢাকায় আসার কারণ জিজ্ঞাসা করা হয়েছে। কেউ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না তা যাচাই করতে মোবাইল ফোনও তল্লাশি করা হয়।

এ বিষয়ে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা হোটেল ও মেসে অভিযান চালিয়েছি। কলাবাগানের একটি মেস থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা নাশকতার পরিকল্পনায় ঢাকায় এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদক্ষেপের পরও রাজধানীর কমপক্ষে ১৩টি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। আগুন দেওয়া হয় ১১টি যানবাহনে। এমনকি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও সমাবেশ করছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে। রাজধানীর শাহ আলী থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, তিনজন ব্যক্তি যাত্রী সেজে বাসে উঠে আগুন ধরিয়ে দেন। গতকাল বুধবার একটার দিকে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম বলেন, মিরপুর-২ নম্বরের দিক থেকে সনি সিনেমা পেরিয়ে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।

ওসি গোলাম আযম আরও বলেন, আগুনে বাসের সামনের দিকের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাস্ক পরা তিন যুবক এসে পাম্পে দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের একটি বাসে প্যাট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. জুলহাস মিয়া আগুনে পুড়ে অঙ্গার হয়ে যান।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মো. রোকনুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসে। সোমবার রাত ২টা ৪৫ মিনিটে বাসটি তেল নেওয়ার জন্য প্যাট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান। তবে রাত বেশি হওয়ায় একজন নারী ও তার ছেলে বাসের ভেতরেই থেকে যান। এ ছাড়া বাসের ভেতরে ছিলেন চালক অথবা হেলপার জুলহাস। এ সময় তিনজন দুর্বৃত্ত এসে বাসে আগুন দিয়ে তাৎক্ষণিক চলে যায়। এতে বাসটিতে আগুন জ্বলতে থাকা অবস্থায় ভেতরে থাকা ছেলেটি বের হতে পারলেও তার মা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।

এ সময় ভেতরে থাকা জুলহাস অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওসি বলেন, নারী ও তার ছেলে ফুলবাড়িয়ার বাসিন্দা। আহত নারীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।

এ ছাড়া মঙ্গলবার রাত ৭টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সোমবার রাজধানীর ১০টি স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় ৬টি বাস ও একটি প্রাইভেটকারে। 

গত শুক্রবারও রাজধানীতে একটি চার্চ এবং খ্রিস্টানদের একটি স্কুলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলা হয় ফেনীতে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে রায় ঘোষণার তারিখ নির্ধারণকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে, জনাকীর্ণ স্থানে, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে নগরবাসীর মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। একের পর এক এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ঢাকা শহরকে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ১৩ নভেম্বর ঘিরে টহল বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 

উপদেষ্টা আরও বলেন, বাসে আগুন এবং কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এটা সত্য কথা। এগুলো যেন আর না করতে পারে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এগুলো করছে তারা দুষ্কৃতকারী। এদের প্রতিহত করার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, বরং রাজনৈতিক দল, সচেতন জনগণ এবং আপনাদেরও দায়িত্ব রয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, রাজধানীতে ইতোমধ্যে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আজ থাকবেন অন্তত ১৭ হাজার পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক কার্যালয় ও কৌশলগত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকেও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

ডিএমপির সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের গেটসহ কয়েকটি এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। রায়ের দিন নির্ধারণ ঘিরে ট্রাইব্যুনালেও কয়েক স্তরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রসঙ্গে আমীর খসরু বলেন, এটা আইনশৃঙ্খলার বিষয়। বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে, সেটাই প্রত্যাশা। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই-তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছুই নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ। তাই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আওয়ামী লীগ ছাড়াও কেউ সহিংসতা ঘটাতে পারে-তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারকেও কঠোর অবস্থান নিতে হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা শিশু, কিশোর, তরুণসহ ১৪০০ মানুষ হত্যা করে এখন ভারত বসে অডিও বার্তা পাঠিয়ে নাশকতা করার নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশেই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। এমনকি একজন পুড়ে মারাও গেছেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা, পদ্মা সেতু, ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের টাকা তাদের হাতে আছে। সব টাকা আটকানো যায়নি। সেই টাকা খরচ করে তারা নাশকতা করার চেষ্টা করছেন।

ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম হলে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয় উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ফ্যাসিবাদ যেখানে জন্ম ও বিকাশ লাভ করে, সেখানে কোথাও ন্যূনতম গণতন্ত্রের জায়গা থাকে না। ফ্যাসিবাদের ছোবলে নির্বাচন কমিশন, গণতন্ত্র ও তার প্রতিষ্ঠান, সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতা যখন আক্রান্ত হয় তখন শিক্ষাপ্রতিষ্ঠানও আক্রান্ত হয়। শেখ হাসিনা এই ফ্যাসিবাদী শাসন ব্যাবস্থা কায়েম করেছিল। এ সময়ে ক্যাম্পাসগুলোতে কোনো রাজনৈতিক সহাবস্থান ছিল না। আমাদের ছাত্রদলের ছেলেরা চায়ের দোকান বা শ্রেণিকক্ষ কোথাও বসতে পারেনি। গত ১৫ বছর বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলকে এ বিষয়টি ভুগিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দিল্লির ষড়যন্ত্রে লকডাউনের নামে আওয়ামী লীগ নতুন নাশকতার পরিকল্পনা করছে।

মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, মানবতাবিরোধী অপরাধী খুনিদের বিচারের দাবি করেছিলাম, আমরা ধন্যবাদ জানাচ্ছি, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। যখন এই নভেম্বরে কিছু অপরাধীর রায়ের সম্ভাবনা, তখন ফ্যাসিস্টরা বাংলাদেশজুড়ে ককটেল, গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে।

সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা শুনছি, ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

হাসিনা-কামালের রায়ের দিন ঘোষণা আজ

হাসিনা-কামালের রায়ের দিন ঘোষণা আজ

বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

সুধাসদনের সম্পত্তি জয়-পুতুলকে দান করেন শেখ হাসিনা

সুধাসদনের সম্পত্তি জয়-পুতুলকে দান করেন শেখ হাসিনা

শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে

শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

 ময়মনসিংহে মহানগর জামায়াতের অবস্থান হোন্ডা মিছিল

ময়মনসিংহে মহানগর জামায়াতের অবস্থান হোন্ডা মিছিল

 প্রত্যেক শিশুর একটা না একটা প্রতিভা আছে: প্রধান উপদেষ্টা

প্রত্যেক শিশুর একটা না একটা প্রতিভা আছে: প্রধান উপদেষ্টা

 দিনাজপুরে খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা

দিনাজপুরে খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা

 শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

 নির্বাচনে আমরা থাকব নিরপেক্ষ রেফারির ভূমিকায়: সিইসি

নির্বাচনে আমরা থাকব নিরপেক্ষ রেফারির ভূমিকায়: সিইসি

 দিনাজপুরে ব্রি-৫১ জাতের ধান কেটে উদ্বোধন: জেলা প্রশাসক

দিনাজপুরে ব্রি-৫১ জাতের ধান কেটে উদ্বোধন: জেলা প্রশাসক

 পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭

পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭

 পঞ্চগড়ে হিমেল হাওয়ার দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

পঞ্চগড়ে হিমেল হাওয়ার দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

 ‘ঢাকা লকডাউন’ ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয়

‘ঢাকা লকডাউন’ ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয়

 পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ, ট্রাকে আগুন

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ, ট্রাকে আগুন

 ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে

ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে

 আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

 নিষিদ্ধ আ.লীগ ঠেকাতে ভোরেই মাঠে নেমেছে: জামায়াত

নিষিদ্ধ আ.লীগ ঠেকাতে ভোরেই মাঠে নেমেছে: জামায়াত

 রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

 বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ

 ট্রাইব্যুনাল ঘিরে কঠোর নিরাপত্তা জারি

ট্রাইব্যুনাল ঘিরে কঠোর নিরাপত্তা জারি

 জার্মান নিরস্ত্র পুলিশ কাজ শুরু করেছে ফিলিস্তিনের ভূখণ্ডে

জার্মান নিরস্ত্র পুলিশ কাজ শুরু করেছে ফিলিস্তিনের ভূখণ্ডে

 হাসিনা-কামালের রায়ের দিন ঘোষণা আজ

হাসিনা-কামালের রায়ের দিন ঘোষণা আজ

 সরকার হার্ডলাইনে

সরকার হার্ডলাইনে

সংশ্লিষ্ট

নিষিদ্ধ আ.লীগ ঠেকাতে ভোরেই মাঠে নেমেছে: জামায়াত

নিষিদ্ধ আ.লীগ ঠেকাতে ভোরেই মাঠে নেমেছে: জামায়াত

জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা, কী হবে আজ

জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা, কী হবে আজ

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবে এনসিপি

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবে এনসিপি

জামায়াতের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক

জামায়াতের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক