ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫ ০৯:৫৪ এএম
শপথের জন্য প্রস্তুত ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে এই ইস্যুতে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
ইশরাক বলেন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও মেয়র হিসেবে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেয়নি সরকার। গতকাল শনিবার রাতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইশরাক এসব অভিযোগ তোলেন। বিচারক ও বিচারকার্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিষোদগার করছে বলেও অভিযোগ এই বিএনপি নেতার।
যারা বিরুদ্ধে কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন জানিয়ে তিনি বলেন, আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে। ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তবে, অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার যে বক্তব্য অনেকে দিচ্ছে সেটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সকল আইনি পদক্ষেপ মেনেই আমরা এই রায় পেয়েছি। এই উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, সরকারের ভিতরেই আরেকটি দল হয়েছে যারা নিজেদের জন্য কাজ করছে।
এ সময় আইন উপদেষ্টার আসিফ নজরুলের দেওয়া বক্তব্যের বিষয়েও কথা বলেন তিনি। ইশরাক বলেন, আইন উপদেষ্টা বলেছেন, তাদের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। যদিও তার মতামতের জন্য ফাইল টেবিলে পড়ে ছিল। কিন্তু ১০ কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশের নিয়ম থাকায়, তিনি রেসপন্স (আইন উপদেষ্টা) না করায় নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়। এটি নিয়ে এমন বক্তব্য খুব দুঃখজনক।
ইশরাক অভিযোগ তুলে বলেন, আমি বিএনপি প্রার্থী, তাই তারা আমার বিপক্ষে। তারা চায় নিজেদের প্রশাসক বসাবে এবং যেসব লুটপাট চলছে তা নিশ্চিন্তে চালিয়ে যাবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গতকাল শনিবার তিনি এ আবেদন দাখিল করেন। আবেদনের সঙ্গে তিনি নির্বাচন-পরবর্তী ট্রাইব্যুনালের রায় এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেট সংযুক্ত করেন।
আবেদনে ইশরাক হোসেন উল্লেখ করেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস— নির্বাচনি অনিয়ম, ভোটারবিহীন কেন্দ্রে ইভিএম দখল এবং প্রশাসনের সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে বিজয়ী হন। নির্বাচনের পরদিনই অর্থাৎ ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাপসকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
এ ঘটনায় তিনি স্থানীয় সরকার নির্বাচনি বিধিমালার আওতায়, নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন এবং ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে তাকে বৈধ মেয়র ঘোষণা করার আবেদন জানান।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নির্বাচনি ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ, ২০২৪ তারিখে রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, নির্বাচন কমিশনের ২০২০ সালের গেজেটটি বাতিল এবং ইশরাক হোসেনকে বৈধভাবে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করতে হবে। এই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন চলতি বছরের ২৭ এপ্রিল নতুন গেজেট প্রকাশ করে, যেখানে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
ইশরাক তার আবেদনে আরও বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী, কোনো ব্যক্তি মেয়র হিসেবে নির্বাচিত হলে এবং তার নাম সরকারি গেজেটে প্রকাশিত হলে, সরকার বা মনোনীত কর্তৃপক্ষের অবশ্যই ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা নিতে হবে। কিন্তু, গেজেট প্রকাশের পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও— এখনো তার শপথ গ্রহণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি বলেন, আইনের স্পষ্ট বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমি বাংলাদেশ নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে তারা অবিলম্বে আমাকে নির্বাচিত মেয়র হিসেবে শপথগ্রহণের ব্যবস্থা গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।
এরপর, গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোরের আকাশ/এসএইচ