নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৩:৫৫ পিএম
রাজধানীতে সাবেক এমপিসহ ৯ জন গ্রেপ্তার
রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে সাবেক এমপি মিলনের পাশাপাশি একজন সাবেক ওয়ার্ড কমিশনারসহ মোট ৯ জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে বা কেন এই অভিযান চালানো হয়েছে- সে বিষয়ে বিস্তারিত জানানো যায়নি। তাবে ডিবি বলছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব নয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/এসএইচ