পাবর্তীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ০৩:৩২ পিএম
ছবি: ভোরের আকাশ
দিনাজপুরের পাবর্তীপুরে মাদকদ্রব্যসহ ছাত্রদলের এক ইউনিয়ন সভাপতি আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাবাসর ল্যাম্ব হাসপাতাল এলাকা থেকে মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা হারিজুল ইসলামের পুত্র এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরাফাত হোসেন অন্তর (২৫) কে মাদকদ্রব্যসহ আটক করে পাবর্তীপুর মডেল থানার পুলিশ।
আটকের পর তাকে ছাড়িয়ে নিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির একাধিক নেতা থানায় তদবির করেন বলে জানা গেছে। তবে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক কঠোর অবস্থান নিয়ে বলেন, মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তার সেই ঘোষণার বাস্তবায়ন ঘটিয়ে আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য সেবনের দায়ে অভিযুক্ত ছাত্রদল সভাপতিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে পাবর্তীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক জানান, সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয় এবং বিকাল ২টা ৩০ মিনিটে দণ্ডপ্রাপ্তকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.