নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:১৯ এএম
ছবি-ভোরের আকাশ
নওগাঁর পত্নীতলা উপজেলা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মন্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করে জব্দ করেছে কৃষি অফিস।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সারগুলো জব্দ করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে। এর আগে উপজেলার শিহাড়া ইউনিয়নে পাটলের গোয়েন্দা পাড়ার একটি বাগানের ভেতর সৈনিক ট্রেডার্স অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়। সৈনিক ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শিহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম।
স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম একজন কীটনাশক ও খুচরা ব্যবসায়ি। বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে অবৈধভাবে রাসায়নিক ডিএপি সার মজুত করছিলেন। সার সংকটের এই সময়ে এত বিপুল পরিমাণ সার মজুত রাখার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা কৃষি অফিসকে অবগত করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থল থেকে সারগুলো উদ্ধার করে জব্দ করেন।
পাইকবান্ধা গ্রামের কৃষক রেজাউল করিম ও ওমর ফারুক বলেন, আমরা দিনের পর দিন সার না পেয়ে ধান ও সবজি চাষে ক্ষতির মুখে পড়ছি। অথচ অবৈধভাবে কেউ যদি এতোগুলো বস্তা সার মজুদ করে রাখে—এটা কৃষকদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।
বিএনপি নেতা ও ব্যবসায়ি সিরাজুল মন্ডল বলেন- আমি একজন খুচরা সার ব্যবসায়ি। আমার সারের দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমানে আছে। তবে ডিএপি সার নেই। আর এখানে যেসব সার ডিলার আছেন তাদের কাছে সার পাওয়া যায় না। নওগাঁর নয়ন শীল নামে একজন সার ডিলারের মাধ্যমে কোম্পানিতে টাকা দিয়ে নারায়নগঞ্জ থেকে ডিএপি সারগুলো আমার গুদামে নিয়ে আসছিলাম। আমি সারগুলো নিয়েতো আর খাবো না বা অন্য জেলায় বিক্রি করছিনা। পরে কৃষি অফিস সারগুলো জব্দ করে নিয়ে যায়।
উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল ১৪৯ বস্তা সার উদ্ধার করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন বলেন, সারাদিন আমি এবং কৃষি অফিসার উপজেলার বিভিন্ন এলাকায় সারের পয়েন্টগুলোর খোঁজখবর নিচ্ছিলাম। দুপুরে হঠাৎ করে জানা যায় সেখানে একটি ট্রাক থেকে সারগুলো নামানো হচ্ছিল। তবে আমার একটি অনুষ্ঠান থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে নিয়ে আসে। তবে কোথা থেকে সারগুলো আসছে তা জানা গেলে নিষ্পত্তি করা সহজ হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ