গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ০৯:৩৮ পিএম
ছবি: ভোরের আকাশ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম সাদমান শেখ (৬)। বুধবার (১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাচারতারা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু সাদমান দুপুরের খাওয়া-দাওয়া শেষে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায় সাদমান। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশু সাদমান এর মা-বাবা জীবন-জীবিকার জন্য ঢাকায় থাকেন। সাদমান তার দাদা-দাদীর কাছে থাকতো।
ভোরের আকাশ/জাআ