মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ০৪:৫২ পিএম
ছবি: ভোরের আকাশ
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নৈশ পাহারা কার্যক্রম তদারকি করেন।
সোমবার (২৮ জুলাই) রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম করেন তিনি।
তিনি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পাবলিক প্লেসে উপস্থিত যাত্রী, পথচারী এবং সেবা প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন এবং চলাচলের ক্ষেত্রে তাদের সমস্যা ও স্বস্তির দিকগুলো সম্পর্কে অবহিত হন।
এসময় বিএমপি কমিশনার পথচারী ও যাত্রীদের সঙ্গে কথা বলে যাত্রাপথে সংঘটিত বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন করেন এবং পুলিশি সহায়তা গ্রহণে উৎসাহিত করেন। পাশাপাশি চেকপোস্টসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএমপি পুলিশ কমিশনারের নির্দেশনায় বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নিয়মিতভাবে প্রতিটি থানা এলাকার স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে থাকেন।
এ কার্যক্রমে কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/উত্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ভোরের আকাশ/জাআ