ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ০৩:০০ পিএম
ছবি : ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চর দখল করে নির্মাণ করা অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে অভিযান পরিচালনা করে শীতলক্ষ্যা নদীর চরের অবৈধ দোকানপাট গুড়িয়ে দিয়ে দখল মুক্ত করা হয়।
এসময় জবরদখলকারী আকতার হোসেন খান অভিযানের খবর পেয়ে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, ভূমিদস্যুরা গত কয়েক মাস ধরে শীতলক্ষ্যা নদীর চর জবরদখল করে দোকানপাট নির্মাণ শুরু করে। এতে নদীর সৌন্দর্য নষ্ট হয়। প্রশাসন নদী ও চরের সৌন্দর্য ফিরিয়ে এনেছে।
নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, শীতলক্ষ্যা নদীর চর জবরদখল করার পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয় চর দখলের খবর। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই বিষয়টি । আজ উচ্ছেদ হলো বিষয়টি সত্যিই প্রশংসনীয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় শীতলক্ষ্যা নদীর চরে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা। নদী হলো সরকারের সম্পত্তি, এটা কেউ জবরদখল করতে পারবে না। অভিযানের খবর পেয়ে জবরদখলকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত আকতার হোসেন খানের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/মো.আ.