পুবাইলে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার, কারাগারে মৃত্যু

পুবাইলে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার, কারাগারে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ ঘন্টা আগে

আপডেট : ৬ ঘন্টা আগে

পুবাইলে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার, কারাগারে মৃত্যু

পুবাইলে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার, কারাগারে মৃত্যু

গাজীপুর মহানগরের পূবাইলে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমাম রইজ উদ্দিন অসুস্থ হয়ে কারাগারে মারা গেছেন।সোমবার সকালে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের দৈনিক ভোরের আকাশকে জানিয়ছেন মসজিদ ইমাম রইজউদ্দিনের কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুর বরন করেছেন।

পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, ‘তাকে উদ্ধার করে থানায় আনার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। হয়তো লোকলজ্জায় টেনশনে এমনটি হতে পারে।’ মৃত ইমাম রইজ উদ্দিন গাজীপুর মহানগরের গাছা মেট্রোপলিটন থানার জাঝর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।তিনি দীর্ঘদিন যাবত পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার আখলাছ জামে মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ইমামের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় নিয়মিতভাবে তার সঙ্গে ঘুমানোর কথা বলে মসজিদের কামরায় শিশুদের ডেকে নিয়ে কোমল পানীয়’র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে বলাৎকার করতো।

গত রোববার ঘটনা জানাজানি হলে গণপিটুনির শিকার হন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পূবাইল থানায় নিয়ে আসে। সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে ওই দিনই দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।পরীক্ষা-নীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের দৈনিক ভোরের আকাশকে জানান, রোববার সন্ধ্যা ৭টায় কারাগারে আসা রইজউদ্দিন সোমবার ভোররাতে অনুমানিক পৌণে তিনটার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

পুবাইলে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার, কারাগারে মৃত্যু

পুবাইলে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার, কারাগারে মৃত্যু

তালতলীতে কিশোরী গণধর্ষণে  সহায়তাকারী নারী গ্রেপ্তার

তালতলীতে কিশোরী গণধর্ষণে সহায়তাকারী নারী গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুলকে পেয়েই চড়-থাপ্পড়

সাবেক আইনমন্ত্রী আনিসুলকে পেয়েই চড়-থাপ্পড়

মন্তব্য করুন