কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৫ পিএম
ছবি: ভোরের আকাশ
কুলাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মীরা (পরিবার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক) কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
কুলাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সামনে গতকাল (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান তারা।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপজেলার পাঁচটি বরমচাল, জয়চন্ডী, কাদিপুর, হাজিপুর ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় কর্মরত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকেরা অংশ নেন।
এছাড়াও উপজেলার সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ উপস্থিত ছিলেন।
বুধবার ২য় দিন কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে সেখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেন বরমচাল ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রুদ্রজিত চক্রবর্তী, জয়চন্ডী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মনির হোসেন, কুলাউড়া এমসি এইচ ইউনিটের পরিবার কল্যাণ পরিদর্শিকা জাহানারা বেগম, কাদিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা জেবা বেগম, হাজিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ছয়ফুল ইসলাম, কুলাউড়া পরিবার কল্যাণ সহকারী, তানিয়া তাহমিনা, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী রীমা আক্তার প্রমুখ।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা দীর্ঘ ২৬ বছর ধরে চব্বিশ ঘন্টায় মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা, প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা, প্রসবকালীন সেবা ও শুন্য থেকে পাঁচ বছরের শিশুদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকেই অত্যন্ত কঠোর পরিশ্রম করে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি। অথচ আজ অবধি আমাদের চাকরির কোনো রকম নিয়োগ বিধি করা হয়নি। ফলে আমার চাকরির শুরুতেই যে যে পদে যোগদান করেছি, চাকরি শেষে সেই পদে থেকে আমাদের অবসরে যেতে হচ্ছে। যদিও অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি বলবৎ রয়েছে। কিন্তু আমাদের চাকরিতে কোনো রকম পদোন্নতি নেই। গত চব্বিশের ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যূত্থানের পর বৈষম্যহীন সোনার বাংলাদেশে আমরা আজও বৈষম্যের শিকার হচ্ছি।
বক্তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মীদের চাকরির নিয়োগ বিধি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
এদিকে একই সময় কুলাউড়া সরকারী হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেন।
ভোরের আকাশ/জাআ