মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫ ০২:২৭ পিএম
মাগুরায় চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ-হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন
মাগুরায় চাঞ্চল্যকর শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার সাক্ষী শেষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন রাষ্ট্র ও আসামী পক্ষের আইনজীবীরা। আগামীকাল মঙ্গলবার এ মামলার যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য্য করবেন আদালত। আজ সোমবার (১২ মে) চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষী শেষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য্য থাকায় সকাল ৯ টায় প্রধান আসামি হিটু শেখসহ অন্যান্য আসামিদের কড়া নিরাপত্তায় ঝিনাইদহ কারাগার থেকে মাগুরা আদালতে আনা হয়। পরে সকাল ১০টার দিকে তাদেরকে বিচারক এম জাহিদ হাসানের আদালতে হাজির করে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
রাষ্ট্র পক্ষের আইনজীবি নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. মনিরুল ইসলাম মুকুল জানান, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল এর বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসানের আদালতে চাঞ্চল্যকর এই মোকদ্দমায় বাদি, সাক্ষী, চিকিৎসক সুরতহাল ও পোস্টমর্টোম রিপোর্ট প্রস্তুুতকারী কর্মকর্তা এবং মামলার তদন্তকারী কর্মকর্তাসহ মোট ২৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সন্দেহতীতভাবে আসামীদের বিরুদ্ধে প্রমান করতে সক্ষম হয়েছি। আসামী পক্ষের আইনজীবী সাক্ষীদের জেরা করে বিন্দু মাত্র টলাতে পারেনি।
যুক্তিতর্কে আমরা এই মামলার সকল তথ্য উপস্থাপন করে আসামি হিটু শেখের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড, সজিব ও রাতুল শেখের বিরুদ্ধে পোনাল কোডের ৫০৬ ধারার দ্বিতীয় অংশের ও জাহেদা খাতুনের বিরুদ্ধে ২০১ ধারায় আলামত গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সবোর্চ্চ শাস্তির আবেদন করা হয়েছে। এ মামলায় আগামীকাল যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ধার্য্য করবেন।
ভোরের আকাশ/আজাসা