ছবি: ভোরের আকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমকার্ড, মোবাইল ফোন, ও প্রযুক্তি ডিভাইসসহ হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ও সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এ অভিযানের নেতৃত্বে দেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকার জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং একই এলাকার মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮)।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল। আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ অভিনন্দন কনভেনশন সেন্টারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার কর্মকর্তাদের আয়োজনে প্রশিক্ষণ, ব্যাংকিং এবং ঋণের আইনি দিক নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম জোনাল ব্যবস্থাপক শওকত শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রহমতুল্লাহ সরকার,কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার প্রিতম কুন্ডু, লালমনিরহাট জোনের জোনাল ব্যবস্থাপক হাফিজুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে কৃষকদের উন্নয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলছে।কর্মশালায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম জোনাল ব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় ব্যাংকের ঋণ প্রদান ও বকেয়া ঋণ আদায়ে কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।ভোরের আকাশ/জাআ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা শাখায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় নিষ্পাপ শিক্ষার্থীদের মর্মান্তিক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।এক শোকবার্তায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, "গতকালকের দুর্ঘটনায় যারা চিরতরে নিথর হয়ে গেছে, তারা ছিল আমাদেরই মতো কারও সন্তান—ভবিষ্যতের স্বপ্ন, আলো আর হাসির প্রতীক। এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।"তিনি নিহত শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, "আহতদের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য আমরা দোয়া করছি।" একইসঙ্গে তিনি প্রার্থনা করেন, "এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনও না ঘটে।"ভোরের আকাশ/জাআ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতের ঘটনায় দোয়ার আয়োজন করেছে কুড়িগ্রামের বিভিন্ন স্কুল।মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে কুড়িগ্রামের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গুলো ছাড়াও স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে আহত ও নিহতদের জন্য প্রার্থনা করেছে স্ব স্ব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিন জেলার অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সকালে চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এক মিনিট নীরবতা পালন করেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে নিহতদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন, প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই নিষ্পাপ শিশুদের মতো পরিণতি যাতে আর কোন শিক্ষার্থীর না হয়। শিক্ষিকা মাহারিন যে দায়িত্বের পরিচয় দিয়ে এতোগুলো জীবন বাঁচিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে; তার আত্মার জন্য সৃষ্টিকর্তার নিকট শান্তি কামনা করছি।কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (আইসিটি) মোঃ আল-আমিন হক বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনায় আহত ও শহীদদের প্রতি কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে। এসময় স্কুল কর্তৃপক্ষের আয়োজনে সকল শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ দোয়ায় অংশ নেয়। ভোরের আকাশ/জাআ
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এক শিক্ষার্থীর বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায় চলছে শোকের মাতম।সোমবার (২১ জুলাই) বিকেলে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠে।নিহত ফাতেমা আক্তার উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের বনি আমিন ও রুপা দম্পতির মেয়ে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী। ফাতেমার বাবা বনি আমিন কুয়েত প্রবাসী ঘটনা জানতে পেরে তিনি চলে আসেন বাংলাদেশে।নিহত ফাতেমার দাদী বলেন, ফাতেমাকে স্কুলে খোঁজাখুঁজি করা হয়। পরে হাসপাতালে গেলে তার মরদেহ পাওয়া যায়। হাসপাতাল থেকে ফাতেমার মরদেহ আজ ভোরে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। সকাল ১০টায় জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। ফাতেমা তিন ভাই বোনের মধ্যে বড় বোন ছিলো। স্বপ্ন ছিল নাতনিকে ডাক্তার বানাবেন।নিহত ফাতেমার চাচা বলেন, সকালেই ফাতেমার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। জানাজা শেষে গ্রামের কুনিয়া কাওমি মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়েছে।ভোরের আকাশ/জাআ