উত্তরার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে হাসপাতালে ভর্তি পরীমণি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুরের ওই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেড় শতাধিক আহত ব্যক্তি।
এই হৃদয়বিদারক ঘটনার অভিঘাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন অনেকে। তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। উত্তরার ঘটনার পর মানসিক আঘাত বা ট্রমায় আক্রান্ত হয়ে সোমবার রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। সেখানে তিনি লেখেন, "আমার ছোটবেলা থেকেই আগুন নিয়ে এক ধরনের ভয় বা ট্রমা আছে। কিন্তু কালকের দুর্ঘটনার পর সেটা যে এতটা গভীরভাবে মনে গেঁথে আছে, তা বুঝতেই পারিনি।"
তিনি আরও লেখেন, "গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি-ভিডিও দেখে আমার ভয়ঙ্কর প্যানিক অ্যাটাক হয়। বুক ধড়ফড় করতে থাকে। শেষ পর্যন্ত রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আহারে, এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবেন আল্লাহ!"
পরীমণির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার অসংখ্য ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন। বর্তমানে দুই সন্তানের জননী এই অভিনেত্রীকে ঘিরে ভক্তদের আবেগও প্রবলভাবে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
উল্লেখ্য, স্বাধীনতার পর এমন হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার অভিজ্ঞতা বাংলাদেশ আগে কখনো দেখেনি। শিশুদের করুণ মৃত্যু ও আহতদের দুর্দশা সারাদেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুরের ওই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেড় শতাধিক আহত ব্যক্তি।এই হৃদয়বিদারক ঘটনার অভিঘাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন অনেকে। তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। উত্তরার ঘটনার পর মানসিক আঘাত বা ট্রমায় আক্রান্ত হয়ে সোমবার রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। সেখানে তিনি লেখেন, "আমার ছোটবেলা থেকেই আগুন নিয়ে এক ধরনের ভয় বা ট্রমা আছে। কিন্তু কালকের দুর্ঘটনার পর সেটা যে এতটা গভীরভাবে মনে গেঁথে আছে, তা বুঝতেই পারিনি।"তিনি আরও লেখেন, "গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি-ভিডিও দেখে আমার ভয়ঙ্কর প্যানিক অ্যাটাক হয়। বুক ধড়ফড় করতে থাকে। শেষ পর্যন্ত রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আহারে, এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবেন আল্লাহ!"পরীমণির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার অসংখ্য ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন। বর্তমানে দুই সন্তানের জননী এই অভিনেত্রীকে ঘিরে ভক্তদের আবেগও প্রবলভাবে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।উল্লেখ্য, স্বাধীনতার পর এমন হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার অভিজ্ঞতা বাংলাদেশ আগে কখনো দেখেনি। শিশুদের করুণ মৃত্যু ও আহতদের দুর্দশা সারাদেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে।ভোরের আকাশ//হ.র
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। এর মধ্যে নিহত পাইলটকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।সোমবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি পাইলটের বীরত্ব এবং মানবিক বিবেচনার কথা তুলে ধরেন। হিমি লেখেন: ‘মর্মান্তিক হলেও, দয়া করে পাইলটকে দোষ দেবেন না। তিনি চেষ্টা করেছিলেন, সত্যিই চেষ্টা করেছিলেন।তিনি জানতেন এটা একটি স্কুল, তিনি জানতেন আশপাশে শিশু রয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়েছেন, বিমানের গতি সরিয়ে নিতে চেয়েছেন। নিজের সর্বোচ্চটুকু দিয়ে তিনি চেষ্টা করেছেন। তিনি সেই বিমানের সাথেই ঝরে গেছেন।’পোস্টে তিনি বাংলাদেশের বিমানবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা প্রতিদিন দেশকে রক্ষায় জীবন বাজি রাখে। তবে পাশাপাশি তিনি স্বচ্ছতা ও জবাবদিহির দাবি তোলেন।‘বাংলাদেশ বিমানবাহিনীকে সামগ্রিকভাবে অসম্মান করবেন না। কিন্তু এর মানে এই নয় যে আমরা চুপ থাকবো। আমাদের প্রশ্ন করতে হবে, স্বচ্ছতা দাবি করতে হবে। যদি কোথাও গাফিলতি থাকে, যদি কোনো ভুল সিদ্ধান্ত প্রাণহানির কারণ হয়, তাহলে তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’তিনি প্রশ্ন তোলেন, কেন জনবহুল এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করা হয়, এবং কেন এখনো পুরোনো, ঝুঁকিপূর্ণ যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে।‘দোষ দিন না ককপিটে থাকা মানুষটিকে, বরং দোষ দিন তাকে, যে জনবহুল শহরের ওপর প্রশিক্ষণ ফ্লাইট চালানোর অনুমোদন দিয়েছে। প্রশ্ন তুলুন তাদের বিরুদ্ধে, যারা এখনো পর্যন্ত আমাদের পাইলটদের পুরোনো যুদ্ধবিমানে উড়তে বাধ্য করছে।’তিনি বলেন, বাংলাদেশ এখনো ১৯৬০-এর দশকের নকশায় তৈরি এবং ২০১৩ সালে যার উৎপাদন বন্ধ হয়েছে, সেই চীনে তৈরি F-7 যুদ্ধবিমান ব্যবহার করছে, যা আধুনিক শহরাঞ্চলে ব্যবহার অনুপযুক্ত এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ।‘এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং চিন্তা, পরিকল্পনা ও নেতৃত্বের এক বড় ব্যর্থতা। তিনি শহীদ হয়েছেন বীরের মতো। স্যালুট জানাই তোমাকে, ভাই।’উল্লেখ্য, এই ঘটনার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষ ক্ষোভ ও শোক প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পাশাপাশি পুরনো যুদ্ধবিমান ব্যবহারের যৌক্তিকতা নিয়েও শুরু হয়েছে আলোচনা।ভোরের আকাশ//হ.র
বিতর্ক আর মাইনুল আহসান নোবেল যেনো একে অপরের পরিপূরক। কিছুদিন আগে ইডেন কলেজের ছাত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালককে মারধরের অভিযোগে রাজধানীর কল্যাণপুর থেকে নোবেলকে আটক করেছে পুলিশ।শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে আটক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।তিনি বলেন, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সব কিছু যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।জানা যায়, অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে স্ত্রী সালসাবিলসহ হাবুলের পুকুর পাড় এলাকায় আসেন নোবেল। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। এ সময় তিনি উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নোবেল ও গাড়ি চালককে আটক করে।উল্লেখ্য, গত ২০ মে তাকে নারী নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয় নোবেলকে। এরপর সেই নারীর সঙ্গে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল।ভোরের আকাশ/এসএইচ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি বর্তমানে কোনো সিনেমার কাজে ব্যস্ত না থাকলেও, বিভিন্ন ব্র্যান্ডের ইভেন্টে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে নিয়মিত সংযোগ বজায় রেখেছেন। সম্প্রতি মালয়েশিয়া সফর থেকে ফেরার পর নতুন একটি পোস্টে আবারও নজর কাড়লেন তিনি।মালয়েশিয়ায় অবস্থানকালে নিজের একমাত্র ছেলে পদ্মকে নিয়ে নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন পরীমণি। ফেরার পর একটি রেস্টুরেন্ট উদ্বোধনে হাজির হয়ে নজর কাড়েন তিনি। আর এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে নিজেকে বিভিন্ন ছবিতে ধরা দিয়েছেন।ছবিগুলোতে পরীমণিকে দেখা গেছে আকাশি-সাদা শাড়িতে মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারের সামনে বসে। এক ছবিতে মুখে হাত দিয়ে পোজ দিয়েছেন, অন্যটিতে হাসিমুখে লাভ সাইন করে আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে তার চোখে মুখে। পোস্টে ক্যাপশনে লিখেছেন, ‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন।’পরীমণির এই পোস্ট সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। হাজারের বেশি মানুষ তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেন। অনেকেই মন্তব্য করেছেন, ‘অসাধারণ লাগছে’, আবার কেউ লিখেছেন, ‘ফের সেই পুরনো রূপে ফিরছে পরীমণি।’মাতৃত্বের পর ধীরে ধীরে নিজের ফিটনেস ধরে আনায় পরীমণি এখন নতুনভাবে কাজে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও আপাতত নতুন কোনো প্রজেক্ট বা ছবির ঘোষণা না করলেও ভক্তদের প্রত্যাশা তাকে শিগগিরই বড় পর্দায় দেখার।ভোরের আকাশ//হ.র