লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু
ঈদুল আযহাকে সামনে রেখে নাটোরের লালপুরে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ৭৬ হাজার গবাদিপশু। তাই ভালো দামের আশায় শেষ সময়ে পশুর যত্ন ও খাবার দিয়ে হৃষ্টপুষ্ট করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এই উপজেলায় গবাদিপশুর মধ্যে ষাঁড় ১১ হাজার ৬৩৭টি, বলদ ৪ হাজার ৭৫৫টি, গাভি ১ হাজার ৯২২টি, মহিষ ৫ হাজার ৫৬০টি, ছাগল ৪৬ হাজার ০২টি, ভেড়া ৬ হাজার ২৬৪টি সহ মোট ৭৬ হাজার ১৭৬টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে।
প্রাণিসম্পদ বিভাগ বলছে, লালপুরে কোরবানির পশুর চাহিদা ৪১ হাজার ১৩৫টি। এবার কুরবানী যোগ্য পশুর কোন ঘাটতি নেই। বরং উদ্বৃত্ত রয়েছে ৩৫ হাজার ৪১টি পশু যা এই উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় কোরবানির পশুর চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
উপজেলার কেশবপুর গ্রামের খামারী মাজদার রহমান বলেন, এ বছর কোরবানির জন্য আমার খামারে দেশী বিদেশী সহ বিভিন্ন জাতের প্রায়১০ টি গরু প্রস্তুত করেছি। এগুলো স্থানীয়ভাবে পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশানুরূপ দাম পেলে এবার লাভবান হব।
এছাড়া মহারাজপুর গ্রামের আল-আমিন জানান, এবার গমের ভুষি, খৈল, খড়সহ অন্য খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধির কারণে গরু পালনে হিমশিম খেতে হচ্ছে খামারিদের। তবুও আশা করি এবার অনুকূল আবহাওয়া ও ভালো দাম পেলে আমরা লাভবান হব।
এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ্ বলেন, লালপুরের চাহিদা তুলনায় প্রায় ৩৫ হাজার পশু উদ্বৃত্ত রয়েছে। খামারিরা ঢাকা সহ সারাদেশে সেগুলো পাঠাচ্ছেন। বাজার স্থিতিশীল থাকলে আশাকরি খামারিরা লাভবান হবেন।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
দিনাজপুরের ঘোড়াঘাটে গাঁজা সেবনের দায়ে ৪ শিক্ষার্থীর ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং অপর এক শিক্ষার্থীকে অসুস্থ থাকায় ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সড়ে ৭ টায় উপজেলার রানীগঞ্জ নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকসহ সঙ্গীয় ফোর্সকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।পরে ওই স্থান থেকে গাঁজা সেবনের সময় ৫ শিক্ষার্থীকে হাতে নাতে আটক করে। আটকের পর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত ৪ শিক্ষার্থীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন এবং ১ জন শিক্ষার্থী অসুস্থ থাকায় ২০০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। আটককৃতরা ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। এরা সকলেই শিক্ষার্থী।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ভোরের আকাশ/এসআই
কক্সবাজারের টেকনাফে ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। এসব মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৫ হাজার ৪৯০টি ইয়াবা এবং ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা।শুক্রবার (১৬ মে) দুপুর পৌনে ১২টায় ম্যাজিস্ট্রেট, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংসের কার্যক্রম শুরু করা হয়।গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন ও দলআউটপোস্ট শাহপরী সমুদ্র উপকূল থেকে কোস্ট গার্ডের একক এবং র্যাবের সমন্বয়ে ১২টি মাদকবিরোধী অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছিল।কোস্ট গার্ডের টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর এ কথা জানান। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ, শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিফাত উল্লাহ তাসনিম আলম, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। ভোরের আকাশ/এসআই
টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করায় এক মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল শুক্রবার (১৬মে) সকালে শহরের জেলা সদরের বটতলা বাজারে প্রশাসনিক ব্যবস্থায় এ জরিমানা করেছেন।স্থানীয়রা জানান, সদর উপজেলার চিলাবাড়ির পাইকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো সুবেল মিয়া দীর্ঘদিন ধরে জেলা সদর রোডের বটতলায় সোহেল মাংসের দোকানে ব্যবসা পরিচালনা করে আসছে। শুক্রবার বটতলা বাজারে পৌরসভার কসাইখানা পরিদর্শক সিল মারতে গিয়ে একটি গর্ভবতী গরুটি শনাক্ত করেন। এ ঘটনায় সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান গর্ভবতী ওই গরুটি দুই মাসের বাচ্চা গর্ভধারণ করা ছিল ।টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. শাহিন আলম জানান, শহরের বটতলা বাজারে সোহেল মাংসের ঘরে একটি গর্ভবতী গরু জবাই করা হয়েছে জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে ওই গর্ভবতী গরুটি পরীক্ষা করে দেখা যায় গর্ভবতী গরুটির প্রায় দুই মাসের বাচ্চা ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, শুক্রবার সকালে সংবাদ পেয়ে তাৎক্ষণিক বটতলা বাজারে গিয়ে মাংস। বিক্রেতা সুবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায় তিনি সব দোষ স্বীকার করেন। এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত প্রায় ৭০ কেজি মাংস জব্দ করে স্থানীয়দের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়।এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল ও এএস আই মিলন প্রমূখ। ভোরের আকাশ/এসআই
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গনঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধে (ক্যাটাগরী-সি) মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক বিতরণ করা হয়।গোয়াইনঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৬ জন জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ৫ জনের হাতে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রতন কুমার অধিকারী।এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সিএ লুৎফুর রহমান। ২০২৪ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে আহত (ক্যাটাগরি "সি") গোয়াইনঘাট উপজেলার ৬ জনের মধ্যে উপস্থিত ৫ জন আহত যোদ্ধার মাঝে চেক বিতরণ করা হয়।গোয়াইনঘাট উপজেলায় ৬ জন জুলাই যোদ্ধারা হলেন- এডভোকেট ফয়েজ আহমদ,আব্দুর রহিম,জসিম উদ্দিন,আব্দুল কাদির জিলানী, আশরাফুল আমিন ও শেখ আরিফুল ইসলাম। আব্দুর রহিম উনার চেকে ভুলবশত নাম আব্দুর রহমান চলে আসার কারণে চেক দেওয়া হয়নি।পরবর্তীতে চেকের নাম সংশোধন করে চেক দেওয়া হবে। আরিফ বিদেশে থাকায় উনার বড় ভাই ইসলাম উদ্দিন চেক গ্রহণ করেন।ভোরের আকাশ/এসএইচ