রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৭:৫১ পিএম
রাজশাহীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন
দুই দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী জেলার সব আদালতে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা।
সোমবার (৫ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতির ফলে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকে। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করে।
এই সময় আদালতের কর্মচারীরা আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন এবং পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘বিচার বিভাগের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। বারবার আবেদন জানিয়েও ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা কর্মবিরতিতে বাধ্য হয়েছি। যদি আমাদের দুই দফা দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ সময় কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জোবায়ের ইবনে মাহ্বুব, রাজশাহী বিভাগের সভাপতি মোঃ রুহুল আমীন, রাজশাহী জেলা সহ সভাপতি মোঃ ইউনুস আলী জিয়া, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক এ.কে.এম সোহেল রানা, রাজশাহী জেলা দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলিম, রাজশাহী জেলা সহ সম্পাদক মোঃ আতাউর রহমান, রাজশাহী মহানগর কোর্ট নাজির মোঃ মাহমুদুল হাসানসহ অনেকে বক্তব্য রাখেন।
ভোরের আকাশ/আমর