কিশোরগঞ্জে অষ্টমী স্নানোৎসব আজ
কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানোৎসব আজ।
স্থানীয় আয়োজকরা জানান, আগত পুন্যার্থীদের সুষ্ঠুভাবে স্নান কার্য সম্পাদনের জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে স্নান ঘাটের সংস্কার, কাপড় পরিবর্তন কক্ষ, অস্থায়ী টয়লেট নির্মাণ, সুপেয় পানীয় জল সরবরাহসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্থানীয় পুরোহিতদের ভাষ্যমতে, পুণ্যস্নানের লগ্ন গতকাল শুক্রবার রাত ২টা থেকে শুরু হয়ে চলবে আজ শনিবার রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো পূণ্যার্থী। স্নানোৎসবে অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে পুন্যার্থীরা হোসেনপুরে আসতে শুরু করেছেন।
হোসেনপুর ইউএনও কাজী নাহিদ ইভা জানান, যদিও ব্রহ্মপুত্র নদীর স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধীনে, তবুও নিরাপত্তার জন্য প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকেও কার্যকরী ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
ওসি মারুফ হোসেন জানান, স্নান উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য হোসেনপুর থানা পুলিশ ও পাগলা থানা পুলিশ যৌথভাবে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি জহিরুল ইসলাম মবিন ও গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমসহ অনেকেই জানান, এ বছর ওই অষ্টমী স্নানোৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের পাশাপাশি বিএনপির দলীয় নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী লোকজন নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। তাই আশা রাখছি অন্যান্য বছরের তুলনায় এবারের অষ্টমী স্নানোৎসব হবে আরো বেশি জমজমাট ও উৎসবমুখর।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে ৪৮৬টি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার জেটিঘাট এলাকায় এ ছানাগুলো ছাড়া হয়।এগুলো শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকত সংলগ্ন হ্যাচারিতে জন্ম নেয়। নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আবদুল কাইয়ুম এ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকা থেকে এবার কাছিমের ৮ হাজার ৫০০ ডিমসংগ্রহ করা হয়। এসব ডিম থেকে জন্ম নেওয়া ৩ হাজারেরও বেশি কাছিম ছানা এরইমধ্যে কয়েক ধাপে সাগর ও নাফ নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪৮৬টি কাছিম ছানা নাফ নদীতে অবমুক্ত করা হয়।তিনি আরও বলেন, এর আগে মঙ্গলবার বিকেলে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকতে ১১১টি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছিল।ভোরের আকাশ/এসএইচ
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় এক বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত এসির কার্টন থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।শুক্রবার সকালে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখে কার্টনটি সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর আড়াইটার দিকে কার্টনটি খোলার পর দেখা যায়, এর ভেতরে ২০ থেকে ২৫ বছর বয়সী এক তরুণীর লাশ। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহত তরুণীর পরিচয় শনাক্তকরণ এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।স্থানীয়রা জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। হত্যাকারীরা লাশ গোপন করার জন্য কার্টন ব্যবহার করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।এ ঘটনার পর এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে বলে আশাবাদী স্থানীয়রা।ভোরের আকাশ/এসএইচ
ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হাড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল প্রতিযোগিতা দেখতে ওই মাঠে হাজারো মানুষের ঢল নামে।অনুষ্ঠানে ঘোড়দৌড় ছাড়াও হাড়ি ভাঙা, মেয়েদের বালিশ খেলা এবং ছেলেদের সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা উপলক্ষে মেলাও বসে। বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিতে নাগরদোলা ও চরকিও ছিল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সানজিদা করিম কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, জেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।আজিজুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই ঘোড়ার দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বিসহ সব বয়সের মানুষ তা উপভোগ করেছি।সানজিদা করিম কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ৮৩তম বারের মতো এ আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা এ আয়োজন করতেন। তারই ধারাবাহিকতায় আমরাও করছি- এ ধারা অব্যাহত থাকবে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ঈদের আনন্দে এই আয়োজন প্রশংসনীয়। আশা করছি এমন আয়োজন অব্যাহত থাকবে।দীর্ঘ ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের প্রথম দিনে দাইন্যা ঘোড়দৌড় কমিটি ওই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা এবং মেলার আয়োজন করছে। প্রতিযোগিতার মূল আকর্ষণ ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ।ভোরের আকাশ/এসএইচ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) রাবার বুলেটে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে, উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব পিলারের কাছে শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায়।ওই সময় একদল ভারতীয় চোরাকারবারী চোরাই মাল বাংলাদেশে আনার চেষ্টা করছিল।ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে, যার ফলে জাহানুর আলম নামক এক চোরাকারবারী রাবার বুলেটের আঘাতে নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম জাহানুর আলম (২৪), তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।স্থানীয় সীমান্তবাসী জানান, গোলাগুলির শব্দে গোটা সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।বিজিবি জানায়, বিএসএফের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোরের দিকে একদল ভারতীয় নাগরিক বিএসএফের টহল পোস্টে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করে, যার ফলে এক হামলাকারী নিহত হয়। তবে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
কিশোরগঞ্জে অষ্টমী স্নানোৎসব আজ
কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানোৎসব আজ।
স্থানীয় আয়োজকরা জানান, আগত পুন্যার্থীদের সুষ্ঠুভাবে স্নান কার্য সম্পাদনের জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে স্নান ঘাটের সংস্কার, কাপড় পরিবর্তন কক্ষ, অস্থায়ী টয়লেট নির্মাণ, সুপেয় পানীয় জল সরবরাহসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্থানীয় পুরোহিতদের ভাষ্যমতে, পুণ্যস্নানের লগ্ন গতকাল শুক্রবার রাত ২টা থেকে শুরু হয়ে চলবে আজ শনিবার রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো পূণ্যার্থী। স্নানোৎসবে অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে পুন্যার্থীরা হোসেনপুরে আসতে শুরু করেছেন।
হোসেনপুর ইউএনও কাজী নাহিদ ইভা জানান, যদিও ব্রহ্মপুত্র নদীর স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধীনে, তবুও নিরাপত্তার জন্য প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকেও কার্যকরী ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
ওসি মারুফ হোসেন জানান, স্নান উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য হোসেনপুর থানা পুলিশ ও পাগলা থানা পুলিশ যৌথভাবে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি জহিরুল ইসলাম মবিন ও গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমসহ অনেকেই জানান, এ বছর ওই অষ্টমী স্নানোৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের পাশাপাশি বিএনপির দলীয় নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী লোকজন নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। তাই আশা রাখছি অন্যান্য বছরের তুলনায় এবারের অষ্টমী স্নানোৎসব হবে আরো বেশি জমজমাট ও উৎসবমুখর।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে ৪৮৬টি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার জেটিঘাট এলাকায় এ ছানাগুলো ছাড়া হয়।এগুলো শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকত সংলগ্ন হ্যাচারিতে জন্ম নেয়। নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আবদুল কাইয়ুম এ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকা থেকে এবার কাছিমের ৮ হাজার ৫০০ ডিমসংগ্রহ করা হয়। এসব ডিম থেকে জন্ম নেওয়া ৩ হাজারেরও বেশি কাছিম ছানা এরইমধ্যে কয়েক ধাপে সাগর ও নাফ নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪৮৬টি কাছিম ছানা নাফ নদীতে অবমুক্ত করা হয়।তিনি আরও বলেন, এর আগে মঙ্গলবার বিকেলে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকতে ১১১টি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছিল।ভোরের আকাশ/এসএইচ
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় এক বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত এসির কার্টন থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।শুক্রবার সকালে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখে কার্টনটি সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর আড়াইটার দিকে কার্টনটি খোলার পর দেখা যায়, এর ভেতরে ২০ থেকে ২৫ বছর বয়সী এক তরুণীর লাশ। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহত তরুণীর পরিচয় শনাক্তকরণ এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।স্থানীয়রা জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। হত্যাকারীরা লাশ গোপন করার জন্য কার্টন ব্যবহার করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।এ ঘটনার পর এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে বলে আশাবাদী স্থানীয়রা।ভোরের আকাশ/এসএইচ
ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হাড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল প্রতিযোগিতা দেখতে ওই মাঠে হাজারো মানুষের ঢল নামে।অনুষ্ঠানে ঘোড়দৌড় ছাড়াও হাড়ি ভাঙা, মেয়েদের বালিশ খেলা এবং ছেলেদের সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা উপলক্ষে মেলাও বসে। বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিতে নাগরদোলা ও চরকিও ছিল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সানজিদা করিম কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, জেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।আজিজুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই ঘোড়ার দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বিসহ সব বয়সের মানুষ তা উপভোগ করেছি।সানজিদা করিম কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ৮৩তম বারের মতো এ আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা এ আয়োজন করতেন। তারই ধারাবাহিকতায় আমরাও করছি- এ ধারা অব্যাহত থাকবে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ঈদের আনন্দে এই আয়োজন প্রশংসনীয়। আশা করছি এমন আয়োজন অব্যাহত থাকবে।দীর্ঘ ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের প্রথম দিনে দাইন্যা ঘোড়দৌড় কমিটি ওই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা এবং মেলার আয়োজন করছে। প্রতিযোগিতার মূল আকর্ষণ ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ।ভোরের আকাশ/এসএইচ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) রাবার বুলেটে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে, উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব পিলারের কাছে শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায়।ওই সময় একদল ভারতীয় চোরাকারবারী চোরাই মাল বাংলাদেশে আনার চেষ্টা করছিল।ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে, যার ফলে জাহানুর আলম নামক এক চোরাকারবারী রাবার বুলেটের আঘাতে নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম জাহানুর আলম (২৪), তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।স্থানীয় সীমান্তবাসী জানান, গোলাগুলির শব্দে গোটা সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।বিজিবি জানায়, বিএসএফের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোরের দিকে একদল ভারতীয় নাগরিক বিএসএফের টহল পোস্টে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করে, যার ফলে এক হামলাকারী নিহত হয়। তবে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
মন্তব্য করুন