ঈদ আনন্দ বাড়াতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ঈদ আনন্দ বাড়াতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৪ ঘন্টা আগে

আপডেট : ৪ ঘন্টা আগে

ঈদ আনন্দ বাড়াতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ঈদ আনন্দ বাড়াতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হাড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল প্রতিযোগিতা দেখতে ওই মাঠে হাজারো মানুষের ঢল নামে।

অনুষ্ঠানে ঘোড়দৌড় ছাড়াও হাড়ি ভাঙা, মেয়েদের বালিশ খেলা এবং ছেলেদের সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা উপলক্ষে মেলাও বসে। বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিতে নাগরদোলা ও চরকিও ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সানজিদা করিম কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, জেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।

আজিজুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই ঘোড়ার দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বিসহ সব বয়সের মানুষ তা উপভোগ করেছি।

সানজিদা করিম কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ৮৩তম বারের মতো এ আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা এ আয়োজন করতেন। তারই ধারাবাহিকতায় আমরাও করছি- এ ধারা অব্যাহত থাকবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ঈদের আনন্দে এই আয়োজন প্রশংসনীয়। আশা করছি এমন আয়োজন অব্যাহত থাকবে।

দীর্ঘ ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের প্রথম দিনে দাইন্যা ঘোড়দৌড় কমিটি ওই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা এবং মেলার আয়োজন করছে। প্রতিযোগিতার মূল আকর্ষণ ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সমুদ্রসৈকতে মুক্তি পেল ৪৮৬ কাছিম ছানা

সমুদ্রসৈকতে মুক্তি পেল ৪৮৬ কাছিম ছানা

বাঁশঝাড়ে মিললো অজ্ঞাত তরুণীর লাশ

বাঁশঝাড়ে মিললো অজ্ঞাত তরুণীর লাশ

ঈদ আনন্দ বাড়াতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ঈদ আনন্দ বাড়াতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

বিএসএফের বুলেটে ভারতীয় চোরাকারবারি নিহত

বিএসএফের বুলেটে ভারতীয় চোরাকারবারি নিহত

মন্তব্য করুন