ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৪০ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামস্থ সাবেক নির্বাহী কমিটির সদস্য পীরজাদা এস এম রুহুল আমিনের বাসভবনে অনুষ্ঠিত এক সভায় সকল বিভেদ ভুলে নেতারা দলের ঐক্যের বার্তা দেন।
সভায় পীরজাদা এস এম রুহুল আমিনের উপস্থিতিতে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন কাইয়া, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, সাবেক বিএনপি নেতা শেখ আব্দুর রাজ্জাক, মশিউর রহমান টিটু, এডভোকেট নাহিন আহমেদ মোমতাজ, সাংবাদিক ইকবাল হাসান কাজল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির আজাদ মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা প্রমুখ।
সভায় পীরজাদা এস এম রুহুল আমিন বলেন, “বিএনপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক প্রতিষ্ঠান। দল যাকে মনোনয়ন দিয়েছে, তার বিজয় নিশ্চিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করব।”
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “এই ঐক্যের বার্তা দলকে আরও শক্তিশালী করবে। বিএনপি একটি পরিবার। আমরা সবাই একসাথে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনবো, ইনশাল্লাহ।”
ভোরের আকাশ/এসএইচ