ছবি : ভোরের আকাশ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ ১৪ লাখ টাকা ও ১টি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ডাকাত নবী হোসেন গ্রুপের চার সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনী ও এপিবিএন পরিচালিত অভিযানে ক্যাম্প ১১-এর সি/৬ ব্লকের মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
আটকরা হলেন ক্যাম্পের ১১ এর ই ব্লকের মো. ইউসুফের ছেলে মো. আনাস (৩০), ক্যাম্প-৯ ব্লক সি ১৪ এর বাসিন্দা নুর বসরের ছেলে মনসুর (৩২), ক্যাম্প ৯ এর সি ব্লক ১৬ এর বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে ইয়াসের আরাফাত (৩৫) ও ক্যাম্প-১১এর সি-৬ ব্লকের বাসিন্দা সৈয়দ আহমেদ এর ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)।
সেনাবাহিনী জানায়, রোববার ক্যাম্প-১১ তে নবী হোসেনের দলের সদস্যরা জনৈক অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের সাথে বিদেশি অস্ত্র ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে আসে। তৎক্ষণাৎ যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস পালিয়ে যেতে সক্ষম হলেও নবী হোসেন দলের ৪ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।
এ সময় তাদের কাছে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র (UZI SMG) এবং ১৪ লাখ টাকা পাওয়া যায়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি মিয়ানমারের সেনাবাহিনী ব্যবহার করে থাকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা রোহিঙ্গা নবী হোসেনের নেতৃত্বাধীন দলের সক্রিয় সদস্য। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যৌথবাহিনী কক্সবাজারস্থ টিমের গণমাধ্যম শাখার কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের দিন ক্যাম্পে এক অস্ত্র ব্যবসায়ী’ ইলিয়াসের সঙ্গে বিদেশি অস্ত্র বেচাকেনার জন্য ওই চারজন উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস পালিয়ে গেলেও বাকিদের আটক করা সম্ভব হয়। উদ্ধারকৃত উজি এসএমজি, যা সাধারণত মায়ানমার সেনাবাহিনী ব্যবহার করে, তা নবী হোসেনের ক্যাম্প-৮ (ইস্ট) এলাকার আস্তানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। নবী হোসেন বর্তমানে আরসার কমান্ডার এবং আরসিপিআর এর প্রধান নেতা দিল মোহাম্মদের অধীনে কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে । ২০২৩ সালে মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন নবী হোসেন। তারপর থেকেই তিনি এ ধরনের কাজ করছেন।
প্রসঙ্গত, অস্ত্রটি ক্যাম্প ৮ (ইস্ট) এ অবস্থিত নবী হোসেনের আস্তানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে গোয়েন্দা তথ্য রয়েছে সেনাবাহিনীর কাছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ও অবমাননাকর স্লোগানের প্রতিবাদে এবং বিএনপি’র বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ ও ‘রাজনৈতিক হয়রানির’ অভিযোগ তুলে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।একইসঙ্গে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে জড়ো হন। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দুর্জয় মোড় থেকে ভৈরব বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদল সভাপতি হানিফ মাহমুদ, সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন দানিছ, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজুয়ান উল্লাহ, সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ প্রমুখ।এছাড়াও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী জামান, তানভীর আহমেদ, খলিলুর রহমান, পৌর যুবদল যুগ্ম আহবায়ক মনজুরুল ইসলাম সবুজ, পৌর ছাত্রদল সভাপতি মুকিত আব্দুল্লাহ ফারুকী, হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানি তালুকদার, সাধারণ সম্পাদক জিন্নাহসহ কয়েশশত নেতাকর্মী অংশ নেন।প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরিকল্পিতভাবে তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগান ছড়ানো হচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।” এ ধরণের অহেতুক কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য আহবান জানানো হয়।এসময় তারা দ্রুত মিটফোর্ড হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দেশের জনগণকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।ভোরের আকাশ/জাআ
বরিশালে দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল জেলা ও মহানগর এনসিপি নেতারা।সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর সদর রোডে হোটেল কিং ফিশারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এনসিপি নেতাকর্মীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশালে পদযাত্রা ও পথসভা করবে এনসিপির কেন্দ্রীয় নেতারা।মতবিনিময় সভায় বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা বলেন, এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন ও জুলাই সনদ বাস্তবায়ন করা। এরপরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।আজ বিকেলে বরিশাল জেলা মহানগর এনসিপি নেতারা সদর রোডে গণসংযোগ করার কথা জানিয়েছেন। একই সাথে আগামীকাল মঙ্গলবার সকালে নগরীর বাজার রোডে গণসংযোগ করবে বলে বিষয়টি অবহিত করেন।জানা গেছে, এনসিপি নেতারা রুপাতলী থেকে পরিবহ যোগে নগরীর হাসপাতাল রোডের অমৃত লাল কলেজ এর মুখে অবস্থান নিবে। এরপর সেখান থেকে তারা পদযাত্রা করে হাসপাতাল রোড হয়ে জেলখানার মোড় থেকে সদর রোড হয়ে ফজলুল হক এভিনিউ অবস্থান করবে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা শেষ করবে।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য কাজী সাইফুল ইসলাম, জেলার যুগ্ম আহ্বায়ক এম এম সাইফুল মুন্সি, মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, মহানগর সাংগঠনিক মাহিন মোর্শেদ সহ নেতৃবৃন্দরা।ভোরের আকাশ/জাআ
ন্যায্য ও সম্ভবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাইবান্ধা জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী, প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, সদর উপজেলা মেডিকেল অফিসার শর্মিষ্টা রাণী বর্মণ, সদর পুলিশ ফারির ইনচার্জ বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. আতিকুর রহমান খান।অনুষ্ঠানে জেলার সাত উপজেলা থেকে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য ৪ জন শ্রেষ্ঠ কর্মী ও ৫টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়।শেষে প্রধান অতিথি ৪ শ্রেষ্ঠ কর্মী ও ৫ প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।ভোরের আকাশ/এসএইচ
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)'র ছবি অবমাননা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মিথ্যা অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।সোমবার (১৪ জুলাই) দুপুরে জিয়া পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।জিয়া পরিষদের জেলা আহবায়ক আব্দুল আউয়াল আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. আ.স.ম. আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সদর উপজেলা জিয়া পরিষদের আহবায়ক খন্দকার শফিউল ইসলাম রিপু, সদস্য সচিব মুকুল মাসুদ প্রমূখভোরের আকাশ/এসএইচ