ছবি: ভোরের আকাশ
মাগুরায় সাইফুজ্জামান শিখরের ভাই ও গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী সাইফুজ্জামান হিশামের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছাত্রদল নেতা রাব্বি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নির্যাতিত জনগণ ও বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার (১৬ সেপ্টম্বর) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফুজ্জামান শামিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হাসু, মারুফ হোসেন মুন্নাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, গডফাদার খ্যাত সাইফুজ্জামান শিখরের পরিবারের বিরুদ্ধে সাংবাদিক ও সাধারণ মানুষসহ অনেকেই গুম, খুন, লুটপাট ও ভূমি দখলের শিকার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হাসু বলেন, সাইফুজ্জামান হিশামের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও ছাত্রদল নেতা রাব্বি হত্যার বিচার দ্রুততম সময়ে করতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি- কুখ্যাত সন্ত্রাসী হিশামের সহ তার সকল সহযোগীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বচ্চ শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
রাজবাড়ীতে পুলিশের উদ্যোগে হারানো ১০৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ মোবাইলগুলো হস্তান্তর করা হয়।পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা থেকে ৫২টি, গোয়ালন্দঘাট থেকে ১৪টি, পাংশা মডেল থেকে ১২টি, কালুখালী থেকে ১৪টি এবং বালিয়াকান্দি থানা থেকে ১২টি মোবাইল উদ্ধার করা হয়। যাচাই শেষে সেগুলো মালিকদের হাতে ফেরত দেওয়া হয়েছে।এ সময় পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারানো মোবাইল উদ্ধারে রাজবাড়ী পুলিশ নিয়মিত কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি বিশেষায়িত টিম এ কাজে নিয়োজিত।”মোবাইল ফিরে পেয়ে অনেক মালিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, ডিবি’র ওসি মফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোরের আকাশ/হ.র
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আমরা যদি ঐক্যবদ্ধ না হই, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হই, স্বৈরাচারের পুনরাবির্ভাব হতে পারে। জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে। সবার আগে বাংলাদেশ—এই মন্ত্রেই আমাদের শুরু এবং শেষ।"শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১৬ বছর পর অনুষ্ঠিত হলো জেলা বিএনপির সম্মেলন।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন।তারেক রহমান বলেন, "আজকের সম্মেলনের স্লোগান হোক—ঐক্য, জনগণ এবং পুনর্গঠন। নেতাকর্মীরা হাজার হাজার জনগণকে নিয়ে আন্দোলন করছে। জেলে গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এখনই সময়, সকলে মিলে কাজ করে সুন্দর বাংলাদেশ গঠন করি। জনগণের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।"প্রধান বক্তা সালাহউদ্দিন আহমদ বলেন, "বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। জুলাই গণঅভ্যুত্থানে ১৪ শত মানুষ নিহত হয়েছে, ২০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমাদের সংগ্রাম এখনও চলছে। অতীত ভুলে নয়, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।"সম্মেলনে কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন ও ৯৯৯টি ওয়ার্ডে জেলা কমিটির সম্মেলনের আয়োজন করা হয়। বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। ভোরের আকাশ/হ.র
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম আদিত্য শীল (১৩)। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামের বিবেক শীলের ছেলে। আদিত্য জঙ্গল ইউনিয়নের সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনা ঘটে। আদিত্যর দাদু নিশিকান্ত বিশ্বাস জানান, রাত ১টার দিকে আদিত্য অনুভব করে যে তাকে সাপে কামড় দিয়েছে। সে চিৎকার করলে তার ভাইসহ পরিবারের অন্য সদস্যরা একটি সাপ দেখতে পান। পরিবারের সদস্যরা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।পরবর্তীতে আহত আদিত্যকে পরিবারের লোকজন স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। ওঝা তার মতো করে ঝাড়ফুঁক করেন। কিন্তু এর ফলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরে আদিত্যকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের কামড়ে স্কুলছাত্র আদিত্য শীলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোরের আকাশ/হ.র
কক্সবাজারের টেকনাফে বসতবাড়ির পাশে মাটি খুঁড়ে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।শুক্রবার মধ্যরাতে উপজেলা সদর ইউনিয়নের নোয়াখালী পাড়া থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে, জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।আটক যুবকের নাম মোহাম্মদ ইসমাইল (৩২)। তিনি সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার প্রয়াত শেখ আহম্মদের ছেলে।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “সাগরপথে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালী পাড়ায় আনার তথ্য পেয়ে রাতভর অভিযান চালানো হয় বিজিবি ও পুলিশের যৌথ ফোর্সের মাধ্যমে।প্রথমে দরগারছড়া এলাকায় সন্দেহজনক এক মাদককারবারির ঘরে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হয়।পরে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় সেই মাদককারবারির ঘরের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”তিনি আরও জানান, মাদকবিরোধী এই অভিযান সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর ও ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিফলন।আটক যুবক এবং পলাতক আরও তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। ভোরের আকাশ/হ.র