ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের নাজিরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শুকনো খাবার ও গোখাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে নাজিরপুর উপজেলার বেদে পল্লী, অতুল নগর ক্ষুদ্র নৃগোষ্ঠী, শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদ ও শাখারীকাঠী ইউনিয়ন পরিষদে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শুকনো ও অন্যান্য খাবার সহ গোখাদ্য বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা এতে প্রধান অতিথি হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য বৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ অন্যরা।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, প্রাকৃতিক দুর্যোগ এই জনপদে ব্যাপক ক্ষতি হয়। ওই ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিভিন্ন পর্যায় সহায়তা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ এ জনপদের প্রান্তিক পর্যায় অস্বচ্ছ অভাবী ব্যক্তিদের মাঝে এই সহায়তা দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই এর সঠিক ব্যবহার করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ২০ পরিবারকে গোখাদ্য ও ৫০ পরিবারকে শুকনো ও অন্যান্য খাবার সহায়তা দেয়া হয়।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
বাগেরহাটের চিতলমারী উপজেলার চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরে পানির মধ্যে অর্পিতা সাহা (২০) নামে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অর্পিতা সাহা চিতলমারী সদর বাজারের শাড়ী-কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে। অর্পিতা সাহার বাবা আনন্দ সাহা জানান, একদিন আগে সোমবার সকাল থেকে অর্পিতা নিখোঁজ ছিল। এক বছর আগে অর্পিতা সাহার সাথে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকার উত্তম মালোর বিয়ে হয়েছিল। কিন্তু ‘মৃগীব্যারাম’ এর কারণে অর্পিতা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তাই বাপের বাড়িতেই থাকতো। এর আগেও সে যখন-তখন বাসা হতে ঘুরতে বেরিয়ে পরে ফিরে আসতো। কিন্তু সোমবার সকালে সে আগের মতোই বাসা হতে বের হয়ে আর ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে চরকুড়ালতলা গ্রামের মৃত কৈলাশ বালার ছেলে পরিতোষ বালার মাছের ঘেরের পানিতে এক নারীর মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অর্পিতার মৃতদেহ তারা শনাক্ত করেন।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অর্পিতা মানসিক প্রতিবন্ধি এবং তার ‘মৃগীরোগ’ ছিল বলে পরিবার জানায়। এই বিষয়ে থানায় একটি মঙ্গলবার (২২ জুলাই) অপমৃত্যু মামলা হয়েছে, যার নম্বর-১৩।ভোরের আকাশ/জাআ
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্টগার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ২টি ফিশিং বোট আটক করে ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করে। এ সময় অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিকভাবে কোস্টগার্ডের ওপর হামলা চালায়। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়। পরে কোস্টগার্ডে প্রতিরোধের মুখে পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, রাতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আটককৃত জেলে ও জব্দকৃত ফিশিং বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমকার্ড, মোবাইল ফোন, ও প্রযুক্তি ডিভাইসসহ হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ও সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এ অভিযানের নেতৃত্বে দেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকার জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং একই এলাকার মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮)।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল। আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরে একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে ৩০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে ওই অফিসের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন সোমবার (২১ জুলাই) দুপুরে পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কস্থ জননী কুরিয়ার সার্ভিস নামক অফিসে যৌথ অভিযান চালিয়ে ওই পলিথিন জব্দ ও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে।পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পিরোজপুরের জননী কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে ৩০০ কেজি পলিথিন উদ্ধারের পর তা জব্দ করা হয়। অবৈধ পলিথিন পাওয়ায় ওই অফিসের ম্যানেজার খালিদ হাসানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পিরোজপুর সদরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন।ভোরের আকাশ/জাআ