মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ০৩:০২ পিএম
শ্রীমঙ্গলে লজ্জাবতী বানর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়েছে লজ্জাবতী বানরটি। শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার নিমাই শিব বাড়ির শংকরসেনা গ্রামের গড়পাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন পথচারী জুনু।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বিরল এই লজ্জাবতী বানরটি গ্রামে ঢুকে ধীরে ধীরে হাঁটছিল। এ সময় একটি কুকুর হঠাৎ আক্রমণ করলে সে ভীত হয়ে পড়ে যায়। তখন কুকুরের চিৎকারে পথচারী জুনু এগিয়ে এসে বানরটিকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, বর্তমানে বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি সেবা ফাউন্ডেশনের আশ্রয়ে সুস্থ আছে। আমরা বন বিভাগের কাছে এটি হস্তান্তর করবে।
পথচারী জুনু বলেন, কুকুরের চিৎকারে কাছে গিয়ে দেখি বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি ভীত হয়ে পড়ে আছে। পরে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা নিয়ে যায়। বানরটি সুস্থ আছে।
শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এসিএফ জামিল খান বলেন, লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। ২ দিনের মধ্যে সেটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।
ভোরের আকাশ/এসএইচ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ৫ ঘন্টা আগে
আপডেট : ৫ ঘন্টা আগে
শ্রীমঙ্গলে লজ্জাবতী বানর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়েছে লজ্জাবতী বানরটি। শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার নিমাই শিব বাড়ির শংকরসেনা গ্রামের গড়পাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন পথচারী জুনু।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বিরল এই লজ্জাবতী বানরটি গ্রামে ঢুকে ধীরে ধীরে হাঁটছিল। এ সময় একটি কুকুর হঠাৎ আক্রমণ করলে সে ভীত হয়ে পড়ে যায়। তখন কুকুরের চিৎকারে পথচারী জুনু এগিয়ে এসে বানরটিকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, বর্তমানে বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি সেবা ফাউন্ডেশনের আশ্রয়ে সুস্থ আছে। আমরা বন বিভাগের কাছে এটি হস্তান্তর করবে।
পথচারী জুনু বলেন, কুকুরের চিৎকারে কাছে গিয়ে দেখি বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি ভীত হয়ে পড়ে আছে। পরে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা নিয়ে যায়। বানরটি সুস্থ আছে।
শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এসিএফ জামিল খান বলেন, লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। ২ দিনের মধ্যে সেটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।
ভোরের আকাশ/এসএইচ