নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৫:০১ পিএম
নাজিরপুরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
পিরোজপুরে নাজিরপুর উপজেলা সদরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি।
সোমবার (৫ মে) বেলা ১১ থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত কলেজ গেটের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও আলোচনা সভায় শহীদ জিয়া কলেজ এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন এর সভাপতিত্বে ও কলেজের সহকারি অধ্যাপক আল মানমুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান বালি, সহকারি অধ্যাপক আবু সুফিয়ানসহ আরো অনেকে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বালি বলেন, কলেজ জাতীয়করণ হওয়ার জন্য যা যা দরকার, তার সবগুলো রয়েছে আমাদের কলেজে। কিন্তু কেবল শহীদ জিয়া নামের কারণে বৈষম্যের শিকার হয়েছি।
এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, এই কলেজটি নাজিরপুরের সবচেয়ে পুরনো। শুধু নামের কারণে এই কলেজটি জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে। কলেজটির পাশেই নামমাত্র ্আরেকটি কলেজকে প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে জাতীয়করণ করা হয়। অবিলম্বে এই বৈষম্য দূর করে নাজিরপুর শহীদ জিয়া কলেজটি জাতীয়করণ করা হোক।
মানববন্ধনে অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসিরাও নাজিরপুর শহীদ জিয়া কলেজটি অবিলম্বে জাতীয়করণের দাবী জানান।
ভোরের আকাশ/আমর