ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০২:১৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়া গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) রাতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মো. বিল্লাল মিয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, বিল্লাল মিয়ার বিরুদ্ধে একটি হত্যা ও একটি নাশকতার মামলা রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ