সংগৃহীত ছবি
জেলার বৃহৎ বালুমহাল যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ৪০০ ঘনফুট বালুভর্তি একটি স্টিল বডি নৌকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোররাতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাহিরপুর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কুনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদের, একই উপজেলার সোহালা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. আলী হোসেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
বরগুনার পাথরঘাটায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক শ্রমিক।রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪নং ওয়ার্ডে হাবিব মাওলানার নির্মাণাধীন চারতলা ভবনে এ দুর্ঘটনা্ ঘটে। নিহত আবু হানিফ পৌরসভার ৫নং ওয়ার্ডের হামেত খাঁর ছেলে এবং পেশায় একজন অভিজ্ঞ রাজমিস্ত্রি ছিলেন। তিনি স্থানীয় শ্রমজীবী দলের সহ-সভাপতির দায়িত্বও পালন করছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় আবু হানিফ একটি লোহার রড বাঁকাতে গেলে তা পাশের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। মুহূর্তেই তিনি ও অপর শ্রমিক আল আমিন (সেলিম লন্ডির ছেলে) বিদ্যুৎস্পৃষ্ট হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিনের চিকিৎসা চলছে।এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, আবু হানিফ একজন দক্ষ ও পরিশ্রমী কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে শ্রমজীবী সমাজে অপূরণীয় ক্ষতি হলো।ভোরের আকাশ//হ.র
দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে চলমান "ষড়যন্ত্র" ও "মিথ্যা প্রচারণা"র প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।রোববার (১৩ জুলাই) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এসে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।সমাবেশে বক্তারা বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে একটি বিশেষ মহল বিএনপি ও দেশের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র চালিয়ে আসছে। বর্তমানে এই ষড়যন্ত্র ও মিথ্যাচারের মাত্রা বেড়েছে বলেও অভিযোগ করেন তারা।তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভবিষ্যতেও যদি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”এ সময় বক্তারা সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনারও সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন:ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনিযুগ্ম আহ্বায়করা: আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ আহম্মেদ জায়েনুল আবেদিনপৌর বিএনপির যুগ্ম আহ্বায়করা: জুলফিকার আলি টিপু, হায়দার আলী, মেহেদী হাসান রুবেলএছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।ভোরের আকাশ//হ.র
চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দায়িত্ব নৌবাহিনীর অধীনে যাওয়ার পর গড় কনটেইনার হ্যান্ডলিংয়ে আশানুরূপ উন্নতি দেখা যাচ্ছে।গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) টার্মিনালটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। সেই থেকেই প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস (TEUs) বেশি কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস।রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত মাত্র সাত দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কনটেইনার লোডিং ও আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে টার্মিনালের ৪টি জেটিতে একযোগে ৪টি জাহাজে অপারেশন চলছে।বন্দরের এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন ধরে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করে আসছিল। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ৬ জুলাই ২০২৫। এরপর নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে ৭ জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড, যা বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি প্রতিষ্ঠান।ড. ইউনূস তার পোস্টে আরও জানান,১ থেকে ৬ জুলাই (সাইফ পাওয়ারটেকের অধীনে): গড়ে প্রতিদিন ২,৯৫৬ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং৭ থেকে ১২ জুলাই (ড্রাইডক লিমিটেডের অধীনে): গড়ে প্রতিদিন ৩,১৮১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংঅর্থাৎ নৌবাহিনী দায়িত্ব নেওয়ার পর গড়ে প্রতিদিন ২২৫ টিইইউএস বেশি কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে, যা সামগ্রিকভাবে বন্দরের কার্যকারিতা বৃদ্ধির ইঙ্গিত দেয় বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ভোরের আকাশ//হ.র
পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. নাসির উদ্দিন আহম্মেদ (৬৮) নামে এক স্কুল শিক্ষকের এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল চারটার দিকে শহরের কে.এম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গত একদিন ধরে নিখোঁজ ছিলেন।নিহত শিক্ষক নাসির উদ্দিন মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশনের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি শারিরীক অসুস্থতার জন্য ২০১৪ সালের ৩১ মে স্বেচ্ছায় শিক্ষকতায় অবসর গ্রহণ করেন। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ওই স্কুল শিক্ষক গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের ব্যাংক কলেনীর শেরে বাংলা পাঠাগার সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ছেলে রিয়াজ উদ্দিন মঠবাড়িয়া থানায় শনিবার দিনগত রাতে একটি সাধারন ডায়রি করেন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের স্বজনরা শহরে মাইকিং করেন। রবিবার বিকাল চারটার দিকে স্থানীয়রা খেলার মাঠের সভামঞ্চে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থালে এসে তার লাশ উদ্ধার । এ সময় তার থেতলানো মাথা থেকে রক্ত ঝড়ছিলো। স্কুল শিক্ষকের এমন মৃত্যু রহস্যজনক বলে এলকাবাসির ধারনা। নিহত স্কুল শিক্ষকের ছেলে মো. রিয়াজ উদ্দিন বলেন, শনিবার সকাল নয়টার দিকে বাবাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এরপর বাবা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি নিখোঁজ হন। আমি থানায় সাধারন ডায়রি করেছি। বাবার এমন মৃত্যুতে আমরা দিশেহারা । বাবার মাথাা থেতলানো ও রক্তাক্ত ছিলো। পুলিশ তদন্ত করে তার মৃত্যু রহস্য উদঘাটন করবে।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয়দেও মাধ্যমে খবর পেয়ে স্কুল মাঠের সভামঞ্চ থেকে ওই স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। তার মৃত্যু ময়না তদন্ত শেষে নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।ভোরের আকাশ/আজাসা