ছবি: ভোরের আকাশ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের কেডির মোড় দলীয় কার্যালয় হতে বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নওজোয়ান মাঠে গিয়ে সমাবেত হন।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- নওগাঁ-৫ আসনের বিএনপির মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, খাইরুল ইসলাম গোল্ডেন, শফিউল আজম (ভিপি রানা), জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজাসহ বিভিন্ন নেতাকর্মীরা।
এদিকে, একই সময়ে একই দাবিতে নওগাঁ জেলা এনসিপির উদ্দ্যোগে এবি পার্টির সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান আতিকর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দীপু, যুগ্ম আহবায়ক দেওয়ান মাহবুব আল হাসান, যুব শক্তি নওগাঁ জেলা শাখার সদস্য সচিব হাসিবুল হৃদয়, মুখ্য সংগঠক শাকিব খান প্রমূখ।
সমাবেশে বক্তারা হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের ঘটনাকে দেশের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন তাঁরা।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের দক্ষিণপাড়ায় পানিভর্তি গর্তে পড়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাড়ির পেছনে মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি একটি গর্তে পড়ে প্রাণ হারায় আবদুল মাবুদের শিশু সন্তান নোমান এবং তার প্রতিবেশী বেলাল উদ্দিনের শিশুকন্যা জন্নাতুল ফেরদৌস। তারা দুজনই একই পাড়ার বাসিন্দা ও খেলাধুলার সঙ্গী ছিল।স্থানীয়দের মতে, দুপুরে খেলতে গিয়ে অজান্তে গর্তে পড়ে যায় শিশু দুটি। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাহারবিল ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক জানান, ঘটনাটি থানাকে অবহিত করা হয়েছে এবং এ ধরনের গর্ত দ্রুত ভরাটের প্রয়োজনীয়তা রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
বরগুনার পাথরঘাটায় জামায়াতের কর্মীসভায় সোলায়মান বাহিনীর হামলায় জামায়াতের ১৫ নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর দুই জনকে উন্নত চিকিৎসার জন্য পাথরঘাটা হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আসরের নামাজের পর জামায়াতের ইসলামী ও ইসলামী আন্দোলনের যৌথ উদ্যোগে পাথরঘাটা শহরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতারা দাবি করেন খুলনা শ্রমিকলীগের নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির ভাইয়ের ছেলে সোলায়মান সাদিকে তাদের কর্মীদের উপর এ হামলা করেন। তবে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাংচেনলা বলেন এই ঘটনার সত্যতা নাই। এবং এবিষয়ে কোন অভিযোগ আসেনি বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাত আটটার দিকে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মোশারফ হোসেন মোল্লার বাড়িতে জামায়াতের কর্মী বৈঠকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে জামায়াত।এঘটনায় আহতরা হলো, পাথরঘাটা পৌর যুব বিভাগের সেক্রেটারি আব্দুল কাইয়ুম, পাথরঘাটা পৌর প্রচার সম্পাদক তাওহিদুল ইসলাম, জামায়াত কর্মী ওয়ালিদ পহলান, ফুলমিয়া, ইলিয়াস, মোহাম্মদ হানিফ, ফিরোজ হোসেন, মাহবুর রহমান, আনোয়ার হোসেন, ইউনুছ হাওলাদারের নাম জানা গেছে। এদের মধ্যে আব্দুল কাইয়ুম এবং তাওহিদুল ইসলামকে রেফার করা হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির মাসুদুল আলম জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে আমরা নাচনাপাড়া ইউনিয়ন এর জামাত কর্মীর বাড়িতে নিয়মিত দলের কর্মসূচি পালন করে বাড়ি থেকে বের হওয়ার পথে খুলনা পরিবহন শ্রমিকলীগের নেতা সোলাইমান সাদিক তার বাহিনী নিয়ে আমাদের উপর সশস্ত্র হামলা চালায় এতে আমাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছে। আমরা এই সন্ত্রাসী বাহিনীর বিচার চাই।এসময় ইসলামী আন্দোলনের সভাপতি এসএম সোলায়মান বাদশা বলেন, বিএনপি'র ভাইস-চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনির ভাইয়ের ছেলে এই সুলাইমান সাদিক একসময়ে খুলনাতে শ্রমিক লীগ সংগঠনের নেতৃত্ব দিতেন। জুলাই আগস্ট এর পর তিনি তার নিজ বাড়িতে এসে বিশেষ বিএনপির নব্য নেতা হিসাবে সমাজকর্মী দাবি করে সন্ত্রাসী বাহিনী তৈরি করেছেন। এরপর থেকে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি জমি দখল সালিশ নামে অন্যের কাছ থেকে টাকা গ্রহণ করে আসছে। সোলাইমান সাদিক ফুটপাতের একজন টোকাই থেকে গত এক বছরে কোটিপতি হয়ে গেছেন। আমরা প্রশাসনের কাছে এই সন্ত্রাসীর বিচার দাবি করছি। তা না হলে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সোলায়মান বাহিনী নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেও তিনি জানান। এসময় তিনি এই বাহিনীকে প্রতিহত করার জন্য জামায়াতের ও ইসলামী আন্দোলনের সবাই আড়াই হাত গাবের কচা প্রস্তুত রাখতে বলেন।জামায়াত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলের পরপরই তাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনামুল হোসেন। এসময় বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, সদ্য সাবেক পৌর বিএনপির সদস্য সচিব এম ইসমাইল সিকদার এসমে সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পর তারাও শহরে বিক্ষোভ মিছিল করেন। এতে শহরে উত্তপ্ত ছড়িয়ে পড়ে।এ বিষয়ে অভিযুক্ত সোলায়মান সাদিক জানান, আমি ৫ দিন ধরে ঢাকায় অবস্থান করতেছি। জামায়াত নেতারা নির্বাচনী ফায়দা নেয়ার জন্য আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করতেছেন। আমি বিএনপি পরিবারের সদস্য। আমাকে জোর করে শ্রমিকলীগের নেতা বানানো হচ্ছে। তিনি বলেন, আমার চাচা বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি। তিনি বিএনপি'র ধানের শীষ প্রতীকের প্রার্থী। তার জনপ্রিয়তা দেখে জামাত নেতারা নানা রকমের মিথ্যার আশ্রয় নিয়ে গুজব ছড়াচ্ছে । এ ব্যাপারে আমি কিছুই জানিনা। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাংচেনলা দৈনিক ভোরের আকাশকে জানান, জামায়াতের লোকজন যেভাবে বুধবার রাতের ঘটনার বর্ণনা দিচ্ছেন আসলে ঘটনানি তেমন না। জামায়াতের কর্মীসভা শেষে স্থানীয় কিছু লোকদের সাথে তর্ক বিতর্ক হয়েছে এমনটাই জানা গেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি।রাজনৈতিক মাঠ উত্তপ্তাপের বিষয়ে ওসি জানান, পাথরঘাটা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। যাতে কোথায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে অতিরিক্ত নজরদারি রয়েছে পাথরঘাটা উপজেলার নির্বাহী অফিসার ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসরাত জাহান জানান, এ ব্যাপারে আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি বিষয়টি ওসির কাছ থেকে জেনে নিন।ভোরের আকাশ/মো.আ.
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জাতীয় উন্নয়ন ও স্বদেশ গঠনে বড় অবদান রাখছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমেলা খাতুন, তথ্য আপা সিরাজুম মনিরা এবং প্রবাসী কল্যাণ সেন্টার জেলা সুপারভাইজার মারুফ হাসান প্রমূখ।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দক্ষতা বৃদ্ধি ও বৈধ পথে অভিবাসন নিশ্চিত করা গেলে প্রবাসীরা আরও নিরাপদভাবে বিদেশে কাজ করতে পারবেন। পাশাপাশি প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং রেমিটেন্স ব্যবস্থাপনায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।ভোরের আকাশ/মো.আ.
গাইবান্ধা পৌর এলাকায় একটি বাড়িতে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাকিব মিয়া (২২) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পৌর এলাকার কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত রাকিব মিয়া সদর উপজেলার পূর্ব কোমরনই গ্রামের মাহাবুব হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ পাড়ার সোহেল রানার বাড়ির দোতলায় রংয়ের কাজ করছিল মিস্ত্রিরা। কাজের প্রয়োজনে দোতলার ছাদে ওঠে রাকিব। এসময় অসাবধানতাবশত বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তাঁরে জড়িয়ে রাকিবের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.