শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৭

শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৯ ঘন্টা আগে

আপডেট : ৯ ঘন্টা আগে

শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৭

শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৭

গাজীপুরের শ্রীপুরে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে  বিএনপির (বহিস্কৃত) দু' গ্রুপের  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশিয় অস্ত্র নিয়ে  ঘন্টাব্যাপী  ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে রূপ নেয়।এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুরের বানিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও হকারদের সাথে কথা বলে জানা যায়, ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে মাওনা চৌরাস্তায় চাঁদাবাজির পরিবর্তন দেখা যায়।ফুটপাতে দোকান বসিয়ে চাঁদা আদায়ের জন্য চলে মহড়া। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মাওনা চৌরাস্তার চাঁদাবাজি বন্ধের দাবী তে বিক্ষোভ মিছিল করে। এসময় হকাররা কাউকে চাঁদা দিবে না বলে ঘোষনা দেয়। এঘটনার জের ধরে ক্ষমতা প্রদর্শনে নামে বিএনপির বহিস্কৃত শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজল ফকির গ্রুপ। এতে বাধা প্রদান করে বহিস্কৃত জেলা কৃষকদলের আহবায়ক আবুল কালাম ও হকার্স ফেডারেশনের লোকজন।

গতকাল শুক্রবার বিকেল থেকেই দেশীয় অস্ত্র নিয়ে ক্ষমতা প্রদর্শনের মহড়ায় নামে তারা ।শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়। কাজল ফকির গ্রুপের গুরুতর আহত সাইটেলিয়া গ্রামের হাসান আলীর পুত্র তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আতিক বন্দুকশী(৪০), কেওয়া পুর্বখন্ড গ্রামের আওয়াল বেপারীর পুত্র নজরুল ইসলাম বেপারী(৬০) , মাওনা চৌরাস্তার ফজলুল হকের পুত্র ইমরান(২৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে  তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কাজল ফকির বলেন, আমি মাওনা চৌরাস্তা বাজারের বৈধ ইজারাদার। আমি গত ১৫ দিন যাবৎ খাজনা উত্তোলন করতেছি। বৃহস্পতিবার আমার লোকজন খাজনা তুলে আসার সময় আদায়কৃত টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে থানায় অভিযোগ করি। আজকেও খাজনা উঠাতে গেলে সাবেক হকার্স লীগের সভাপতি বর্তমানে হকার্স ফেডারেশনের আহবায়ক জাহিদের নেতৃত্বে বাধা প্রদান করে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের ১৫ জন আহত হয়।

এ বিষয়ে উপজেলা হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জুমাকির মিয়া জানান, আমরা বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল করে চাঁদা না দেওয়ার শপথ করি। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কাজল ফকিরের নেতৃত্বে দেশীয় অস্ত্র দা লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আমাদের জাহিদ আরমান, মামুন মোস্তফাসহ ১২ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় জাহিদ আরমানকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৈধ ইজারাদারকে খাজনা না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা হাইওয়ে রাস্তার ফুটপাতে ব্যাবসা করি।এটা বাজার না। খাজনা দিবো কেন?

এ বিষয়ে গাজীপুর জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম আবুল কালাম জানান, মাওনা চৌরাস্তা ফুটপাত হকার্স মুক্ত করতে সড়ক ও জনপথ বিভাগে আমার আবেদনের প্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারী নির্বাহী প্রকৌশলী মহাসড়কে ইজারা না দেওয়ারপত্র দেন। তারপরও ইজারা দেওয়ায় জটিলতা দেখা দিয়েছে। আমি মহাসড়ক ও ফুটপাত অবৈধ দখলদারদের বিপক্ষে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, মাওনা চৌরাস্তার অস্থায়ী বাজার কাজল ফকির নামের এক ব্যক্তিকে বৈধ ইজারা দেওয়া হয়েছে। যাঁরা বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন, তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- জয়নারায়ন পুর গ্রামের তাইজুদ্দিনে পুত্র বিএনপি নেতা মোঃ হনিফ ও পৌর হকার্স ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

শেখ হাসিনার ঈদ উপহার বিতরণকারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শেখ হাসিনার ঈদ উপহার বিতরণকারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি আইনজীবীদের

চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি আইনজীবীদের

শ্রীপুরে বনের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শ্রীপুরে বনের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

‘দুর্নীতি শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করে’

‘দুর্নীতি শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করে’

মন্তব্য করুন