ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১২:৫০ এএম
ছবি : ভোরের আকাশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাকিব হাসান (২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাকিব হাসান ওই এলাকার মো. আব্দুস ছালামের ছেলে।
পুলিশ ও নিহতের চাচা রফিকুল ইসলাম জানান, নিহত রাকিবের বাবা-মা ঢাকায় একটি খামারে কাজ করেন। রাকিবও সেখানেই থাকতেন। ঈদের আগে বাড়িতে এসে এরপর আর ঢাকায় ফিরে যাননি। বাড়িতে সে একাই থাকত এবং নিজেই রান্নাবান্না করে খেত। এ অবস্থায় বৃহস্পতিবাগর দুপুরে রাকিবের ফুফু ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখেন তা খোলা। ঘরে ঢুকে খাটের ওপর রক্ত এবং বালিশে ঢাকা অবস্থায় মুখ দেখতে পান।এরপর বালিশ সরিয়ে দেখেন, রাকিবের গলাকাটা মরদেহ পড়ে আছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা পুলিশে কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা বলেন,ছেলেটা এমনিতে ভালোই ছিল। তবে রাত-বিরেতে দেখতাম বন্ধুবান্ধব নিয়ে ঘরে আড্ডা দিত। এদের মধ্যে সন্দেহজনক কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত হত্যাকারী বেরিয়ে আসবে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, মরদেহের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহের সূরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।রহস্য উদঘাটনে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/আজাসা