ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ০৭:৩৩ পিএম
ছবি: ভোরের আকাশ
কসবা থানা পুলিশ কর্তৃক ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার ও ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের একটি টিম অত্র থানাধীন কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা এলাকায় দুপুর সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করে ১ জন মাদক কারবারিকে আটক করে করেন।
এ সময় তার হেফাজত হতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী জেলার কসবা থানার কায়েমপুর, পানিয়ারুপের আইনুল হকের ছেল রুবেল রানা (৩২)।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের ভোরের আকাশকে জানায়, এ সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
ভোরের আকাশ/জাআ