ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ কর্তৃক ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা ও ১টি পুরাতন সিএনজি উদ্ধারসহ ১ মাদক কারবারী গ্রেপ্তার।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে আখাউড়া থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন চান্দপুর বাজার এলাকা হতে ৫০ কেজি গাঁজা ও ১টি পুরাতন নাম্বার বিহীন সিএনজিসহ ১ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী নাছির উদ্দিন (৪২) জেলার কসবা থানার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪৭ পিএম
গোবিন্দগঞ্জে গাঁজাসহ দুই নারী গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার গোপালপুর পশ্চিম পাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী রেখা বেগম (৫০) ও নাটোর জেলার লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পূর্বপাড়া এলাকার শামীম প্রামানিকের স্ত্রী রুবিনা বেগম (৪২)।পুলিশ জানান, গোবিন্দগঞ্জ থানার এসআই হারুনর রশিদের নেতৃত্বে এসআই অনিমা রায়, এএস আই বদিউজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স হক এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাসে তল্লাশি করে রেখা ও রুবিনা নামের দুই নারীর কাছ থেকে সাড়ে ৫কেজি গাঁজ উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করা হয়।গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, দুই নারীকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।ভোরের আকাশ/জাআ
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৯ পিএম
গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাসি, গাঁজাসহ গ্রেপ্তার ২
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই যুবক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের একবারপুর এলাকায় থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্ নেওয়াজ।গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরের দেওলা গ্রামের মৃত তুফান আলীর ছেলে জুয়েল হোসেন (৩৭) এবং একই এলাকার হাসান আলীর ছেলে আমিনুর হোসেন (৩৭)।এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একবারপুর এলাকায় অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল। এসময় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে দুই যুবককে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।ভোরের আকাশ/জাআ
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৬ পিএম
কসবায় আধা মণ গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের অভিযানে আধা মণ (২০ কেজি) গাঁজা উদ্ধার করা হয়েছে।জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কসবা থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় উপজেলার গোবিন্দ্রপুর পূর্বপাড়া এলাকা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয়।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুজন পালিয়ে যায়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।ভোরের আকাশ/তা.কা
০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৬ পিএম
কারাগারে দুই ভাইকে দেখতে এসে গাঁজাসহ ধরা, ১ মাসের জেল
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে এসে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক দর্শনার্থী।রোববার সকালে কারাগারের মূল ফটকে তল্লাশির সময় এই ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।আটক ব্যক্তির নাম মো. সফিক (৬০)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার রূপনগর গ্রামের বাসিন্দা এবং মো. ছাদেকের ছেলে।জানা গেছে, তিনি তার দুই ভাই বন্দি ইয়াছিন ও ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে এসেছিলেন।কারা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে চেকপোস্টে দায়িত্ব পালনকালে কারারক্ষী মো. আব্দুল হান্নান সফিককে তল্লাশি চালান। এ সময় তার শার্টের পকেট থেকে একটি বিড়ি গাঁজা এবং পরবর্তীতে শরীর তল্লাশি করে আরও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সফিক গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত উল্লিখিত শাস্তি প্রদান করেন।এ বিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, কারাগার প্রাঙ্গণে মাদকসহ কোনো প্রকার অবৈধ দ্রব্য প্রবেশ রোধে তারা সবসময় কঠোর নজরদারি চালাচ্ছেন। তিনি আরও জানান, কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
৩১ আগস্ট ২০২৫ ০৮:৫৭ পিএম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৭
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জজিরা রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।এর মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৭ জন। তাদের মধ্যে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।ইসরায়েলের বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা নগরী ছেড়ে শত শত ফিলিস্তিনি পালাচ্ছেন। হাতে গোনা সামান্য মালপত্র ট্রাক, ভ্যান ও গাধার গাড়িতে তুলে তারা এলাকা ছাড়ছেন।নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকে দেইর আল-বালাহর কাছে বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবু ফেলতে শুরু করেছে। এদের অধিকাংশকেই একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।৫০ বছর বয়সী মোহাম্মদ মারুফ বলেন, আমরা রাস্তায় পড়ে আছি। কী বলব? কুকুরের মতো? না, কুকুরের চেয়ে খারাপ অবস্থায় আছি আমরা। তিনি জানান, ৯ সদস্যের পরিবার নিয়ে তারা আগেই উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন।আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আবু ওয়ারদা আল জাজিরাকে জানান, তিনি উত্তর গাজার জাবালিয়া ছেড়ে পশ্চিম গাজার দিকে যাচ্ছেন। তবে গন্তব্য ঠিক জানা নেই। তার ভাষায়, অবস্থা এত ভয়াবহ ছিল যে সেখান থেকে বেরোতে বাধ্য হয়েছি। এখানে তাঁবু খাটানোর জায়গা পেলেই ভাগ্য ভালো হবে। কোথাও নিরাপদ নয়, ইসরায়েলিরা সর্বত্র আক্রমণ চালাচ্ছে।আগস্টের শুরু থেকে ইসরায়েলি সেনারা টানা হামলা চালাচ্ছে গাজা নগরীতে। শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার লক্ষ্যেই এই অভিযান— এমন আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)।গত শুক্রবার ইসরায়েল জানায়, তারা নগরী দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরু করেছে এবং এটিকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করেছে।শনিবার হাসপাতাল সূত্রে জানা যায়, ওই দিন একদিনেই গোটা গাজায় ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু গাজা নগরীতেই নিহত ৪৭ জন। এর মধ্যে অন্তত ১১ জন নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।অন্যদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় আবাসিক ভবনে হামলায় সাতজন নিহত হন। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাতে দেখা গেছে স্বেচ্ছাসেবকদের।আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, গাজা নগরীজুড়ে হামলা আরও বাড়ছে। ঘরবাড়ি, কমিউনিটি সেন্টার সবই ধ্বংস হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনধারার ভিত্তি ভেঙে পড়ছে। এসব ঘটছে যখন মানুষ দুর্ভিক্ষ, অনাহার আর পানিশূন্যতার মধ্যে রয়েছে। পুরো পরিস্থিতি মানবিক বিপর্যয়ের দিকে গড়াচ্ছে।আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রধান মিরজানা স্পোলজারিচ এগার বলেন, গাজা নগরীর জনগণকে গণহারে উচ্ছেদ করার ইসরায়েলি পরিকল্পনা ‘অবাস্তব ও অগ্রহণযোগ্য।তার মতে, বর্তমান পরিস্থিতিতে এমন কিছু নিরাপদ ও সম্মানজনকভাবে করা সম্ভব নয়।তবে আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার অভিযানে কোনো বিরতি দিচ্ছে না।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তায় বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দায়মুক্তি দিয়ে আসছে।এ বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা কার্যত জাতিগত নিধনের শামিল এবং আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ।ভোরের আকাশ/তা.কা
৩১ আগস্ট ২০২৫ ০৮:৪২ এএম
গাইবান্ধায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ সাজু মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৩০ আগষ্ট) বিকাল সোয়া ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সাজু মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের গোরক মন্ডপ (নামাটারি) এলাকার জামাল হোসেনের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সোয় ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে সিট কাভারের নিচে ও ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রাখা ৮ কেজি গাঁজা জব্দসহ মোটরসাইকেল আরোহী সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/জাআ
৩০ আগস্ট ২০২৫ ০৭:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে পুলিশ ৫২ কেজি গাঁজা, ১টি মাইক্রোবাস জব্দ এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শনিবার (৩০ আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জেলার বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন পৌরসভাস্থ দূর্গারামপুর ব্রীজের উপর ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।এসময় তার হেফাজতে থাকা ২০ কেজি গাঁজা ও ১টি সাদা কালার মাইক্রোবাস উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশ প্রাথমিক জিঙ্গাসাবাদে জানতে পারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ১টি মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামীর নাম সাইফুল ইসলাম (২১), পিতা- নসু মিয়া, গ্রাম- বক্তার মুড়া, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। অপরদিকে জেলার কসবা থানা পুলিশ কর্তৃক ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে কসবা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন কসবা থানাধীন ১০নং বায়েক ইউপিস্থ কৈখলা পশ্চিমপাড়া এলাকায় পলাতক আসামীর বসত বাড়ি হতে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেন। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত আসামীদ্বয় কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
৩০ আগস্ট ২০২৫ ০৬:০২ পিএম
এবার মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিলেন এমিনে এরদোয়ান
গাজায় চলমান ইসরায়েলি হামলায় ভুক্তভোগী শিশুদের পক্ষে সরব হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান। ইউক্রেনে রাশিয়ার হামলায় ভুক্তভোগী শিশুদের প্রতি ইউক্রেনীয় শিশুদের হয়ে কথা বলায় মার্কিন ফার্স্ট লেডির প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। ফিলিস্তিনিদের জন্যও একই রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মেলানিয়াকে আহ্বান জানিয়েছেন তিনি।চিঠিতে তিনি লেখেন, ইউক্রেনে নিহত ৬৪৮ শিশুর প্রতি মেলানিয়ার যে সংবেদনশীলতা ছিল, তা যেন গাজায়ও প্রসারিত হয়। সেখানে গত দুই বছরে প্রায় ১৮ হাজার শিশু এবং মোট ৬২ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন।তিনি আরও লিখেছেন, একজন মা, একজন নারী ও একজন মানুষ হিসেবে আমি আপনার অনুভূতির সঙ্গে একমত। আমি আশা করি, আপনি গাজার শিশুদেরও অনুরূপ আশা দেখাবেন।এর আগে, এরদোয়ান দম্পতি বরাবরই যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনি অঞ্চল থেকে পাওয়া ছবি ‘নাৎসি শিবিরের’ চেয়েও ভয়াবহ।জাতিসংঘ গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে ‘নির্লজ্জ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। ভোরের আকাশ/এসএইচ
২৪ আগস্ট ২০২৫ ০৪:০৩ পিএম
মঠবাড়িয়ায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ সোহেল হাওলাদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত সোহেল হাওলাদার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে।থানা সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই আলী আকবর অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় বড় মাছুয়া বাজারের ব্রিজের ঢালের রাস্তা থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
২৩ আগস্ট ২০২৫ ০৭:০৪ পিএম
টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলের কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তায় গাঁজা বহনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যারা আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।গ্রেপ্তাররা হলেন- আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। তাদের মধ্যে আমিনুল ট্রাকচালক, বাবু ট্রাকের হেলপার ও মোজাহিদ মাদক কারবারি।সোমবার (১৮ আগস্ট) রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছে। পরে সোমবার রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.