২৩ সেকেন্ডে ২১ বার বেত্রাঘাত শিশু শিক্ষার্থীকে
লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার বেত্রাঘাত করা হয়।
ভিডিওতে দেখা যায়, চেয়ারে এক পা তুলে বেত হাতে ক্রমাগত শিশু শিক্ষার্থীকে পিটিয়ে চলেছেন এক শিক্ষক। তিনি শিশুটিকে পেটাতে পেটাতেই কান ধরে ওঠ-বস করতে বলেন। এরপরও নিস্তার মেলেনি। যখন শিশুটি কান ধরে ওঠ-বস করছিল, তখনো তিনি তাকে পেটাচ্ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের আলীপুর নুরানী মাদ্রাসার। শিশুটি সেখানে হিফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর। পিটুনির এই ভিডিও ছড়ানোর পর অনেকেই অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন বলেন, ‘ভিডিওতে যেভাবে বেত্রাঘাত করতে দেখেছি, তা অমানবিক। ওই শিক্ষক চরম অন্যায় করেছেন। ঘটনাটি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
এর আগে গত মঙ্গলবার জেলার আরেকটি মাদ্রাসার শৌচাগার থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুটিকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ এনে তার পরিবার থানায় মামলা করেছে। ওই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের ফলতিতা বটতলা মাছ বাজারে দূতি ফিস নামক একটি প্রতিষ্ঠানে অভিনব পন্থায় অবৈধ রেণু পোনার ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন স্থানীয় মৎস্য চাষিরা।শুক্রবার (১৬ মে) সকাল ৫ টায় দেখা যায়, দূতি এন্টারপ্রাইজ নামের এই প্রতিষ্ঠানটি কুয়াকাটা জননী হ্যাচারি লিঃ-এর রেণু পোনা এনে বিক্রি করছে, তবে প্রচার করছে সেটি ‘কুয়াকাটা হ্যাচারি লিঃ’-এর পোনা হিসেবে। অথচ, কুয়াকাটা জননী গলদা চিংড়ি হ্যাচারী লিঃ কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা।দূতি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ ওলিয়ুল আলম (ছোট হুজুর)- এর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, দুটি প্রতিষ্ঠান একই মালিকের। তবে এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।অন্যদিকে, কুয়াকাটা জননী গলদা চিংড়ি হ্যাচারী লিঃ-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন জানান, ‘কুয়াকাটা হ্যাচারি লিঃ’ নামে তাদের একটি প্রতিষ্ঠান আছে, প্রায় ৭০ লক্ষ্য টাকা ক্ষতি হওয়ার কারনে কুয়াকাটা জননী গলদা চিংড়ি হ্যাচারী লিঃ এর বর্তমানে প্যাকেট না করার কারনে এই ভিন্ন নামের ব্যাগ ব্যাবহার করা হচ্ছে। তাদের এই পরস্পরবিরোধী বক্তব্যে স্থানীয় মৎস্য চাষিদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।তারা অভিযোগ করছেন, অধিক লাভের আশায় দূতি ফিস নিম্নমানের অথবা অন্য কোনো হ্যাচারির পোনা তাদের কাছে জননী হ্যাচারীর নাম ভাঙিয়ে বিক্রি করছে, যা তাদের চাষাবাদে মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে।এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা যদি আমাকে বিষয়টি জানান এবং ফোর্স চান, তাহলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।ফকিরহাট সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, আমি এতো সকালে কাউকে পাচ্ছি না, আপনারা এমন বিষয় আমাদের কে আগে জানালে আমরা ব্যাবস্থা নিবো।স্থানীয় মৎস্য চাষিরা অবিলম্বে এই অবৈধ ব্যবসা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।তারা বলছেন, একদিকে যেমন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি অন্যদিকে ভেজাল পোনার কারণে তাদের দীর্ঘদিনের প্রচেষ্টাও ভেস্তে যাচ্ছে। এ ব্যাপারে দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।উপজেলা মৎস্য কর্মকর্তা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন কিনা, এখন সেটাই দেখার বিষয়। তবে ভুক্তভোগী মৎস্য চাষিরা প্রয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা এবং মৎস্য অধিদপ্তরেও অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। ভোরের আকাশ/এসআই
গাজীপুর মহানগরের জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে মানববন্ধন করছেন।শুক্রবার (১৬ মে) সকাল থেকে নগরের তেলিপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করছেন।এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছয় দফা দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের সঙ্গে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনার কথা ছিল। কিন্তু এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে অবস্থান নেন। তাদের ছয় দফা দাবি হলো—বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন, ল্যাবরেটরি নির্মাণ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হয়রানি বন্ধ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সুবিধা।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমরান বলেন, আমরা শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে ৬ দফা দাবি জানিয়ে আসছি। এ নিয়ে শুক্রবার আমাদের সঙ্গে আলোচনা করার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এর আগে রাতেই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। পরে সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছি। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব দেবনাথ জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকলেও তা না করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।ভোরের আকাশ/আজাসা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর মুখমণ্ডল আগুনে পুড়িয়ে বিকৃত অবস্থায় ছিল।পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সকালে ওই এলাকার পাটক্ষেতে বিবস্ত্র ও মুখমণ্ডল দগ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। তারপর তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেওয়ার কারণে মরদেহটি কার তা শনাক্তে বেগ পেতে হচ্ছে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মরদেহটি পাওয়া গেছে। তার মুখমণ্ডলের পুরোটাই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। চেহারা বিকৃত হওয়ার কারণে চেনাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।ভোরের আকাশ/আজাসা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে।নিহত মাসুদ মোল্লা ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জিমউদ্দিন মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, মাসুদের মানসিক সমস্যা ছিল। পাশাপাশি পারিবারিক কলহও চলছিল। আজ সকালে বাজার থেকে ফেরার পথে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিধান কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। প্রয়োজনীয় আইনগত নেয়া হবে।ভোরের আকাশ/আজাসা