ছবি : সংগৃহীত
অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে গত আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়। জুনে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাস ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়।
এরও আগে ২ জুলাই ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়। ওই সময়ে ১২ কেজির দাম ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া অটোগ্যাসের দামও ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর বেড়েছিল ৭ দফায়। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়।এর আগে গত আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়। জুনে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাস ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়।এরও আগে ২ জুলাই ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়। ওই সময়ে ১২ কেজির দাম ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া অটোগ্যাসের দামও ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।প্রসঙ্গত, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর বেড়েছিল ৭ দফায়। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।ভোরের আকাশ/এসএইচ
বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে নতুন উল্লম্ফন দেখা গেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার প্রবাসী আয়—যা মাসিক হিসেবে সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বোচ্চ প্রবাহ।রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ এক বছরে প্রবাসী আয়ে বেড়েছে প্রায় ৬৫ শতাংশ।এর আগে আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ডলার, আর জুলাইয়ে ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। টানা তিন মাস ধরে প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।ব্যাংক-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি, ডলারের উচ্চ বিনিময়মূল্যও প্রবাসীদের ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠাতে উৎসাহিত করছে।তাদের মতে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বছরের শেষ প্রান্তিকে রেমিট্যান্স আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।ভোরের আকাশ//হর
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও চট্টগ্রামস্থ হজ এজেন্সি সমূহের (হাব) প্রতিনিধিদের সাথে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ অক্টোবর) চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের মো. রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই হজযাত্রীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে আসছে। হজযাত্রীদের সুবিধার্থে প্রতিটি শাখায় ডেডিকেটেড হজ ডেস্ক, হজ ডিপোজিট স্কিম, বিশেষ হজ কার্ড, ক্যাম্প বুথ সেবা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে। আমরা হজ সেবাকে কেবল ব্যাংকিং কার্যক্রম নয় বরং একটি পবিত্র আমানত ও ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করি এবং সর্বোচ্চ সততা, আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম জোন হাবের সভাপতি আলহাজ্ব শরিয়ত উল্লাহ শহিদ, মো. আবদুল মালেক, সেক্রেটারি আলহাজ্ব মো. আবদুল মালেক, চট্টগ্রাম জোন হাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সাবেক সেক্রেটারি আলহাজ্ব আজহারুল ইসলাম এবং বিভিন্ন হজ এজেন্সির মালিকগণ উপস্থিত ছিলেন।এ সময় অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মো. হাবীব উল্লাহ্, আক্তার কামাল, শোয়েব ইসলাম চৌধুরী, শীর্ষ নির্বাহীবৃন্দ এবং চট্টগ্রামের বির্ভিন্ন শাখা সমূহের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান রোববার (৫ অক্টোবর) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ১৫ কর্মদিবস ব্যাপী ফরেন এক্সচেঞ্জ এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স (ব্যাচ ০২/২৫) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন।প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ