বিনোদন প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ০৯:৪০ এএম
ভাইরাল ছবিগুলো অভিনেত্রী সাদিয়া আয়মানের নয়
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাদিয়া আয়মান দাবি করে কিছু ছবি ছড়িয়ে দেয়া হয়েছে। গত কয়েকদিনে দুই পোশাকে অশ্লীল আটটির বেশি ছবি ছড়ানো হয়েছে। যা এখন ফেসবুকসহ বিভিন্ন প্লাটফর্মে বেশ ভাইরাল। কিন্তু প্রকৃত অর্থে ছবিগুলো পরিচিত মুখ অভিনেত্রী সাদিয়া আয়মানের নয় বলে জানিয়েছে তথ্য যাচাই-বাছাইকারী একটি সংস্থা।
সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, প্রচার করা ছবিগুলো ইন্টারনেটের মাধ্যমে ভারতীয় এক নারীর ছবি সংগ্রহ করে সেখানে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অভিনেত্রী সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়েছে। যা পরে ছড়িয়ে দেয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘স্নিগ্ধা সারথী’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৬ জানুয়ারি প্রকাশিত কয়েকটি ছবির সঙ্গে জোড়া দিয়ে সেসব সাদিয় আয়মান দাবিতে প্রচার করা হয়। ছবিগুলোয় মুখমণ্ডল ছাড়া অন্য সবই স্নিগ্ধার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। অ্যাকাউন্ট পর্যবেক্ষণে লোকেশন হিসেবে দেখা গেছে ভারত। অর্থাৎ, ছবিগুলোয় সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এছাড়াও অন্য পোশাকেও কয়েকটি ছবি সাদিয়া আয়মানের নামে প্রচার করা হয়েছে। তথ্য যাচাই-বাছাইকারী সংস্থার প্রতিবেদন বলছে, ‘দিল মারিয়ান নেহা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশ হওয়া ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচার হওয়া ছবিগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিগুলোয় মুখমণ্ডল ছাড়াও অন্য সবই মিল খুঁজে পাওয়া যায়। আর অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে লোকেশন হিসেবে বাংলাদেশ দেখা গেছে।
এছাড়া একই নারীর টিকটক অ্যাকাউন্টে একই পোশাক পরিহিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যা আলোচিত দাবিতে প্রচার হওয়া ছবিগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ―সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্লাটফর্মে অভিনেত্রী সাদিয়া আয়মান দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলো তার নয়। অন্য নারীর মুখমণ্ডলে সাদিয়া আয়মানের মুখ প্রতিস্থাপনের মাধ্যমে তৈরি করা হয়।
ভোরের আকাশ/এসঅই
বিনোদন প্রতিবেদন
প্রকাশ : ৫ ঘন্টা আগে
আপডেট : ৫ ঘন্টা আগে
ভাইরাল ছবিগুলো অভিনেত্রী সাদিয়া আয়মানের নয়
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাদিয়া আয়মান দাবি করে কিছু ছবি ছড়িয়ে দেয়া হয়েছে। গত কয়েকদিনে দুই পোশাকে অশ্লীল আটটির বেশি ছবি ছড়ানো হয়েছে। যা এখন ফেসবুকসহ বিভিন্ন প্লাটফর্মে বেশ ভাইরাল। কিন্তু প্রকৃত অর্থে ছবিগুলো পরিচিত মুখ অভিনেত্রী সাদিয়া আয়মানের নয় বলে জানিয়েছে তথ্য যাচাই-বাছাইকারী একটি সংস্থা।
সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, প্রচার করা ছবিগুলো ইন্টারনেটের মাধ্যমে ভারতীয় এক নারীর ছবি সংগ্রহ করে সেখানে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অভিনেত্রী সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়েছে। যা পরে ছড়িয়ে দেয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘স্নিগ্ধা সারথী’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৬ জানুয়ারি প্রকাশিত কয়েকটি ছবির সঙ্গে জোড়া দিয়ে সেসব সাদিয় আয়মান দাবিতে প্রচার করা হয়। ছবিগুলোয় মুখমণ্ডল ছাড়া অন্য সবই স্নিগ্ধার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। অ্যাকাউন্ট পর্যবেক্ষণে লোকেশন হিসেবে দেখা গেছে ভারত। অর্থাৎ, ছবিগুলোয় সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এছাড়াও অন্য পোশাকেও কয়েকটি ছবি সাদিয়া আয়মানের নামে প্রচার করা হয়েছে। তথ্য যাচাই-বাছাইকারী সংস্থার প্রতিবেদন বলছে, ‘দিল মারিয়ান নেহা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশ হওয়া ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচার হওয়া ছবিগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিগুলোয় মুখমণ্ডল ছাড়াও অন্য সবই মিল খুঁজে পাওয়া যায়। আর অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে লোকেশন হিসেবে বাংলাদেশ দেখা গেছে।
এছাড়া একই নারীর টিকটক অ্যাকাউন্টে একই পোশাক পরিহিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যা আলোচিত দাবিতে প্রচার হওয়া ছবিগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ―সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্লাটফর্মে অভিনেত্রী সাদিয়া আয়মান দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলো তার নয়। অন্য নারীর মুখমণ্ডলে সাদিয়া আয়মানের মুখ প্রতিস্থাপনের মাধ্যমে তৈরি করা হয়।
ভোরের আকাশ/এসঅই