কাশ্মিরের ঘটনায় বলিউডে শোকের ছায়া

কাশ্মিরের ঘটনায় বলিউডে শোকের ছায়া

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ১ দিন আগে

আপডেট : ১ দিন আগে

কাশ্মিরের ঘটনায় বলিউডে শোকের ছায়া

কাশ্মিরের ঘটনায় বলিউডে শোকের ছায়া

ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে ভয়াবহ হামলা ও তিনজন বিদেশি সহ ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় সে দেশে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতেও দেখা গেছে তারকাদের।

অনুপম খের, অক্ষয় কুমার, সোনু সুদের পর এবার শাহরুখ, সালমান খান পোস্ট করেছেন। ‘অমানবিক’ ঘটনা বলে উল্লেখ করে প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে থাকতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা।

শাহরুখ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘পহেলগামে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে শোকপ্রকাশের কোনও ভাষা নেই। এই সময়ে শুধু ঈশ্বরের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনও কিছুই করার থাকে না। আমার গভীর সমবেদনা রইল পরিবারগুলোর জন্য। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং দ্রুত ন্যায়বিচার পাই।’

এক্স অ্যাকাউন্টে সালমান লিখেছেন, ‘কাশ্মির, পৃথিবীর স্বর্গ। যা বর্তমানে নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। একজন নিরপরাধ ব্যক্তির হত্যা, গোটা জাতির হত্যার সমান।’

শাহরুখ, সালমান ছাড়াও বলিউডের একঝাক তারকাকে দেখা গিয়েছে পহেলগাম নিয়ে পোস্ট করতে। প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে এই ঘটনার তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘পহেলগামে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। কেউ ছুটি কাটাতে, কেউ আবার মধুচন্দ্রিমায় সেখানে পরিবারের সঙ্গে গিয়েছিলেন। কেবল হয়তো বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমি খুবই মর্মাহত।’

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক

ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক

মস্কোতে বাংলাদেশি সিনেমার বিশেষ স্বীকৃতি

মস্কোতে বাংলাদেশি সিনেমার বিশেষ স্বীকৃতি

ভাইরাল ছবিগুলো অভিনেত্রী সাদিয়া আয়মানের নয়

ভাইরাল ছবিগুলো অভিনেত্রী সাদিয়া আয়মানের নয়

মন্দিরাকে নিয়ে চমক দেবেন শুভ

মন্দিরাকে নিয়ে চমক দেবেন শুভ

মন্তব্য করুন