× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৫:২২ পিএম

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

প্রতিবছরের মতো এই বছরও মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে বসেছে চাঁদের হাট। মেট গালার রেড কার্পেটে ভারতীয় অভিনেত্রী হিসাবে ইতিহাস তৈরি করলেন কিয়ারা আদবানি। নিউ ইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজরকাড়া লুকে ধরা দেন শেরশাহ অভিনেত্রী। হলিউডের সবচেয়ে বড় ফ্যাশনের রাতে প্রথমবার বেবি বাম্প নিয়ে জনসমক্ষে কিয়ারা।

ভারতীয় ডিজাইনার গৌরভ গুপ্তার স্টাইলিশ পোশাকে ফ্যাশনিস্তা কিয়ারার গ্লো ছিল দেখার মতো। কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি। কিয়ারার মেট গালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তার ছোঁয়া। কিয়ারা এই পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেওয়া একটি টেল।

এর আগে হলিউডে অনেক তারকা বেবি বাম্প নিয়ে ফ্যাশনের মেট গালা রঙ্গমঞ্চে নজর কেড়েছেন। কিন্তু প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে কিয়ারা সেই ইতিহাস তৈরি করলেন। কিয়ারা ছাড়াও এবার অভিষেক হয়েছে শাহরুখ খান এবং দিলজিৎ দোসাঞ্জের। তাদের সঙ্গে মেট গালায় অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া। একইসঙ্গে ছিলেন আম্বানিকন্যা ইশা আম্বানি। কিয়ারার একাধিক ছবি ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। যার মধ্যে কিয়ারার সঙ্গে একটি ছবিতে দেখা দিয়েছে হাবি সিদ্ধার্থ মালহোত্রাকেও।

কিয়ারার সঙ্গে নিউ ইয়র্কে বর্তমানে রয়েছেন তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি অংশ না নিলেও গর্ভবতী স্ত্রীকে এই সময় মোটেই একা ছাড়েননি তিনি। অভিনেত্রীকে সঙ্গ দেওয়ার জন্য, আগলে রাখার জন্য বর্তমানে তিনিও মার্কিন মুলুকে অবস্থান করছেন।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিছু মাস আগেই কিয়ারা এবং সিদ্ধার্থ যৌথভাবে জানিয়েছেন তাদের সন্তান আসছে।

২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন শেরশাহ ছবির অনস্ক্রিন জুটি। কিয়ারাকে আগামীতে ডন ৩ ছবিতে দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু সন্তান আসার কারণে সেই ছবি থেকে সরে গেছেন। তবে সদ্যই ওয়ার ২ ছবির শ্যুটিং শেষ করেছেন। সেখানে তার সঙ্গে থাকবেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর। ভোরের আকাশ/এসআই
 

  • শেয়ার করুন-
 বিএনপি ছাড়লেন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান

বিএনপি ছাড়লেন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান

সংশ্লিষ্ট

‘সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না’

‘সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না’

মামুনুর রশীদের নামে মামলা, 'হতবাক' আরণ্যক

মামুনুর রশীদের নামে মামলা, 'হতবাক' আরণ্যক

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

নব্বই দশকের আলোচিত নায়িকারা বর্তমানে কে কী করছেন?

নব্বই দশকের আলোচিত নায়িকারা বর্তমানে কে কী করছেন?