× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামুনুর রশীদের নামে মামলা, 'হতবাক' আরণ্যক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৮:২৫ পিএম

মামুনুর রশীদের নামে মামলা, 'হতবাক' আরণ্যক

মামুনুর রশীদের নামে মামলা, 'হতবাক' আরণ্যক

মামুনুর রশীদের মত একজন ব্যক্তি, যিনি সারাজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নিজেকে নিবেদিত রেখেছেন। তার যাবতীয় কর্মকাণ্ড মানবিকতার পক্ষে এবং সব রকমের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে। তাকে হত্যাচেষ্টার মামলার আসামি করায় বিস্ময় প্রকাশ করেছে ‘আরণ্যক’ নাট্যদল। নিন্দা জানিয়ে এই ঘটনাটিকে সংস্কৃতি চর্চার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের নামান্তর’ বলে মনে করছে নাট্যদলটি।

পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে গত ২ মে অভিনেতা, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষকসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে ১৪ জন অভিনেতা রয়েছেন। তারা হলেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, রিয়াজ, ফেরদৌস, আশনা হাবীব ভাবনা, সাজু খাদেম, জায়েদ খান, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার ও সোহানা সাবা।

ঢালাও মামলা এবং সেসব মামলায় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে মামুনুর রশীদের হাতে গড়া নাট্যদল ‘আরণ্যক’।

এক বিবৃতিতে আরণ্যক বলেছে, গত ৩০ এপ্রিল পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই-আগস্ট আন্দোলনকালে এক হত্যা প্রচেষ্টার অভিযোগে দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় কয়েকজন শিল্পী ও গণমাধ্যম কর্মীকেও আসামি করা হয়েছে। আমরা হতবাক হয়েছি দেশবরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদকে ওই মামলায় আসামি করায়।

গভীর উদ্বেগ প্রকাশ করে ‘আরণ্যক’ বলছে, হত্যা প্রচেষ্টাসহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যথাযথ বিচার চাই আমরা। শাস্তি চাই অপরাধীর।

বিবৃতিতে আরও বলা হয়, মামুনুর রশীদ তার জীবনে কখনোই রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রীয় অপব্যবস্থা, দুঃশাসন এবং গণবিরোধী ভূমিকার সাথে আপস করেননি। এমন আপসহীন একজন ব্যক্তিকে একটি ঢালাও মামলায় আসামি করায় আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং এ ধরণের মামলার মাধ‍্যমে জনগণের প্রতি দায়বদ্ধ সংস্কৃতিকর্মীদের হতোদ্যম এবং অপদস্ত করার হীন প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে যথাযথ তদন্তসাপেক্ষে মামুনুর রশীদসহ অন্যান্য শিল্পীদের এরকম ঢালাও মামলা থেকে অব্যাহতি দিয়ে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার জন‍্য জোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে ‘আরণ্যক’ নাট্যদল। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে তারা। ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার’ স্লোগান নিয়ে বাংলাদেশের নাট্যাঙ্গনকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে যাচ্ছে দলটি।

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

সংশ্লিষ্ট

নাটক নির্মাণ মামলায় চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নাটক নির্মাণ মামলায় চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না’

‘সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না’

মামুনুর রশীদের নামে মামলা, 'হতবাক' আরণ্যক

মামুনুর রশীদের নামে মামলা, 'হতবাক' আরণ্যক

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা