পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত
মা ইলিশ রক্ষায় সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়ে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ২৫ অক্টোবর পর্যন্ত।
আজ মধ্যরাত (৪ অক্টোবর) রাত ১২টা থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মৎস্য বিভাগ জানিয়েছে, প্রতিবছর আশ্বিন মাসে অধিকাংশ ইলিশ নদী ও সাগরে ডিম ছাড়ে। এ সময় মাছ ধরা বন্ধ রাখলে প্রজননের সুযোগ বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়ে। সরকারের মতে, টেকসই ও মজবুত ইলিশ উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অপরিহার্য।
নিষেধাজ্ঞার সময় নদ-নদী ও সাগরে মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করবে। কেউ আইন অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও নিয়মিত মাঠে থাকবে।
বরগুনার পাথরঘাটা, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। গত ২৯ সেপ্টেম্বর থেকে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারেননি। এর ওপর শুরু হওয়া ২২ দিনের বিরতি তাদের পরিবার-পরিজনের জীবিকাকে আরও জটিল করে তুলেছে।
সরকারি হিসাবে পাথরঘাটায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ২৫ হাজার। তাদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণের কথা রয়েছে। তবে অনেক জেলে অভিযোগ করছেন, প্রকৃত তালিকা অনুযায়ী অনুদান যথাযথভাবে পৌঁছায় না।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর বক্তব্য অনুযায়ী, নিষেধাজ্ঞার কারণে জেলেরা বেকার হয়ে পড়ছে এবং ট্রলার মালিকরাও ঋণের বোঝার মধ্যে রয়েছেন। তবে ইলিশের টেকসই ও মজবুত উৎপাদনের স্বার্থে এই উদ্যোগকে সমর্থন করা হচ্ছে। এছাড়া ট্রলার মালিকদের জন্যও বিশেষ প্রণোদনা প্রয়োজন।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, যেহেতু কাল থেকে শুরু হচ্ছে বাইশ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যাতে এই ২২ দিনের নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করে। পাশাপাশি জেলেদের জন্য নির্ধারিত অনুদান সঠিক সময়েই দেওয়া হবে।
মৎস্য বিভাগ আশা করছে, প্রজনন মৌসুমে এই উদ্যোগ সফল হলে দেশের নদ-নদী ও সাগরে ইলিশের প্রাচুর্য বৃদ্ধি পাবে এবং দেশের টেকসই মৎস্য সম্পদ আরও শক্তিশালী হবে।
ভোরের আকাশ/মো.আ.