ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। তাই আজ দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে জাকের বাহিনী।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানদের হারিয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। এরপর সিরিজের প্রথম ম্যাচেও তাদের পরাস্ত করেছে টাইগাররা। তবে এই পরাজয়ের জন্য দলের ফিল্ডিংকে দায়ী করেছেন আফগান কোচ জনাথন ট্রট।
তিনি বলেন, বাজে ফিল্ডিং। সিম্পল ব্যাপার। অন্য দল এশিয়া কাপে ক্যাচ ড্রপ করেছে কিনা এসব নিয়ে আমি অত চিন্তিত নই। ফিল্ডিং ইউনিট হিসেবে আমাদের আরও ভালো হতে হবে। শুধু ক্যাচিং নয়, বডি ল্যাঙ্গুয়েজ বা এসব ব্যাপারেও অনেক উন্নতি করতে হবে, যদি ভালো ক্রিকেট খেলতে চাই, ফিল্ডিং আরও ভালো হতে হবে।
এদিকে এশিয়া কাপের ব্যর্থতা কাটানোর বড় সুযোগ টাইগারদের সামনে। রশিদ খান হারিয়ে সিরিজ জিততে পারলে দর্শকদের হতাশা কিছু হলেও দূর হতে পারে। তাই দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
অন্যদিকে এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে আফগানিস্তান। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ জিতেছিল তারা। তাই এই সিরিজ রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবে তারা। তবে শেষ পর্যন্ত কাদের মুখে হাঁসি ফোটে সেটাই দেখার বিষয়।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। তাই আজ দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে জাকের বাহিনী।শুক্রবার (৩ সেপ্টেম্বর) সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায়।এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানদের হারিয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। এরপর সিরিজের প্রথম ম্যাচেও তাদের পরাস্ত করেছে টাইগাররা। তবে এই পরাজয়ের জন্য দলের ফিল্ডিংকে দায়ী করেছেন আফগান কোচ জনাথন ট্রট।তিনি বলেন, বাজে ফিল্ডিং। সিম্পল ব্যাপার। অন্য দল এশিয়া কাপে ক্যাচ ড্রপ করেছে কিনা এসব নিয়ে আমি অত চিন্তিত নই। ফিল্ডিং ইউনিট হিসেবে আমাদের আরও ভালো হতে হবে। শুধু ক্যাচিং নয়, বডি ল্যাঙ্গুয়েজ বা এসব ব্যাপারেও অনেক উন্নতি করতে হবে, যদি ভালো ক্রিকেট খেলতে চাই, ফিল্ডিং আরও ভালো হতে হবে।এদিকে এশিয়া কাপের ব্যর্থতা কাটানোর বড় সুযোগ টাইগারদের সামনে। রশিদ খান হারিয়ে সিরিজ জিততে পারলে দর্শকদের হতাশা কিছু হলেও দূর হতে পারে। তাই দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।অন্যদিকে এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে আফগানিস্তান। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ জিতেছিল তারা। তাই এই সিরিজ রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবে তারা। তবে শেষ পর্যন্ত কাদের মুখে হাঁসি ফোটে সেটাই দেখার বিষয়।ভোরের আকাশ/মো.আ.
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে এই আসরকে সামনে রেখে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্বকাপের তিনটি মাসকটের পর এবার অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে অ্যাডিডাস। বলটির নাম রাখা হয়েছে ‘ট্রাইওন্ডা’ (TRIONDA)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ফিফা ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়েছে, উজ্জ্বল লাল, সবুজ ও নীল রঙে সাজানো এই বল তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধা জানায়। ‘ট্রাইওন্ডা’ শব্দটি স্প্যানিশ থেকে এসেছে, যার অর্থ ‘তিনটি তরঙ্গ’। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, আর সেই ঐক্যের প্রতীক হিসেবেই নামকরণ করা হয়েছে এই বলের।ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল এসে গেছে এবং এটি অসাধারণ! আমি ট্রিওন্ডা উপস্থাপন করতে পেরে খুশি ও গর্বিত। অ্যাডিডাস আরেকটি আইকনিক ফিফা বিশ্বকাপ বল তৈরি করেছে, যার নকশা আগামী বছরের আয়োজক দেশগুলো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য এবং আবেগকে প্রতিফলিত করছে। তিনি আরও বলেন, আমি অপেক্ষা করতে পারছি না এই সুন্দর বলটিকে জালে ঢুকতে দেখার জন্য। সর্বকালের সেরা ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়েছে।বলটির ডিজাইনে বিশেষ চার-প্যানেলের গঠন ব্যবহার করা হয়েছে। এটি বলের উড়ন্ত গতিপথকে স্থিতিশীল রাখে। পাশাপাশি খোদাই করা আইকন ভেজা বা আর্দ্র অবস্থায় কিক ও ড্রিবলিংয়ের সময় বাড়তি গ্রিপ দেয়। কানাডার প্রতীক ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা এতে ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া সোনালি অলংকরণ বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা জানায়।আধুনিক প্রযুক্তির ব্যবহারেও বলটি ব্যতিক্রমী। এতে থাকা ৫০০ হার্জ মুভমেন্ট সেন্সর চিপ বলের প্রতিটি গতিবিধির তথ্য রিয়েল টাইমে ভিএআর (ভিএআর) সিস্টেমে পাঠাবে, যা অফসাইডসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেফারিদের সহায়তা করবে।এর আগে তিনটি মাসকট উন্মোচন করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তিন আয়োজক দেশের প্রতীককে সামনে রেখে তৈরি করা হয়েছে মাসকটগুলো। ফিফার ঘোষণা অনুযায়ী, কানাডার মাসকটের নাম ‘মেপল’, মেক্সিকোর ‘ফ্রিডম’ আর যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ’।ভোরের আকাশ/মো.আ.
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আসর শুরু হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। এবারের আসরে থাকছে রেকর্ড ২০টি দল, যার মধ্যে ইতোমধ্যে ১৭টি দলের নাম নিশ্চিত হয়েছে।ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে নেদারল্যান্ডসের পাশাপাশি ইতিহাস গড়েছে ইতালি। প্রথমবারের মতো কোনো ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে দেশটি। অন্যদিকে আমেরিকাস অঞ্চলের বাছাইপর্বে স্বাগতিক কানাডা ছয় ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে।এর আগে ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া শীর্ষ সাত দল সরাসরি ২০২৬ আসরে খেলার সুযোগ পায়। এর সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আরও তিনটি দলও জায়গা করে নেয়।সম্প্রতি আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে ফাইনালে উঠে জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। এখনও বাকি রয়েছে ৩টি দলের জায়গা। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব শেষে পূর্ণাঙ্গ হবে ২০ দলের তালিকা।নিশ্চিত হওয়া ১৭ দলস্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া ও জিম্বাবুয়ে।ভোরের আকাশ/মো.আ.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর এবার আগামী বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত দেশগুলো। সে ধারাবাহিকতায় অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও জাপান। এর আগে আগস্টেই ম্যাচ দুটির ভেন্যু ও সময় ঘোষণা করা হয়েছিল। এবার কোচ কার্লো আনচেলত্তি দলও ঘোষণা করেছেন।রিও ডি জেনেইরোতে বুধবার ঘোষিত ২৬ সদস্যের এই দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েস। তবে ইনজুরি কাটিয়ে ওঠা হয়নি নেইমার জুনিয়রের, ফলে তাকে এবারও রাখা হয়নি। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দল থেকে চোটের কারণে ছিটকে পড়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে তাকে আর দেখা যায়নি। সম্প্রতি বাঁ পায়ের উরুর ইনজুরি নতুন করে তাকে মাঠের বাইরে রেখেছে।শুধু নেইমারই নন, বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার, ডিফেন্ডার মার্কিনিয়োস ও ফরোয়ার্ড রাফিনিয়াও। লিভারপুলের হয়ে খেলার সময় চোট পান অ্যালিসন, অন্যদিকে বার্সেলোনার দেওয়া তথ্যে রাফিনিয়া হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন। মার্কিনিয়োসও ইনজুরির কারণে বাইরে। এ ছাড়া আগের স্কোয়াড থেকে আন্দ্রে সান্তোস ও আলেসান্দ্রো রিবেইরোকেও বাদ দিয়েছেন আনচেলত্তি।এদিকে আনচেলত্তির অধীনে এ পর্যন্ত ব্রাজিল চারটি ম্যাচ খেলেছে—যেখানে দুই জয়, একটি ড্র ও একটি হার তাদের ঝুলিতে গেছে। বর্তমানে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাই টেবিলে ব্রাজিল আছে পঞ্চম স্থানে।আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।ব্রাজিলের স্কোয়াড (প্রীতি ম্যাচের জন্য)গোলরক্ষক: বেন্তো, এডারসন, হুগো সোसाডিফেন্ডার: কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিতাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরালদো, ভ্যান্ডারসন, ওয়েসলিমিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস, লুকাস পাকেতাফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়রভোরের আকাশ // হ.র