নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।
বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের শুরুতে এ কথা বলেন তিনি।
আলোচনায় অংশ নেওয়া নেতাদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, “সংস্কার নিয়ে মানুষ এখন প্রত্যাশায় আছে। তারা আমাদের দিকে তাকিয়ে। আমরা যদি দায়িত্বশীলভাবে এগিয়ে যাই, তাহলে শিগগিরই এক জায়গায় পৌঁছানো সম্ভব।”
তিনি আরও বলেন, “এক বছর আগে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান ছাড়িয়ে জনগণের স্বার্থে একত্র হয়েছিল। সেই অর্জনকে টিকিয়ে রাখতে হলে এখন প্রয়োজন কাঠামোগত সংস্কার ও একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। যেখানে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে।”
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটি দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার আত্মত্যাগের ফসল। সেই সাফল্য যদি রক্ষা না করা যায়, তাহলে তা ব্যর্থতায় পরিণত হবে।”
এর আগে, আজ বেলা ১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি নিরবতা পালনের মাধ্যমে এ বৈঠক শুরু হয়। এতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ