ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ০৬:০৬ পিএম
ছবি- সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জন্মস্থান চাঁদপুর-৫ অথবা রাজধানী ঢাকার উত্তরা-১৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বড় দলের রাজনৈতিক নির্বাচনী প্রচারণার শক্তি বেশি। তাই এনসিপি আগে থেকে কাজ শুরু করেছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারা ‘শেষ খেলা দেখাবে’।
তিনি বলেন, সংবিধান পরিবর্তনের আগপর্যন্ত বর্তমান সংবিধানই আমাদের অনুসরণ করতে হবে। সংবিধানের কিছু ঝামেলা রয়েছে বলেই মাজারে আক্রমণগুলো ঘটছে। তিনি কারো ওপর আক্রমণ না করে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং আধুনিক রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক চর্চা ছাড়া অন্য কোনো পন্থা অনুসরণ করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশে ৩০০ আসনে গডফাদার রয়েছে, ভালো কোনো সংসদ সদস্য সিস্টেমের মধ্যদিয়ে যান না। তাই তাদের কাছে কখনও সিজদা দেবেন না। রাজনৈতিক দল বা গডফাদারদের কাছে নিজেদের বিকিয়ে দিলে সারা জীবন গোলাম বানিয়ে রাখবে।
এর আগে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ