মো:আব্দুল হাফিজ, ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১১:৩১ পিএম
ছবি-ভোরের আকাশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, ওনার নির্দেশেই ঘটানো হচ্ছে। জ্বালাও-পোড়াওয়ের রানি এখন পালিয়ে বিদেশে আছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) দিনাজপুরের ঘোড়াঘাটের ওসমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করার সময় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, ওনার নির্দেশেয় ঘটানো হচ্ছে। এরা জনগণের অধিকারে বিশ্বাস করে না, হাজার হাজার মানুষকে পাখির মত গুলি করে মেরেছে, আমার ভাই বোনকে গুম করেছে, তারপরও এদের রক্ত পিপাসা মিটেনি। চৌদ্দমাস না যেতেই আবারও তারা জনগণের উপর জ্বালাও-পোড়াও শুরু করেছে। অর্থাৎ এরা প্রতিহিংসায় বিশ্বাস করে। এরা অনুশোচনা বা আত্নসমালোচনায় বিশ্বাস করে না। এদের জনগণের কাছে ক্ষমা চেয়ে, তাদের বলা উচিত ছিল যে, আমাদের কে সুযোগ দিন! আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই! সেটি না করে বরং আরো তাদের নেত্রী জোড় গলায় বলে, আমি কোন অন্যায় করিনি। অন্যায় করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলো কে? কে বললো গুলি চালাও? কে হেলিকপ্টার থেকে গুলি করার অনুমতি দিল ?
তিনি আরো বলেন,যখন একে একে সব বেড়িয়ে আসছে, যখন বিচারের সম্মুখীন হচ্ছে, তখন তারা বিশৃঙ্খলার পাঁয়তারা করছে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ। মানুষের ঐকের কাছে এসমস্ত ষড়যন্ত্রকারীরা হেরে যাবে। জনগনের যে গণঐক্য তৈরি হয়েছে, সে ঐক্য জয়যুক্ত হবে। আগামী জাতীয় নির্বাচন সুশৃঙ্খলভাবে হবে। কোন ষড়যন্ত্রই এই নির্বাচনকে আটকিয়ে রাখতে পারবেনা।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমান লাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবিরসহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২০ জন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিকেল পর্যন্ত মেডিসিন, ইউোলজি, শিশু, গাইনী, হৃদরোগ, অর্থপেডিক, চর্ম ও যৌন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ভোরের আকাশ/এসএইচ