ছবি-ভোরের আকাশ
খাগড়াছড়ির রামগড় উপজেলায় অনুমতি ছাড়া আবাসিক ভবনে থাকা দুই চীনা নাগরিককে আটক করেছে রামগড় থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা ল্যাপটপসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তির সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রামগড় পৌরসভার বাজার এলাকার একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন জিয়াং ছেংথং ও টেং তংগু।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্লাসিক নামে একটি অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠানের ফোরম্যান মো. রোকন উদ্দিনের উদ্যোগে তারা রামগড় আসেন। সেখানে কোনো বৈধ কাগজপত্র ছাড়া ৩০ হাজার টাকা অগ্রীম দিয়ে বাসা ভাড়া নেন।
ভবন মালিককে তারা জানান, ইলেকট্রনিক্স পণ্যের আমদানি–রপ্তানি সংক্রান্ত কাজে তারা এখানে অবস্থান করবেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের তথ্যে দুই বিদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বিদেশিদের প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি বাধ্যতামূলক হলেও তাদের কাছে কোনো নথি নেই।’
জব্দ করা প্রযুক্তিগত সরঞ্জাম যাচাই–বাছাইয়ের জন্য বিটিআরসি’র সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান ওসি।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ১৬ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড উৎসব। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীদের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর বৃহত্তর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অলিম্পিয়াডে বৃহত্তর বরিশাল বিভাগ ও গোপালগঞ্জ জেলাসহ মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ জন শিক্ষার্থীরা এ গণিত অনুষ্ঠানে অংশ নেন।গোপালগঞ্জ সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরা সুলতানা বলেন, গণিত অলিম্পিয়াডে প্রথমবার এসেছি। গণিত আমার একটি পছন্দের সাবজেক্ট। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। গণিত অলিম্পিয়াডে ইউনিক ম্যাথগুলো দেয়, যেগুলো আমরা সচরাচর করি না। এ ধরনের কম্পিটিশনে অংশগ্রহণ করলে বোঝা যায় আমাদের সৃজনশীলতা কতটুকু।পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, গণিত চিন্তার পার্থক্য তৈরি করে। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। প্রতিবছর এরকম একটি আয়োজন হওয়া দরকার। তাহলে আমাদের মত শিক্ষার্থীরা নিজেদের যাচাই করার সুযোগ পাবে।ভোরের আকাশ/এসএইচ
খাগড়াছড়ির রামগড় উপজেলায় অনুমতি ছাড়া আবাসিক ভবনে থাকা দুই চীনা নাগরিককে আটক করেছে রামগড় থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা ল্যাপটপসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তির সরঞ্জাম জব্দ করা হয়।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রামগড় পৌরসভার বাজার এলাকার একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন জিয়াং ছেংথং ও টেং তংগু।পুলিশ জানায়, গত ১২ নভেম্বর চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্লাসিক নামে একটি অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠানের ফোরম্যান মো. রোকন উদ্দিনের উদ্যোগে তারা রামগড় আসেন। সেখানে কোনো বৈধ কাগজপত্র ছাড়া ৩০ হাজার টাকা অগ্রীম দিয়ে বাসা ভাড়া নেন।ভবন মালিককে তারা জানান, ইলেকট্রনিক্স পণ্যের আমদানি–রপ্তানি সংক্রান্ত কাজে তারা এখানে অবস্থান করবেন।রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের তথ্যে দুই বিদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বিদেশিদের প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি বাধ্যতামূলক হলেও তাদের কাছে কোনো নথি নেই।’জব্দ করা প্রযুক্তিগত সরঞ্জাম যাচাই–বাছাইয়ের জন্য বিটিআরসি’র সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান ওসি।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশে খণ্ড-বিখণ্ড অবস্থায় উদ্ধার হওয়া আশরাফুল হকের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জের বাড়িতে চলছে শোকের মাতম পরিবার তো বটেই এলাকাবাসীরও চোখের জল শুকিয়ে গেছে।এই ঘটনার একটি ফোন রেকর্ড এসেছে প্রতিবেদকের হাতে। যেখানে দেখা যায় তার সাথে যাওয়া বন্ধু জরেজ মিয়ার অসংলগ্ন কথাবার্তা। তাকেই দুষছেন পরিবারের দস্যরা। শোকের পাশাপাশি ক্ষুব্ধ এলাকার মানুষ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়কে দুটি নীল রঙের বাক্স থেকে খন্ডবিখন্ড একজন পুরুষের লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। প্রযুক্তির সহযোগিতায় আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় মেলে। তিনি রংপুরের বদরগঞ্জের শ্যামপুর গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আশরাফুল হক তিনি। পেশায় কাঁচামালের আমদানি কারক।নিহত আশরাফুলের পিতা আব্দুর রশিদ জানান, মঙ্গলবার রাত নয়টায় বন্ধু পাশের গ্রামের জরেজকে নিয়ে ঢাকা যান আশরাফুল হক। জরেজ মালয়েশিয়ায় থাকতেন। কিছুদিন আগে জরেজ বাংলাদেশে আসেন। এরপর জাপানে যাওয়ার জন্য আশরাফুলের কাছে ২০ লাখ টাকা ধার চান। আমার ছেলে ব্যাবসার জন্য ঢাকায় অনেকের কাছে লেনদেন আছে। সেখান থেকে টাকা নিয়ে জরেজকে দেয়ার জন্য তাকে সাথে নিয়ে যান। কিন্তু যাওয়ার পর থেকে আর কোনো কথা হয়নি। পরে সন্ধ্যায় লাশের খবর আসে। আমার ছেলে মরলো, কিন্তু জরেজ তো বেঁচে আছে। তাকে ধরলেই সব পরিষ্কার হবে।আশরাফুলের সপ্তম শ্রেণি পড়ুয়া কণ্যা তাসনিম জাহান আসফি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আমার বাবা যখন ভাত খায় তখন আশরাফুল আংকেল ফোন করে। ফোন শেষে ভাত খাওয়া শেষ হলে আমাকে জিজ্ঞাসা করে, তোমার কি মন খারাপ? তখন আমি বলি না। এরপর বাবা বলে আমি জরেজ আংকেলসহ ঢাকায় যাচ্ছি। দ্রুত আসবো। এরপর আর কোন কথা হয় নি। আমাকে যারা এতিম করে দিলো, তাদের আমি ফাঁসি চাই। জরেজ আংকেলকে গ্রেফতার করলেই খুনের কারণ জানা যাবে।আশরাফুলের স্ত্রী লাকি বেগম জানান, স্বামীর সাথে কথা না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে জরেজের সাথে কথা বলেন তিনি। এসময় আমার স্বামীর মোবাইল ফোন তার কাছে আছে বলে জানান। কিন্তু স্বামী কোথায় সেটি জানাননি। এতে আমার সন্দেহ হয়। এরপর সন্ধ্যায় আমার স্বামীর খণ্ড বিখণ্ড লাশের খবর পাই। আঙুলের ছাপের মাধ্যমে সেটি সিওর হয়। এছাড়া ঢাকায় আমার ননদ ও ভাই লাশ শনাক্ত করেছেন। এ ঘটনার সাথে জরেজ জড়িত। আমার দুটি সন্তান। তাদের নিয়ে এখন আমি কোথায় যাবো। এলাকায় জিজ্ঞাসা করেন। আমার স্বামী কেমন লোক ছিল। কেন জরেজ তাকে এভাবে মারলো। তার ফাঁসি চাই।এনামুল হক নামের এক এলাকাবাসী জানান, এ ঘটনায় বাগরুদ্ধ পুরো এলাকাবাসী। সজ্জন মানুষ হিসেবে খ্যাতি ছিল আশরাফুলের। নিজের গ্রাম তো বটেই পাশের গ্রামেও দান-অনুদান দিতেন তিনি। কিন্তু তাকে এভাবে হত্যা করা হবে সেটা ভাবতেই পারছেন না কেউ। জড়িতদের ফাঁসির দাবি তার।শাহানা নামের এক এলাকাবাসী জানান, ঢাকা যাওয়ার আগে ৪০ শতক জমি একটি কওমি মাদ্রাসার জন্য দান করেন আশাফুল। মসজিদ কমপ্লেক্স সহ মাদ্রাসা নির্মাণের জন্য ৫০ হাজার ইট ভাটায় দিয়েও রেখেছিলেন তিনি। কথা ছিল ৩ তলা মসজিদসহ মাদ্রাসা হবে। সাইনবোর্ড তোলা হয়েছিল।বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, প্রযুক্তির মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে আশরাফুল হকের পরিচয় নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এখবর পাওয়া মাত্রই আমরা তার স্ত্রীসহ পরিবারের সাথে যোগাযোগ করি। তারা আমাদের বিভিন্ন তথ্য দিয়েছেন। সেগুলো রমনা জোনের ডিসি ও শাহবাগ থানার কাছে দিয়েছি। পরিবারের অভিযোগ, ঢাকায় যে বন্ধু তার সাথে গিয়েছিল। সেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এ ঘটনায় ঢাকায় মামলা হবে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। তদন্ত এবং গ্রেফতার অভিযানও শুরু হয়েছে।এদিকে আশরাফুল হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে ঢাকার শাহবাগ থানায় স্বামীর বন্ধুর জরেজের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের নামে একটি মামলা দায়ের করেন।ভোরের আকাশ/মো.আ.
চট্টগ্রামে এক রাতে তিনটি পৃথক হত্যাকাণ্ড ঘটেছে। এতে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার ও শুক্রবার (১৪ নভেম্বর) রাতে এ ঘটনাগুলো চট্টগ্রাম মহানগর, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় সংঘটিত হয়।নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটার নাজের আহমদের ছেলে ও সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান (৪২), মোবাইল সার্ভিসিং দোকানি আকাশ এবং ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ।বৃহস্পতিবার ((১৩ নভেম্বর) ) রাত ১০টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল মান্নান নিহত হন। স্থানীয় ক্ষেত্রবাজার এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, হত্যার কারণ এখনো জানা যায়নি। নিহত আব্দুল মান্নান বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।অন্যদিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে ছুরিকাঘাতে মোবাইল সার্ভিসিং দোকানি আকাশ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এনায়েতবাজারের কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্বজনরা জানায়, মোবাইলের ডিসপ্লে পরিবর্তনের পর আকাশের কাছে টাকা বাকি রেখেছিল তার পরিচিত সানি। রাতে টাকা চাইতে গেলে আকাশ ও সানির মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সহযোগীদের সঙ্গে নিয়ে সানি আকাশকে বারবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপির কোতোয়ালি থানার ওসি এম এ করিম জানান, কথা-কাটাকাটির একপর্যায়ে আকাশকে ছুরিকাঘাত করা হয়। জড়িত তিনজনের মধ্যে একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে, বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।অন্যদিকে পূর্বশত্রুতার জেরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকায় ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ খুন হন। বুধবার (১২ নভেম্বর) রাতে স্থানীয় কয়েকজন লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ২৪ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মাসুদ মারা যান।ভোরের আকাশ/মো.আ.