প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ দিন আগে

আপডেট : ১৮ মিনিট আগে

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

কাতার সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন দুইজন নারী ক্রিকেটার ও দুইজন নারী ফুটবলার। তারা হলেন- ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা, ফুটবলার আফিদা খন্দকার ও ⁠শাহেদা আক্তার রিপা। এই প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়াবিদদের একটি দল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তার সফরসঙ্গী হতে যাওয়া এই চার ক্রীড়াবিদ। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন।

নারী ক্রিকেটাররা প্রধান উপদেষ্টাকে বলেন, কাতারে ক্রিকেট তেমনটা জনপ্রিয় নয়। আমরা এ সফরে ক্রিকেট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করব। আমাদের পুরুষ ক্রিকেট দল ও নারী ক্রিকেট দলের গল্পগুলো তুলে ধরব। আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাব।

নারী ফুটবলাররা বলেন, দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার খুব একটা সুযোগ আমাদের হয় না। আমরা কাতার নারী টিমকে আমাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চাই। এ সফরে আমরা তাদের স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো ঘুরে দেখতে চাই। তাদের প্রফেশনাল চিন্তাভাবনাগুলো জানতে চাই।

বৈঠকে নিজেদের জীবনসংগ্রামের কথা প্রধান উপদেষ্টাকে জানান চার নারী ক্রীড়াবিদ। সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরের সুযোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা।

প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেন, আমি চাই, তোমরা তোমাদের জীবনের গল্পগুলো তাদের কাছে তুলে ধরবে। তোমরাই এদেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। তোমাদের এ রাষ্ট্রীয় সফরে সঙ্গে নিয়ে যেতে পেরে আমিও ভীষণ আনন্দিত।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

মন্তব্য করুন