শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ফাইনালে রিয়াল মাদ্রিদ
কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যান্টনিও রুডিগারের ঝলকে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এতে ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। সেমি-ফাইনালের ফিরতি লেগ ৪-৪ গোলে ড্র হয়ে একপ্রকার কূল রক্ষা হলো স্পেনের সবচেয়ে সফল দলটির। প্রথম লেগের ১-০ গোলে জয়ের কারণেই শেষ হাসি হাসল এমবাপ্পে-রদ্রিগোরা।স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
১১৫তম মিনিটে বদলি হিসেবে নামা রুডিগার আরদা গুলারের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান। গোলরক্ষক আলেক্স রেমিরো কিছুই করতে পারেননি। গোলের সঙ্গে সঙ্গেই সান্তিয়াগো বার্নাবেউতে শুরু হয় উৎসব। ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল শ্বাসরুদ্ধকর। ২১ মিনিটের মধ্যে পাঁচটি গোল হয়েছে। দুই দলই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া ছিল।
প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা সোসিয়েদাদ ১৬তম মিনিটে আন্দের বারেনেচেয়ার গোলে এগিয়ে যায়। কিন্তু ৩০তম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক দুর্দান্ত এক চিপ শটে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান।
৭২তম মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোল সোসিয়েদাদকে আবার এগিয়ে দেয়। এরপর শুরু হয় গোলের বন্যা। ৮০তম মিনিটে মিকেল ওয়ারজাবাল লো শটে গোল করলে অ্যাগ্রিগেটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে মুহূর্তের মধ্যেই ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম চমৎকার এক ভলিতে গোল করে সমতা ফেরান।
৮৬তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনি হেডে বল জালে পাঠান। গোলরক্ষক রেমিরো বল ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। অতিরিক্ত সময়ের যোগ করা মুহূর্তে আবারও ওয়ারজাবাল হেডে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অবশেষে রুডিগারের গোল সোসিয়েদাদের স্বপ্ন ভেঙে দেয়। অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে মাদ্রিদ।রিয়াল মাদ্রিদের ট্রেবল জয়ের আশা এখনো বেঁচে আছে। তারা লা লিগায় বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। আর কোপা দেল রের শিরোপা জয়ের জন্য তারা লড়ছে ২১তম বারের মতো।
বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগ বুধবার অনুষ্ঠিত হবে। প্রথম লেগে ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচের বিজয়ী ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
কোপা দেল রে ফাইনালে অপেক্ষা করছে এল ক্লাসিকো। বুধবার রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে চাপ তৈরি করছিলেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং ছন্দময় ফুটবল খেলছিলেন, সঙ্গে ফেরমিন লোপেজও আক্রমণে ছিলেন কার্যকর। প্রথমার্ধে লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে নেন। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করে দলকে লিড এনে দেন তিনি। এরপর রাফিনহা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো মাদ্রিদ আক্রমণ বাড়ানোর জন্য বেশ কিছু পরিবর্তন আনে। গ্রিজমানের শট পোস্টের বাইরে চলে যায়, আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ হাতছাড়া করেন। বার্সেলোনা এরপর রক্ষণ সামলে খেলতে শুরু করে এবং প্রতিপক্ষকে গোলের সুযোগ দিতে চায়নি।ম্যাচের শেষ মুহূর্তে সরলথ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। অ্যাটলেটিকো শেষ পর্যন্ত চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি, বার্সেলোনা তাদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।ভোরের আকাশ/এসএইচ
কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যান্টনিও রুডিগারের ঝলকে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এতে ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। সেমি-ফাইনালের ফিরতি লেগ ৪-৪ গোলে ড্র হয়ে একপ্রকার কূল রক্ষা হলো স্পেনের সবচেয়ে সফল দলটির। প্রথম লেগের ১-০ গোলে জয়ের কারণেই শেষ হাসি হাসল এমবাপ্পে-রদ্রিগোরা।স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।১১৫তম মিনিটে বদলি হিসেবে নামা রুডিগার আরদা গুলারের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান। গোলরক্ষক আলেক্স রেমিরো কিছুই করতে পারেননি। গোলের সঙ্গে সঙ্গেই সান্তিয়াগো বার্নাবেউতে শুরু হয় উৎসব। ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল শ্বাসরুদ্ধকর। ২১ মিনিটের মধ্যে পাঁচটি গোল হয়েছে। দুই দলই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া ছিল। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা সোসিয়েদাদ ১৬তম মিনিটে আন্দের বারেনেচেয়ার গোলে এগিয়ে যায়। কিন্তু ৩০তম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক দুর্দান্ত এক চিপ শটে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান। ৭২তম মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোল সোসিয়েদাদকে আবার এগিয়ে দেয়। এরপর শুরু হয় গোলের বন্যা। ৮০তম মিনিটে মিকেল ওয়ারজাবাল লো শটে গোল করলে অ্যাগ্রিগেটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে মুহূর্তের মধ্যেই ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম চমৎকার এক ভলিতে গোল করে সমতা ফেরান। ৮৬তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনি হেডে বল জালে পাঠান। গোলরক্ষক রেমিরো বল ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। অতিরিক্ত সময়ের যোগ করা মুহূর্তে আবারও ওয়ারজাবাল হেডে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে রুডিগারের গোল সোসিয়েদাদের স্বপ্ন ভেঙে দেয়। অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে মাদ্রিদ।রিয়াল মাদ্রিদের ট্রেবল জয়ের আশা এখনো বেঁচে আছে। তারা লা লিগায় বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। আর কোপা দেল রের শিরোপা জয়ের জন্য তারা লড়ছে ২১তম বারের মতো। বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগ বুধবার অনুষ্ঠিত হবে। প্রথম লেগে ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচের বিজয়ী ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।ভোরের আকাশ/এসএইচ
আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। যেখানে যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তামিমের। তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন তিনি।জানা গেছে, তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তবে লঙ্কান সিরিজকেই এগিয়ে রাখলেন তামিম। তার পরিবারও অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন। খেলাধুলার ক্ষেত্রে পরিবার থেকে সবসময়ই সাপোর্ট পেয়ে থাকেন এই ক্রিকেটার।তামিমের বাবা, মা, ভাই সবসময় পাশে থাকেন ছায়ার মতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামিমের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে যুবা ক্রিকেটারদের। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে, দুই দিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।ভোরের আকাশ/এসএইচ
ভুটানে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লীগ। আগামী ১৫ এপ্রিল থেকে মাঠে গড়ানো নারী ফুটবল লীগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমারা আগেই নাম লিখিয়েছেন।এবার পারো এফসিতে খেলার কথা জানা গেছে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমার।শুক্রবার বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ৬ এপ্রিল এই ফুটবলাররা বাফুফের আবাসিক ক্যাম্পে যোগ দেবেন। ওই দিনই এই ৬ ফুটবলারের ভুটান যাওয়ার কথা রয়েছে। তবে যদি ফ্লাইট পরিবর্তন করতে পারেন, তাহলে কয়েকদিন এখানে অনুশীলন করে ভুটানের ক্লাবে যোগ দেবেন সাবিনাসহ ৬ ফুটবলার। আর যদি নাও পারে সমস্যা নেই। কারণ, ওখানে গিয়ে সবাই অনুশীলন ও লিগ শুরু হলে খেলার মধ্যে থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের টুর্নামেন্টের আগে ওদের আবার ডেকে নেবো।ঈদের আগে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের বেতন না পাওয়া প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, মেয়েদের বেতন রেডিই আছে। এবার যারা বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তাদের কারও ব্যাংক হিসাব আছে, কারও নেই। তাই বেতন পাঠানো যায়নি।৬ এপ্রিল ক্যাম্পে উঠলে একদিনের মধ্যে ব্যাংক হিসাব খুলে সবার বেতন একসঙ্গে ট্রান্সফার করা হবে। কারণ, বেতন আলাদা আলাদা করে দেওয়া হয়ে না। যতজনের সঙ্গে চুক্তি হয়েছে সবার বেতন একসঙ্গেই ব্যাংকে পাঠানো হয়।ভোরের আকাশ/এসএইচ
শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ফাইনালে রিয়াল মাদ্রিদ
কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যান্টনিও রুডিগারের ঝলকে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এতে ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। সেমি-ফাইনালের ফিরতি লেগ ৪-৪ গোলে ড্র হয়ে একপ্রকার কূল রক্ষা হলো স্পেনের সবচেয়ে সফল দলটির। প্রথম লেগের ১-০ গোলে জয়ের কারণেই শেষ হাসি হাসল এমবাপ্পে-রদ্রিগোরা।স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
১১৫তম মিনিটে বদলি হিসেবে নামা রুডিগার আরদা গুলারের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান। গোলরক্ষক আলেক্স রেমিরো কিছুই করতে পারেননি। গোলের সঙ্গে সঙ্গেই সান্তিয়াগো বার্নাবেউতে শুরু হয় উৎসব। ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল শ্বাসরুদ্ধকর। ২১ মিনিটের মধ্যে পাঁচটি গোল হয়েছে। দুই দলই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া ছিল।
প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা সোসিয়েদাদ ১৬তম মিনিটে আন্দের বারেনেচেয়ার গোলে এগিয়ে যায়। কিন্তু ৩০তম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক দুর্দান্ত এক চিপ শটে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান।
৭২তম মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোল সোসিয়েদাদকে আবার এগিয়ে দেয়। এরপর শুরু হয় গোলের বন্যা। ৮০তম মিনিটে মিকেল ওয়ারজাবাল লো শটে গোল করলে অ্যাগ্রিগেটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে মুহূর্তের মধ্যেই ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম চমৎকার এক ভলিতে গোল করে সমতা ফেরান।
৮৬তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনি হেডে বল জালে পাঠান। গোলরক্ষক রেমিরো বল ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। অতিরিক্ত সময়ের যোগ করা মুহূর্তে আবারও ওয়ারজাবাল হেডে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অবশেষে রুডিগারের গোল সোসিয়েদাদের স্বপ্ন ভেঙে দেয়। অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে মাদ্রিদ।রিয়াল মাদ্রিদের ট্রেবল জয়ের আশা এখনো বেঁচে আছে। তারা লা লিগায় বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। আর কোপা দেল রের শিরোপা জয়ের জন্য তারা লড়ছে ২১তম বারের মতো।
বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগ বুধবার অনুষ্ঠিত হবে। প্রথম লেগে ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচের বিজয়ী ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
কোপা দেল রে ফাইনালে অপেক্ষা করছে এল ক্লাসিকো। বুধবার রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে চাপ তৈরি করছিলেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং ছন্দময় ফুটবল খেলছিলেন, সঙ্গে ফেরমিন লোপেজও আক্রমণে ছিলেন কার্যকর। প্রথমার্ধে লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে নেন। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করে দলকে লিড এনে দেন তিনি। এরপর রাফিনহা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো মাদ্রিদ আক্রমণ বাড়ানোর জন্য বেশ কিছু পরিবর্তন আনে। গ্রিজমানের শট পোস্টের বাইরে চলে যায়, আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ হাতছাড়া করেন। বার্সেলোনা এরপর রক্ষণ সামলে খেলতে শুরু করে এবং প্রতিপক্ষকে গোলের সুযোগ দিতে চায়নি।ম্যাচের শেষ মুহূর্তে সরলথ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। অ্যাটলেটিকো শেষ পর্যন্ত চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি, বার্সেলোনা তাদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।ভোরের আকাশ/এসএইচ
কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যান্টনিও রুডিগারের ঝলকে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এতে ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। সেমি-ফাইনালের ফিরতি লেগ ৪-৪ গোলে ড্র হয়ে একপ্রকার কূল রক্ষা হলো স্পেনের সবচেয়ে সফল দলটির। প্রথম লেগের ১-০ গোলে জয়ের কারণেই শেষ হাসি হাসল এমবাপ্পে-রদ্রিগোরা।স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।১১৫তম মিনিটে বদলি হিসেবে নামা রুডিগার আরদা গুলারের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান। গোলরক্ষক আলেক্স রেমিরো কিছুই করতে পারেননি। গোলের সঙ্গে সঙ্গেই সান্তিয়াগো বার্নাবেউতে শুরু হয় উৎসব। ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল শ্বাসরুদ্ধকর। ২১ মিনিটের মধ্যে পাঁচটি গোল হয়েছে। দুই দলই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া ছিল। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা সোসিয়েদাদ ১৬তম মিনিটে আন্দের বারেনেচেয়ার গোলে এগিয়ে যায়। কিন্তু ৩০তম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক দুর্দান্ত এক চিপ শটে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান। ৭২তম মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোল সোসিয়েদাদকে আবার এগিয়ে দেয়। এরপর শুরু হয় গোলের বন্যা। ৮০তম মিনিটে মিকেল ওয়ারজাবাল লো শটে গোল করলে অ্যাগ্রিগেটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে মুহূর্তের মধ্যেই ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম চমৎকার এক ভলিতে গোল করে সমতা ফেরান। ৮৬তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনি হেডে বল জালে পাঠান। গোলরক্ষক রেমিরো বল ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। অতিরিক্ত সময়ের যোগ করা মুহূর্তে আবারও ওয়ারজাবাল হেডে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে রুডিগারের গোল সোসিয়েদাদের স্বপ্ন ভেঙে দেয়। অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে মাদ্রিদ।রিয়াল মাদ্রিদের ট্রেবল জয়ের আশা এখনো বেঁচে আছে। তারা লা লিগায় বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। আর কোপা দেল রের শিরোপা জয়ের জন্য তারা লড়ছে ২১তম বারের মতো। বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগ বুধবার অনুষ্ঠিত হবে। প্রথম লেগে ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচের বিজয়ী ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।ভোরের আকাশ/এসএইচ
আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। যেখানে যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তামিমের। তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন তিনি।জানা গেছে, তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তবে লঙ্কান সিরিজকেই এগিয়ে রাখলেন তামিম। তার পরিবারও অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন। খেলাধুলার ক্ষেত্রে পরিবার থেকে সবসময়ই সাপোর্ট পেয়ে থাকেন এই ক্রিকেটার।তামিমের বাবা, মা, ভাই সবসময় পাশে থাকেন ছায়ার মতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামিমের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে যুবা ক্রিকেটারদের। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে, দুই দিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।ভোরের আকাশ/এসএইচ
ভুটানে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লীগ। আগামী ১৫ এপ্রিল থেকে মাঠে গড়ানো নারী ফুটবল লীগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমারা আগেই নাম লিখিয়েছেন।এবার পারো এফসিতে খেলার কথা জানা গেছে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমার।শুক্রবার বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ৬ এপ্রিল এই ফুটবলাররা বাফুফের আবাসিক ক্যাম্পে যোগ দেবেন। ওই দিনই এই ৬ ফুটবলারের ভুটান যাওয়ার কথা রয়েছে। তবে যদি ফ্লাইট পরিবর্তন করতে পারেন, তাহলে কয়েকদিন এখানে অনুশীলন করে ভুটানের ক্লাবে যোগ দেবেন সাবিনাসহ ৬ ফুটবলার। আর যদি নাও পারে সমস্যা নেই। কারণ, ওখানে গিয়ে সবাই অনুশীলন ও লিগ শুরু হলে খেলার মধ্যে থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের টুর্নামেন্টের আগে ওদের আবার ডেকে নেবো।ঈদের আগে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের বেতন না পাওয়া প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, মেয়েদের বেতন রেডিই আছে। এবার যারা বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তাদের কারও ব্যাংক হিসাব আছে, কারও নেই। তাই বেতন পাঠানো যায়নি।৬ এপ্রিল ক্যাম্পে উঠলে একদিনের মধ্যে ব্যাংক হিসাব খুলে সবার বেতন একসঙ্গে ট্রান্সফার করা হবে। কারণ, বেতন আলাদা আলাদা করে দেওয়া হয়ে না। যতজনের সঙ্গে চুক্তি হয়েছে সবার বেতন একসঙ্গেই ব্যাংকে পাঠানো হয়।ভোরের আকাশ/এসএইচ
মন্তব্য করুন