রেকর্ড গড়েই বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা বাংলাদেশের

রেকর্ড গড়েই বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ সপ্তাহ আগে

আপডেট : ৫৩ মিনিট আগে

রেকর্ড গড়েই বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা বাংলাদেশের

রেকর্ড গড়েই বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা বাংলাদেশের

নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি এবং শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানের জ্বলমলে ব্যাটিংয়ের পর বল হাতে ঘূর্ণি জাদু দেখালেন ফাহিমা-জান্নাতুলরা। দুজনে মিলে তুলে নিলেন দশ উইকেট। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭২ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে থাইল্যান্ড নারী দল গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানেই। ১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল টাইগ্রেস মেয়েরা।

লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা পেয়েছে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ১৫৪ রানের ব্যবধানে আয়ারল্যান্ডকে হারানো ছিল টাইগ্রেসদের সর্বোচ্চ জয়।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে ইসমা তানজিম (৮ রান) দ্রুত বিদায় নিলেও এরপর ফারজানা হক (৫৩), শারমিন আখতার (৯৪) ও নিগার জ্যোতি (১০১)* এর ব্যাটে ২৭১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটি গড়ে জ্যোতি ও শারমিন গড়েন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রান। নিগার জ্যোতির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আসে মাত্র ৭৮ বলে, যা বাংলাদেশ নারী দলের দ্রুততম শতক। শারমিন মাত্র ৬ রান দূরে থাকলেও অপরাজিত থেকে যান, করেন ১২৬ বলে ৯৪ রান।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করলেও ফাহিমা-জান্নাতুলের ঘূর্ণিতে তছনছ থাই ব্যাটিং। ফাহিমা খাতুন নেন ৫ উইকেট এবং জান্নাতুল ফেরদৌস ও সমান ৫ উইকেট। দুজনই তুলে নেন ইনিংসের সব ১০ উইকেট, যা খুবই বিরল এক ঘটনা। প্রথম ৩৮ রানে থাকা অবস্থায় থাইল্যান্ড হারায় প্রথম উইকেট। এরপর একের পর এক উইকেট পড়ে যায়। শেষ পর্যন্ত ২৮.৫ ওভারেই অলআউট হয়ে যায় থাই নারী দল।

ম্যাচসারাংশ

বাংলাদেশ নারী দল : ২৭১/৩ (নিগার ১০১, শারমিন ৯৪*)

থাইল্যান্ড নারী দল : ৯৩ অলআউট (ফাহিমা ৫/২১, জান্নাতুল ৫/৭)

ফল : বাংলাদেশ জয়ী ১৭৮ রানে

রেকর্ড : রানের ব্যবধানে বাংলাদেশের নারীদের ইতিহাসে সবচেয়ে বড় জয়

বাংলাদেশের পরবর্তী ম্যাচসমূহ
১৩ এপ্রিল – আয়ারল্যান্ড
১৫ এপ্রিল – স্কটল্যান্ড
১৭ এপ্রিল – ওয়েস্ট ইন্ডিজ
১৯ এপ্রিল – পাকিস্তান

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

হামজাদের লিগে ক্লাবের মালিক হলেন  লুকা মদ্রিচ

হামজাদের লিগে ক্লাবের মালিক হলেন লুকা মদ্রিচ

পিছিয়ে পড়েও ডি ব্রুইনার নৈপুণ্যে সিটির বিশাল জয়

পিছিয়ে পড়েও ডি ব্রুইনার নৈপুণ্যে সিটির বিশাল জয়

মন্তব্য করুন